ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

প্রাণের মেলায় দীপ্তিহীন চত্বর ‘লিটল ম্যাগ’

Daily Inqilab রাহাদ উদ্দিন

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার একটি অন্যতম আকর্ষণ ছিল লিটল ম্যাগ চত্বর। মেলার এই অংশে নবীন লেখকদের প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন পাঠক দর্শনার্থীদের সামনে তুলে ধরেন লেখক, প্রকাশক। কিন্তু সময়ের আবর্তে একসময়কার তুমুল জনপ্রিয় এই চত্বরে এখন কেবলই হাহাকার। বঞ্চনা, অবহেলায় দীপ্তি হারিয়েছে লিটল ম্যাগাজিন। বারবার এর স্থান পরিবর্তন হলেও হারানো গৌরবের দেখা পাচ্ছে না এই চত্বর।
জনপ্রিয় সব লেখক, প্রকাশনী ও পত্রিকার ভীড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সত্তরের দশকের গণজাগরণের চালিকাশক্তি হিসেবে পরিচিত লিটল ম্যাগাজিনগুলো। বিপ্লবী ধারার এসব ম্যাগাজিনের স্থান দখল করে নিয়েছে পত্রিকাগুলো। কিন্তু এতসব বাধা বিপত্তির মাঝেও এখনো টিকে আছে কিছু ম্যাগাজিন। যেগুলোকে বইমেলায় বড় একটা অংশে স্থান বরাদ্দ দেয়া হয়।

দেড় দশকের বেশি সময় ধরে বাংলা একাডেমির বহেড়াতলায় স্থান পাওয়া বইমেলার অন্যতম আকর্ষণ ‘লিটল ম্যাগ চত্বর’ কখনো সোহরাওয়ার্দী উদ্যানের মাঝখানে, কখনো উত্তর পাশে আবার কখনো কালি মন্দিরের পাশে স্থান বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে এবছর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের উত্তরাংশের অন্ধকারাচ্ছন্ন জায়গায় স্থান হয়েছে লিটল ম্যাগের। ফলে বিগতদিনের ধারাবাহিক খরা তাতে লেগেই আছে। গিটারের সুর আর গান-গল্পে এখানকার বিক্রেতারা কাটাচ্ছে অবসর সময়।

নব ভাবনা ম্যাগাজিনের বিক্রয়কর্মী জোবায়ের জানান, দিনব্যাপী পাঠকশূন্য অবসর সময় কাটাতে হয় এই চত্বরের বিক্রয় প্রতিনিধিদের। কেবল যেসকল লেখক এসব ম্যাগাজিনে লিখে থাকেন তাদেরই আনাগোনা থাকে এই অঙ্গনে। তিনি বলেন, আমাদেরকে এমন জায়গায় স্থান বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে অনেকটাই অন্ধকার বিরাজ করে। মেলার মূল অংশে স্থান না দেওয়ায় আমাদেরকে অনেকটাই দলছুট বানানো হয়েছে।

অভিযোগ করে এই বিক্রয়কর্মী বলেন, আমাদেরকে একটি স্টলের জন্য যে স্থান বরাদ্দ দেওয়া হয়েছে তা আমাদের ম্যাগাজিন সাজিয়ে রাখার জন্য যথেষ্ট না। সর্বোচ্চ ৪০ থেকে ৫০টি ম্যাগাজিন রাখা যায়। এছাড়া মেলায় পর্যাপ্ত সুপেয় পানির অভাব রয়েছে বলেও জানান তিনি। ময়লা রাখার ডাস্টবিনেরও অপ্রতুলার বিষয়ে অভিযোগ করেন তিনি।

