রাহাদ উদ্দিন

ছুটির দিনে বই কেনার ধুম

Daily Inqilab রাহাদ উদ্দিন

১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৪ ইতোমধ্যেই জমে উঠেছে। গতকাল মেলার ৯ম দিনে তৃতীয় ছুটির দিন পায় মেলা। শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় এদিন সকাল ১১টা থেকে দ্বার খোলা হয় মেলার। চলে রাত ৯টা পর্যন্ত। সকালের দিকে মেলায় শিশুপ্রহর উপলক্ষে অভিভাবকদের হাত ধরে শিশুরা ভীড় করলেও বেলা বাড়তেই মেলায় নামে সকল বয়সী পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। পছন্দের বইয়ের তালিকা ইতোমধ্যেই করে ফেলেছেন পাঠক। এবার ধুম পড়েছে বই কেনার।
গতকাল শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা যায় নারী পুরুষ শিশুকিশোরসহ সকল বয়সী পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে দেখা যায় এক জনসমুদ্র। লেখক-পাঠক ও প্রকাশকদের মেলবন্ধনে মেলায় জাগে নতুন ছন্দ। প্রতিটি স্টল ও প্যাভিলিয়নে বিক্রয়কর্মীরা বই বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। পাঠকরাও এ বই ও বই উল্টেপাল্টে দু’টকটা করে কিনে নিচ্ছেন।
বেঙ্গলবুকসের সামনে দেখা হয় ঢাকা কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেনের সাথে। রবীন্দ্রনাথের রোমান্টিক ধারার উপন্যাস শেষের কবিতা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছেন তিনি। অভিমত জানতে চাইলে সাখাওয়াত বলেন, বাংলা সাহিত্যের অমূল্য রত্নরা গত হয়ে গেছেন। বর্তমান যুগে রুচিশীল লেখকের খুব অভাব। এ কারণে তাদের লেখা বেশিরভাগ বইই অপাঠ্য। সাম্প্রতিক কালের তরুণ লেখকদের লিখিত বইয়ের মধ্যে শিক্ষনীয় বইয়ের সংখ্যা অতি নগন্য। লেখকদের মনোজাগতিক বিশ্ব জুড়ে এখন কেবলই ব্যবসার স্থান। তাই একটি বইয়ের পেছনে যে পরিমাণ এফোর্ড দেওয়া উচিত তার ৬০ শতাংশই তারা দিচ্ছেন না।
নালন্দা প্রকাশনীতে দেখা হয় রাজধানীর ইডেন কলেজের চতুর্থ বর্ষে শিক্ষার্থী উমামা, মিতু, ফাতেমা, উর্মি, দোলা ও শ্রাবণীর সাথে। বাংলা বিভাগের এসব শিক্ষার্থী মেলা ঘুরে রোমান্টিক ধারার উপন্যাসগুলো সংগ্রহ করছেন। নালন্দা থেকে সংগ্রহ করেন তরুণ লেখিকা ফারজানা মিতুর ‘তবুও মন ভাবে তারে’ বইটি। নতুন লেখকদের উৎসাহ দিতেই তাদের বই কেনা বলে মন্তব্য করেন ফাতেমা। বলেন, সবাইকে সুযোগ দেওয়া উচিত। এদের মধ্য থেকেই হতে পারে কোনো অনন্য প্রতিভার দেখা পাবে ভবিষ্যত প্রজন্ম।
প্রকাশনা সংস্থা অবসরে গিয়ে দেখা যায় অবসরে নেই কেউ। ম্যানেজার থেকে বিক্রয়কর্মী সবাই ব্যস্ত সময় পার করছেন। বিক্রয়কর্মী নাহিদ জানান আহমদ ছফার যদ্যপি আমার গুরু ও অর্ধেক নারী অর্ধেক ইশ্বরী গ্রন্থদ্বয় বেশি বিক্রি হচ্ছে এই স্টলে। শোভা প্রকাশনীর প্রকাশক আশিকুর রহমান জানান এদিন শেষ পর্যন্ত সর্বোচ্চ বই বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে গতকাল মেলা প্রাঙ্গণে ধুলাবালির দৌরাত্ম্যে পাঠক দর্শনার্থীদের ভুগতে হয়েছে অনেক। পাঠক দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল কানায় কানায় পূর্ণ। জনসমাগমের প্রাচুর্যে মেলায় ছিল ধুলাবালির দৌরাত্ম্য।
গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: এস, ওয়াজেদ আলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবু হেনা মোস্তফা এনাম। আলোচনায় অংশগ্রহণ করেন ইকতিয়ার চৌধুরী এবং কুদরত-ই-হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর সৈয়দ আকরম হোসেন।
আজ শনিবার একুশে বইমেলার দশম দিনে মেলা শুরু হবে সকাল ১১ টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত মেলায় থাকবে শিশুপ্রহর।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চীনের বিশাল ঋণের বোঝা বিশ্বের ২০ দেশের মাথায়

চীনের বিশাল ঋণের বোঝা বিশ্বের ২০ দেশের মাথায়

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন

প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৫ জনের

প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল ৫ জনের

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, ‘ভয়াবহ’ সহিংসতা

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, ‘ভয়াবহ’ সহিংসতা

বিশ্বকাপে নতুন নেতৃত্বে খেলবে ওমান

বিশ্বকাপে নতুন নেতৃত্বে খেলবে ওমান

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও, যাত্রা শুরু শুক্রবার

এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও, যাত্রা শুরু শুক্রবার

গ্রেপ্তার ও সহিংসতার মাঝেই চলছে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ

গ্রেপ্তার ও সহিংসতার মাঝেই চলছে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী বিক্ষোভ

এবার রেলমন্ত্রীর ছেলেকে সতর্ক করে চিঠি দিলো ইসি

এবার রেলমন্ত্রীর ছেলেকে সতর্ক করে চিঠি দিলো ইসি

চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছের আমদানি বেড়েছে : দাম নাগালের বাইরে

চাঁদপুরে ইলিশসহ অন্যান্য মাছের আমদানি বেড়েছে : দাম নাগালের বাইরে

অভিজ্ঞদের নিয়েই নেপালের বিশ্বকাপ দল

অভিজ্ঞদের নিয়েই নেপালের বিশ্বকাপ দল

মহাকাশে ধুন্ধুমার, দুই ছায়াপথের লাখ লাখ সূর্যের সংঘর্ষে বিস্মিত বিজ্ঞানীরা

মহাকাশে ধুন্ধুমার, দুই ছায়াপথের লাখ লাখ সূর্যের সংঘর্ষে বিস্মিত বিজ্ঞানীরা

ইউরোয় কোর্তোয়াকে দেখছেন না বেলজিয়ান কোচ

ইউরোয় কোর্তোয়াকে দেখছেন না বেলজিয়ান কোচ

নিলামে উঠছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’

নিলামে উঠছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’

নিলামে উঠছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’

নিলামে উঠছে বিখ্যাত ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’

গাজায় জর্ডানের ত্রাণবহরে হামলা ইসরাইলিদের

গাজায় জর্ডানের ত্রাণবহরে হামলা ইসরাইলিদের

চুয়াডাঙ্গায় রাতে আগুনে ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

চুয়াডাঙ্গায় রাতে আগুনে ৭০ বিঘা পানের বরজ পুড়ে ছাই

যুদ্ধাস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে

যুদ্ধাস্ত্র হিসেবে রোবটের ব্যবহার বাড়ছে

এশিয়ার ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়

এশিয়ার ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও নেই বুয়েট-ঢাকা বিশ্ববিদ্যালয়