সভাপতি-সম্পাদকসহ ১৩টিতে জয়, আওয়ামী লীগপন্থিদের ভরাডুবি

চট্টগ্রাম আইনজীবী সমিতিতে বিপুল বিজয় বিএনপি-জামায়াতের

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল বিজয় পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা। নির্বাচনে আওয়ামী লীগপন্থীদের ভরাডুবি হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে সহ-সভাপতিসহ ৭টি পদ। এছাড়া ১টি পদে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন।

গতকাল সোমবার ভোরে এই ফলাফল ঘোষণা করা হয়। এর আগে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ হয়। সম্প্রতি কর আইনজীবী সমিতিরি নির্বাচনেও বিপুল বিজয় পায় বিএনপি সমর্থিত প্যানেল। জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদে নির্বাচন হয়েছে। নির্বাচনে সম্পাদকীয় পদ ১০টি এবং নির্বাহী সদস্য পদ ১১টি। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ এবং দলনিরপেক্ষ স্বতন্ত্রসহ মোট ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক মহানগর পিপি অ্যাড. ফখরুদ্দিন চৌধুরী জানান, মোট পাঁচ হাজার ৬২০ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৪৯ জন ভোট দিয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, নির্বাচনে সভাপতি পদে ঐক্য পরিষদের মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী ২ হাজার ৭৯৬ ভোট পেয়ে ফের বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম পেয়েছেন ১ হাজার ৫৯৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী ২ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মুহাম্মদ ফখরউদ্দিন জাবেদ পেয়েছেন ২ হাজার ১০৭ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ঐক্য পরিষদের মো. আবদুল কাদের ২ হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের আজিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ১২৩ ভোট।

সহ-সভাপতি পদে সমন্বয় পরিষদের মাহফুজুর রহমান খান ২ হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. জালাল উদ্দিন পেয়েছেন ১ হাজার ৯৩০ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের মোহাম্মদ কাশেম কামাল ২ হাজার ৪৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মো. আখতারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৭৫৮ ভোট।

অর্থ সম্পাদক পদে ঐক্য পরিষদের কাজী মো. আশরাফুল হক আনসারী ৩ হাজার ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের খাইরুন্নিসা আখতার পেয়েছেন ১ হাজার ১৮৩ ভোট। পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের আহমেদ কবির ২ হাজার ৫৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সমন্বয় পরিষদের মুহাম্মদ আফজাল হোসাইন পেয়েছেন ১ হাজার ৮৩৭ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে ঐক্য পরিষদের মারুফ মো. নাজেবুল আলম ২ হাজার ৫৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের নাসরিন আখতার চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪৭৮ ভোট। ক্রীড়া সম্পাদক পদে সমন্বয় পরিষদের মো. হাবিবুর রহমান ২ হাজার ৪১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের সরোয়ার হোসাইন পেয়েছেন ১ হাজার ৯৫৯ ভোট।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয় পরিষদের অভিজিত ঘোষ ২ হাজার ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের আবদুল জব্বার পেয়েছেন ২ হাজার ১০ ভোট। এছাড়া নির্বাহী সদস্যের ১১টি পদের মধ্যে ৬টিতে ঐক্য পরিষদ ও ৪টিতে সমন্বয় পরিষদ এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাহী সদস্য পদে ঐক্য পরিষদের আবদুল্লাহ আল ফাহাদ (২ হাজার ৯১২ ভোট), ইমরান হোসাইন চৌধুরী (২ হাজার ৪০৬ ভোট), শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান (২ হাজার ২০৪ ভোট), নূর হোসেন (২ হাজার ১১০ ভোট), মো. শাকিল (২ হাজার ১০১ ভোট) এবং আয়েশা আক্তার সানজি (২ হাজার ৭৫ ভোট) নির্বাচিত হয়েছেন।

আর সমন্বয় পরিষদের প্রার্থীদের মধ্যে মিঠুন দাশ (২ হাজার ৩৭৮ ভোট), মো. ফখরুল ইসলাম গালিব (২ হাজার ১৪২ ভোট), হাবিবুর রহমান (২ হাজার ৩৪৪) এবং আবু কাউসার পন্নি (২ হাজার ৯৩ ভোট) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
দুই হাজার ৩২৮ ভোট পেয়ে সদস্য পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র নাসিমুল আবেদীন চৌধুরী রায়হান। তিনি ঐক্য পরিষদ থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। সেখানে সুযোগ না পাওয়ায় স্বতন্ত্র হিসেবে ভোট করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

বাঁচা-মরার ম্যাচে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

শিক্ষার্থীরা অপেক্ষা না করার সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীরা অপেক্ষা না করার সুযোগ নিয়ে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য চালিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

মামলার এজাহারে উল্লেখ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি

মামলার এজাহারে উল্লেখ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয়নি

পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পুলিশি হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

যশোরের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গণধর্ষণের শিকার : আটক -৩

যশোরের ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী গণধর্ষণের শিকার : আটক -৩

মাদ্রিদের এন্দ্রিক বরণ

মাদ্রিদের এন্দ্রিক বরণ

হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের

হত্যাকাণ্ডের দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান ফখরুলের

গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গীদের খুঁজে বের করা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গর্তের মধ্যে লুকিয়ে থাকা জঙ্গীদের খুঁজে বের করা হবে-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

কাটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না

কাটা সংস্কার আন্দোলনে সহিংসতার দায় সরকার কোনভাবেই এড়াতে পারবে না

সিন নদীতে ঐতিহাসিক প্যারেড, আইফেল টাওয়ারে আলোর ঝলকানি

সিন নদীতে ঐতিহাসিক প্যারেড, আইফেল টাওয়ারে আলোর ঝলকানি

জয়ের নেতৃত্বে দেশে প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশমান : ওবায়দুল কাদের

জয়ের নেতৃত্বে দেশে প্রযুক্তি-নির্ভর অর্থনীতি বিকাশমান : ওবায়দুল কাদের

বগুড়া কারাগারে ধারন ক্ষমতার দ্বিগুণ বন্দী, ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা

বগুড়া কারাগারে ধারন ক্ষমতার দ্বিগুণ বন্দী, ভ্যাপসা গরমে হাসফাস অবস্থা

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজশাহীতে ৭৫ মামলায় আসামি অন্তত চার হাজার

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজশাহীতে ৭৫ মামলায় আসামি অন্তত চার হাজার

চলমান পরিস্থিতি লেনদেনের যে নতুন সময় জানালো বাংলাদেশ ব্যাংক

চলমান পরিস্থিতি লেনদেনের যে নতুন সময় জানালো বাংলাদেশ ব্যাংক

ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হচ্ছে

ম্যানিলা উপসাগরে ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল বের হচ্ছে

সরকারের বিরুদ্ধে জনতার দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে

সরকারের বিরুদ্ধে জনতার দীর্ঘ দিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে

জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিই বিএনপি’র দোসর: কাদের

জামায়াতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিই বিএনপি’র দোসর: কাদের

এটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

এটর্নি জেনারেলের দায়িত্বে এস এম মুনীর

না.গঞ্জে ২৪ ঘন্টায় আটক আরও ৫১জন, নতুন মামলা ২ টি

না.গঞ্জে ২৪ ঘন্টায় আটক আরও ৫১জন, নতুন মামলা ২ টি

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা জানা যেতে পারে কাল

প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা জানা যেতে পারে কাল