জানা যায়, মূলত উনিশ শতকের শুরুর দিকে আমেরিকা ও ইউরোপে লিটল ম্যাগাজিনের যাত্রা শুরু হয়। বাংলায় একে সর্বপ্রথম পরিচিত করান বুদ্ধদেব বসু। ১৯৫৩ সালে ‘সাপ্তাহিক দেশ’ পত্রিকার মে সংখ্যায় তিনি তার সাহিত্যপত্র প্রবন্ধে সর্বপ্রথম লিটল ম্যাগাজিনের সাথে এদেশের সাহিত্য প্রেমীদের পরিচয় করিয়ে দেন। লিটল ম্যাগ বা লিটল ম্যাগাজিনগুলো সাধারণত গতানুগতিক ধারার বাহিরে লেখা প্রকাশ করে থাকে। আর এইসব ম্যাগাজিনে যারা লিখেন অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা হয়তো একেবারেই নবীন কিংবা পাঠক বিচ্ছিন্ন লেখক।
অনেকেই আদর্শিক দ্বন্দ্বের বেড়াজালে খুঁজে পান না পাঠক।পুঁজিবাদী স্রোতের বিপরীতে গিয়ে অনেকেই সমাজতান্ত্রিক চিন্তাভাবনা লালন করে এবং তা প্রকাশ করে ভাষায়, শব্দে। এসব তরুণ কিংবা বিপ্লবী ধারার লেখকরাই মূলত লিখে থাকেন লিটল ম্যাগে। তাই অধিকাংশ ক্ষেত্রেই লেখকরাও অতটা পরিচিত হন না। আবার স্বাধীনভাবে লিখতে পারায় এসব লিটল ম্যাগাজিনের সম্পাদক, প্রকাশক ও লেখকদের পিষ্ট হতে হয় দেশের রথী-মহারথীদের যাঁতাকলে। তাই এখন আর বড় কোনো প্রকাশনা সংস্থা এসবের ঝুঁকি নিয়ে এ ধারার ম্যাগাজিনগুলো প্রকাশ করে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় এর লেখক ও সম্পাদকরাই এইসব ম্যাগাজিনে প্রকাশক হিসেবে ভূমিকা পালন করেন। বিভিন্ন প্রকাশনা বা ব্যক্তি উদ্যোগে এইসব লিটল ম্যাগ বাজারে আসে।

এমন একজনের সাথে গতকাল কথা হয় সাফল্য ম্যাগাজিনে। এই ম্যাগাজিনের অনুবাদক ও স্বত্বাধিকারী ফজলে রাব্বি বলেন, আঙ্গিকগত বিন্যাস বিবেচনায় আমাদেরকে অনেকটাই একপেশে করে দেওয়া হয়েছে। সন্ধার দিকে এদিকটায় অনেকটাই অন্ধকার বিরাজ করে। অনেকেই বুঝে উঠতে পারেন না এখানে কী চলছে। মনে হয় যেন এই অংশটা মেলার অংশই না।

তিনি আরো বলেন, গতবছরও মেলার একপাশে রাখা হয়েছিল। তবুও সেখানে পাঠক দর্শনার্থীদের একটা ফ্লো ছিল। এর আগের বছর মেলার মূল অংশে আমাদের স্থান বরাদ্দ দেওয়া হয়েছিল। তখন এই অঙ্গনেও ছিল পাঠক স্রোত। অনেকেই দেখতে আসতেন তরুণ লেখকরা কী লিখেন তা দেখার জন্য। এখান থেকেই তো মূলত মূলধারার লেখক তৈরি হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে জামিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন

ঈশ্বরগঞ্জে জামিয়াতুল মোদার্রেছীনের কমিটি গঠন

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: স্থানীয় সরকার উপদেষ্টা

বাংলাদেশের স্মৃতি ফিরলো শ্রীলংকা-নিউজিল্যান্ড টেস্ট

বাংলাদেশের স্মৃতি ফিরলো শ্রীলংকা-নিউজিল্যান্ড টেস্ট

‌‘আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এ রকম ইতিহাস আর হবে না’: জয়নুল আবেদীন ফারুক

‌‘আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এ রকম ইতিহাস আর হবে না’: জয়নুল আবেদীন ফারুক

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালীর বাউফল

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালীর বাউফল

বড় পরাজয়ের মুখে বাংলাদেশ

বড় পরাজয়ের মুখে বাংলাদেশ

বেগমগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

বেগমগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানগ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওর্য়াডস পেল ইসলামী ব্যংক

কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানগ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওর্য়াডস পেল ইসলামী ব্যংক

কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হয়েছেন যারা

নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হয়েছেন যারা

সিলেটে বজ্রপাতে পৃথক স্থানে নিহত ২

সিলেটে বজ্রপাতে পৃথক স্থানে নিহত ২

আ'লীগের চিহ্নিত সুবিধাভোগী সিলেট করিমউল্লাহ মার্কেট মালিকপক্ষের প্রতারণার শিকার এক যুক্তরাজ্য প্রবাসীর আর্তনাদ !

আ'লীগের চিহ্নিত সুবিধাভোগী সিলেট করিমউল্লাহ মার্কেট মালিকপক্ষের প্রতারণার শিকার এক যুক্তরাজ্য প্রবাসীর আর্তনাদ !

জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদ ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন-বরিশাল রেঞ্জের ডিআইজি

জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদ ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন-বরিশাল রেঞ্জের ডিআইজি

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র