ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
আটক ২৩ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে চোরাচালান মামলা

চোরাচালানের মূলহোতারা আড়ালে বিএসএফ ফাঁসাচ্ছে সাধারণ মানুষকে

Daily Inqilab সাখাওয়াত হোসেন

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

দেশের সীমান্ত এলাকায় চোরাচালানসহ নানা অপরাধে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের সাথে বিএসএফ ও অন্যান্য সংস্থার কর্মকর্তাদের সখ্যতা ওপেন সিক্রেট। সীমান্তের চোরাচালান বা অপরাধ না করেও বিএসএফের হাতে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন নিরীহ হাজার হাজার বাংলাদেশী। আর এসব ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো এবং বিএসএফয়ের হাতে নিহত বাংলাদেশী নাগরিকদের লাশ ফেরত আনা ছাড়া বিজিবির অন্য কোন উদ্যোগ নেই বললেই চলে। গত ৫ ফেব্রুয়ারি রাতে ফেনীর পূর্ব ছাগলনাইয়া এলাকায় এক ব্যক্তিকে বিএসএফ ধরে নিয়ে গেছে-এমন গুঞ্জন শুনে স্থানীয়রা খবর নিতে সেখানে ছুটে যান। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া শুরু করে।

ধাওয়ার মুখে অনেকেই পালিয়ে আসতে সক্ষম হলেও সেখান বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নম্বর পিলার সংলগ্ন পূর্ব ছাগলনাইয়া এলাকা থেকে ২৩ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে চোরাচালানকারী হিসেবে তাদের বিরুদ্ধে এফআইআর করে স্থানীয় মনু বাজার থানায় পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ওই ২৩ বাংলাদেশীর ভাগ্যে কি ঘটবে, কবে তারা দেশে ফিরতে পারবেন এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে গ্রেপ্তারকৃতদের স্বজনদের মাঝেও। পূর্ব ছাগলনাইয়া সীমান্ত ফাঁড়িতে যোগাযোগ রক্ষা করছেন তাদের স্বজনরা। আপটককৃতরা তারা হলেন- ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন, রাইসুল ইসলাম, সামিন, হারুন, লিটন ও মাঈন উদ্দিন; রাধানগর এলাকার মহসিন, কাজী রিপন, তাজুল ইসলাম সাকিল, হানিফ, আবুল হাসান, ইমরান, রুবেল, জাফর ইমাম মজুমদার, ওবায়দুল হক, জামাল উদ্দিন, আরিফ হোসেন ও করিম; ছাগলনাইয়ার মটুয়া এলাকার খোরশেদ আলম, আজাদ হোসেন, মাহিম, হারুন ও ইমাম হোসেন।

বিএসএফয়ের হাতে আটক খোরশেদ আলমের চাচাতো ভাই মিজানুর রহমান ইনকিলাবকে বলেন, যে ২৩ জনকে বিএসএফ আটক করে নিয়ে গেছে তাদের সবাই রাজমিস্ত্রী ও অটোচালকসহ বিভিন্ন পেশায় জড়িত। মাঝে মধ্যে সীমান্ত এলাকায় চিনির বস্তা আনা নেয়ার কাজও করতো। তবে ঘটনার দিন সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে নিয়ে যায়। প্রথম দিকে তাদের ছেড়ে দেয়ার কথা বললেও পরে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে আটক ব্যক্তিদের কয়েকজন স্বজন ইনকিলাবকে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হলেও মূলহোতারা প্রভাবশালী হওয়ায় সব সময় ধরা ছোয়ার বাইরে থাকে। চিনিসহ নানা ধরনের পণ্য পরিবহনের সাথে জড়িত শ্রমিকরাই সব সময় আটক বা নির্যাতনে শিকার হয়। বিএসএফ সীমান্তের বাংলাদেশের অংশে এসেও বাংলাদেশীদের ধরে অনেক সময় নিয়ে যায়। সব ঘটনায় বিজিবি আনুষ্ঠানিক পতাকা বৈঠক ছাড়া তেমন কোন পদক্ষেপ গ্রহন করে না। বিজিবি অনেকটাই বিএসএফয়ের পক্ষে কথা বলে। অনেক সময় মনে হয় সীমান্তে ভারতের স্বার্থরক্ষাই যেন বিজিবির দায়িত্ব।
বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা গতকাল ইনকিলাবকে বলেন, যে ২৩ বাংলাদেশিকে বিএসএফ আটক করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আনা হয়েছে। ভারতের আদালতে মামলা হয়েছে এবং বিষয়টি আমরা পর্যবেক্ষন করছি। আদালতের রায়ের পর আইন অনুয়ায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আটককৃত ২৩জন চোরাচালানের সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে বিজিবির কাছে কি তথ্য রয়েছে এমন প্রশ্নের জবাবে লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্তের অনেকেই চোরাচালানের সাথে সম্পৃক্ত। যাদের আটক করা হয়েছে তারা চিনি চোরাচালানের সাথে জড়িত।

গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবি, বিএসএফ›র হাতে গ্রেপ্তার হওয়া কেউ পাচারকারী দলের সদস্য নয়, তাদের চিনি পাচারে নিয়োজিত করেছিল একটি চক্র। বিএসএফ›র হাতে পাচারকারী চক্রের মূলহোতারা ধরা না পড়লেও ফেঁসে গেছেন তারা। আটক বেলাল হোসেনের বাবা জানান, ছেলেকে ফিরিয়ে আনতে পূর্ব ছাগলনাইয়া ফাঁড়িতে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের কপি জমা দেয়া হয়েছে। অন্যান্য সবার পরিবারও তাই করে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চোরাচালানের সময় মূলহোতারা সীমান্তে থাকেন না। তবে তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকে। সীমান্ত থেকে ভারতীয় চিনি পাচার স্থানীয় শতাধিক বেকার যুবক ও দিনমজুরের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের কাঁটাতার থেকে দেশের অভ্যন্তরে এক বস্তা চিনি বহন করে আনলে বস্তাপ্রতি ২ থেকে ৩শ টাকা মুজুরি দেয়া হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তের ছাগলনাইয়া উপজেলাধীন রাধানগর, মহামায়া, শুভপুর ইউনিয়ন এবং পৌর এলাকার সীমান্তবর্তী এলাকার সব কয়টি স্থান চোরাচালানের নিরাপদ রুট হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অবাধে ভারতীয় চিনি, শাড়ি, কাপড়, মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল চোরাচালান হচ্ছে। দিনে রাতে প্রকাশ্যে এসব অবৈধ মালামাল ভারত থেকে বাংলাদেশে পাচারের দৃশ্য দেখে স্থানীয়রা অনেকটা আতঙ্কে থাকেন বলেও জানান। এসব চোরাচালানের সাথে স্থানীয় জনপ্রতিনিধি ছাড়াও কিছু প্রভাবশালী ব্যক্তি সম্পৃক্ত থাকার কথা বলছেন স্থানীয়রা। গভীর রাতে ভারতীয় সীমান্ত থেকে শাড়ি, কসমেটিক ও মাদক এবং দিনে ও রাতে চিনি বাংলাদেশে নিয়ে আসার তথ্য দিয়েছেন তারা।

ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারের এক ব্যবসায়ীদের অভিযোগ, জমদ্দার বাজারস্থ মধুমতি মার্কেট সংলগ্ন স্থানে রাত একটার পর শত শত বস্তা ভারতীয় চিনি ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। দুনীতিবাজ কথিপ বিজিবি ও পুলিশ সদস্যরা এদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকে।

গত বুধবার সন্ধায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠকে হয়। ছাগলনাইয়ার মধুগ্রাম বিওপির আওতায় ২১৯৫ মেইন পিলারে এ পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন মধুগ্রাম বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার জুলফিকার আলী এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর মাদারগঞ্জ কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর মুক্তা মাজলী।

পূর্ব ছাগলনাইয়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আবদুর রশীদ পতাকা বৈঠকের পরে সাংবাদিকদের বলেছিলেন, ভারতীয় বিএসএফের হাতে আটক ২৩ বাংলাদেশিকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিচের লেভেলের হাতে নেই। এটি উচ্চ পর্যায়ে চলে গেছে। যথাযথ আইনী প্রক্রিয়ায় তারা ফেরত আসবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালীর বাউফল

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড পটুয়াখালীর বাউফল

বড় পরাজয়ের মুখে বাংলাদেশ

বড় পরাজয়ের মুখে বাংলাদেশ

বেগমগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

বেগমগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানগ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওর্য়াডস পেল ইসলামী ব্যংক

কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানগ্লোবাল ইসলামিক ফাইন্যান্স অ্যাওর্য়াডস পেল ইসলামী ব্যংক

কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

কোন শ্রমিক তার কারখানার ক্ষতি করবে না: শ্রম সচিব

নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হয়েছেন যারা

নাঙ্গলকোটে প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ হয়েছেন যারা

সিলেটে বজ্রপাতে পৃথক স্থানে নিহত ২

সিলেটে বজ্রপাতে পৃথক স্থানে নিহত ২

আ'লীগের চিহ্নিত সুবিধাভোগী সিলেট করিমউল্লাহ মার্কেট মালিকপক্ষের প্রতারণার শিকার এক যুক্তরাজ্য প্রবাসীর আর্তনাদ !

আ'লীগের চিহ্নিত সুবিধাভোগী সিলেট করিমউল্লাহ মার্কেট মালিকপক্ষের প্রতারণার শিকার এক যুক্তরাজ্য প্রবাসীর আর্তনাদ !

জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদ ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন-বরিশাল রেঞ্জের ডিআইজি

জুলাই-আগষ্ট বিপ্লবে শহিদ ছাত্র-জনতা চোখে আঙুল দিয়ে অনেক কিছু দেখিয়ে গেছেন-বরিশাল রেঞ্জের ডিআইজি

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

শান্তর ফিফটির পর দিনের খেলার ইতি

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

নিউইয়র্কে বৈঠকে বসছেন তৌহিদ-জয়শঙ্কর

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ছক্কা হাঁকানোর পরের বলেই আউট মুশফিক

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ঝাড়খন্ডে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

মুমিনুলকেও হারিয়ে বিপদে বাংলাদেশ

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র

রাবির মাদার বখ্শ হলের পানির ট্যাংক থেকে উদ্ধার হলো দেশীয় অস্ত্র

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূসের ভাষণ ২৭ সেপ্টেম্বর

ঢাবির হত্যার ঘটনায় প্রভোস্টকে অব্যাহতি

ঢাবির হত্যার ঘটনায় প্রভোস্টকে অব্যাহতি

আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন-শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: রাঙামাটিতে স্বরাষ্ট্র উপদেষ্টা

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩

মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে দুই সপ্তাহে নিহত ৫৩