ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

ছুটির দিনে জমজমাট বইমেলা

Daily Inqilab রাহাদ উদ্দিন

০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

গতকাল শনিবার ছিল বইমেলার তৃতীয় দিন। বরাবরের মতোই ছুটির দিন হওয়ায় এদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় শিশু চত্বরে চলে সিসিমপুর অনুষ্ঠান। শুক্রবারের তুলনায় শিশুপ্রহরে কিছুটা কম হলেও এদিনও শিশুরা মেতে উঠেছিল হালুম, ইকরি, শিকু আর টুকটুকিদের সাথে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই মেলায় জমে ভিড়। পাঠক দর্শনার্থীদের উপস্থিতিতে জমে উঠে মেলা।

গতকাল সকালে শিশু চত্বরের দোকানীদের কিছুটা অলস সময় পার করতে দেখা গেছে। তবে ব্যতিক্রম চিত্র ছিল মেলার বিকেল বেলায় বাবা মায়ের সাথে হাতে হাত ধরে তারা ঘুরে ঘুরে দেখছিল নানা রংয়ের বই। কেউবা কমিক্স কেউ ছড়া বা ভুতের বই। নতুন কিছু পেলেই বায়না ধরছে কিনে দেবার জন্য। বাবা মায়েরাও বই হাতে নিয়ে দেখছেন তাতে শিক্ষণীয় কিছু আছে কিনা। তবেই তা কিনে দিচ্ছেন সন্তানদের।
তবে গতকাল দর্শক সমাগম থাকলেও বেচাকেনা তেমন এটা আশানুরুপ হয়নি শিশু চত্বরে। এ অংশের বিক্রয়কর্মীরা জানান, শুক্রবার সপ্তাহের প্রথম ছুটির দিনে অভিভাবকরা একটু বেশিই ফ্রী অনুভব করেন। তাই যারা আসার অধিকাংশই শুক্রবারে এসেছেন।ওয়ার্ল্ড অব চিলড্রেন’স বুক এর নির্বাহী পরিচালক বলেন, আজকে বেচাকেনা গতকালের তুলনায় কম হচ্ছে। তবে এই অবস্থা থাকবেনা আশা করি। আর কিছুদিন গেলেই বেচাকেনা জমে উঠবে বলে মনে করেন এই বিক্রেতা।

সন্ধ্যায় মেলার উদ্যান অংশে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতোই। স্টলগুলোতে বেচাকেনাও হচ্ছে আশানুরুপ বলে জানান বিক্রয়কর্মীরা। ছুটির দিন থাকায় সকালে তেমন একটা ভীড় লক্ষ্য করা না গেলেও বিকেলে মেলায় এসেছেন সকল বয়সের দর্শনার্থীরাই। উচ্ছাস আর আগ্রহ নিয়েই যেন মেলা দেখছিলেন সকলে।
আগামী প্রকাশনীর ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, এখন মেলার প্রাথমিক দিকে মেলায় পাঠকের চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। তবে মেলার একদম প্রাথমিক অবস্থা হিসেবে বই বিক্রি সন্তোষজনক। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কেন্দ্রীক বইগুলো পাঠক প্রিয়তার শীর্ষে আছে বলেও জামান আমিরুল।

কিছুটা ভিন্নধর্মী মন্তব্য করেছেন ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার আহমেদ সেকাতুরে। মেলার উদ্যান অংশে এই প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, ছুটির দিন হওয়ায় মেলায় পাঠকের চেয়ে দর্শনার্থীর সংখ্যাটা বেশি দেখা যাচ্ছে। তবে যতদিন যাবে ততই পাঠক দর্শনার্থীদের ভীড় বাড়বে। এখনো অনেকে বুঝে উঠতে পারেনি যে ফেব্রুয়ারি এসেছে। তাই অনেকেই এখনো আসার প্লান করেনি।

গতকাল মেলায় নতুন বই এসেছে ৭৪টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি। মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান। আলোচনায় অংশগ্রহণ করেন খসরু পারভেজ এবং হোসনে আরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহম্মদ নূরুল হুদা।

সভাপতির বক্তব্যে মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলা সাহিত্যের আদি আধুনিক কবি মাইকেল মধুসুদন দত্ত। তিনি এমন একজন সৃষ্টিশীল সত্তা যিনি বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন, বিভিন্ন ভাষার মৌলিক সাহিত্য পাঠ করেছিলেন এবং নিজস্ব মৌলিকতা সৃষ্টি করেছিলেন। তার এই মৌলিকতাকেই আমরা বলি আধুনিকতা। দ্বিশততম জন্মবর্ষে তাঁকে নতুনভাবে মূল্যায়ন করা অবশ্যই প্রাসঙ্গিক।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী, লালন গবেষক আবু ইসহাক হোসেন এবং কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ, তারিক সুজাত, শাহনাজ মুন্নী এবং নাহার মনিকা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিলন কান্তি দে, শাহাদাৎ হোসেন নিপু এবং আফরোজা কণা। এছাড়া ছিল ঝর্ণা আলমগীর-এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি শিল্পীগোষ্ঠী› এবং লক্ষ্মীকান্ত হাওলাদার-এর পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন শেখ রাসেল ললিতকলা একাডেমির পরিবেশনা। সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী সাজেদ আকবর, সালমা আকবর, লাইসা আহমেদ লিসা, অনুরাধা মণ্ডল, মুহা. আব্দুর রশীদ, সঞ্চিতা রাখি এবং পাপড়ি বড়ুয়া। যন্ত্রানুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), দেবা পাল (কী-বোর্ড), নাজমুল আলম খান (মন্দিরা) এবং অসিত বিশ্বাস (এসরাজ)।
আজ রোববার অমর একুশে বইমেলার ৪র্থ দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ কাঙাল হরিনাথ মজুমদার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন তপন মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করবেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুনতাসীর মামুন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর