ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

বসন্তের আবহে প্রাণোচ্ছল বইমেলা

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ এএম

কবি সুফিয়া কামাল বলেছেন, “হে কবি! নীরব কেন-ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?” হ্যাঁ, বসন্ত এসে গেছে এই বাংলায়। তাই কবিদেরও আর নিরব থাকার ফুরসত নেই। বসন্তের কোকিলের কুহু কুহু আর বাসন্তী সাজের অপ্সরাদের নিয়ে গান হবে, কবিতা হবে, হবে উপন্যাসও। কবি মনে জাগবে নতুন ঢেউ। বসন্তের হাওয়ায় লিখবে নতুন গান। প্রাণোচ্ছল হবে বইমেলা।
কয়েক দিন ধরেই সোহরাওয়ার্দী উদ্যানের বাগানে ভেসে আসছিল কোকিলের ডাক। যদিও কাঠখোট্টা বইমেলায় আগত দর্শনার্থীদের কানে সে সূর পৌঁছে না। ফুল বাগানে ফুল ফুটলেও অগোচরেই রয়ে যায় কংক্রিট শহরের ব্যস্ততায় বন্দী মানুষের। তবে মানুষ জানে ্রফুল ফুটুক আর না ফুটুক বসন্ত এসে গেছে।গ্ধ
গতকাল মঙ্গলবার ছিল পহেলা ফাগুনের আগের দিন। বসন্তের আবহে এদিনের সোহরাওয়ার্দী উদ্যান অনেকটাই রঙিন মনে হয়েছে। বিকেলে বাগান থেকে কোকিলের কুহুকণ্ঠও শোনা গেছে কিছুটা। বাসন্তী রঙের শাড়ি পরে মেলায় এসেছেন অনেক তরুণীও। এমনই দু›জনের সাথে দেখা হয় মেলার পূর্বদিকে লেকের পাড়ে। লেকের অস্বচ্ছ পানির দিকে তাকিয়ে কিছুটা আনমনে ভাবছিলেন তারা। কাছে গিয়ে কথা বলতে চাইলে খলখল করে হেসে উঠলেন দু›জনেই।
তাদের একজন জাকিয়া বললেন, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে গিয়ে রীতিমতো গলদঘর্ম অবস্থা। ছোট্ট একটা রুমে বিরতিহীন পড়াশোনায় দম বন্ধ হয়ে আসছিল। তাই ভাবলাম একটু বোনের সঙ্গে বইমেলায় ঘুরে আসি। একটু বসন্তের আলো বাতাস দেখি। জাকিয়ার বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়াও একই সুরে কথা বলেন। জানান, বোনের ভর্তি যুদ্ধে পাশে থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। তাই সার্বক্ষণিক তাকে দেখভাল করতে গিয়ে আমিও অনেকটা হাঁপিয়ে গেছি। বাইরের আলো বাতাস একটু গায়ে লাগানো দরকার ছিল। পহেলা ফাগুনের জনস্রোতে নিজেকে হারাতে চাই না, তাই তার আগের দিনেই মেলায় এসেছি। অনেক ভালো লাগছে এখানে এসে।
গতকাল মাঘের শেষ ও পহেলা ফাল্গুনের আগের দিন বইমেলার দৃশ্য ছিল রঙিন। এদিন মেলা প্রাঙ্গণে তরুণ-তরুণীদের ঢল নামে। যাদের অনেকেই জাকিয়াদের মতো পহেলা ফাগুনের জনস্রোত এড়াতে এদিন মেলায় আসে, আবার তাদের কেউ কেউ হয়তো আজও আসবে মেলায়। বাসন্তী রঙের শাড়ি পরে মেলায় এসেছিলেন মিতু। তাঁর আলফে সানির পরনে ছিল লাল পাঞ্জাবি। সময় প্রকাশনীর সামনে কথা হলো তাঁদের সঙ্গে। সুহানা বললেন, মেলা ঘুরে বই দেখছি, পছন্দ হলে কিনব। বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসেও মেলায় আসার ইচ্ছা আছে।
এদিন তরুণ তরুণীদের বাইরেও মেলায় আসেন নানান বয়সী পাঠক। অধিকাংশই বেছে বেছে নিজের পছন্দের বইগুলো সংগ্রহ করতে দেখা যায়। মাতৃভাষা প্রকাশে তরুণ লেখকের বাছাই করা শিক্ষামূলক বইগুলোর কাটতি বেশি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অন্যতম সদস্য জোহুরা সাত্তার পলি। তিনি বলেন এর বাইরে আমাদের সাইন্স ফিকশন বইগুলোও বেশি চলছে। শিশুতোষ বিষয়ে লেখালেখি করেন সৃজনী প্রকাশনীর প্রকাশক মশিউর রহমান। তিনি বলেন, মূলত শিশু সাহিত্য নিয়ে লেখা বইগুলো আমরা প্রকাশ করে থাকি। সে কারণে আমাদের বেশিরভাগ পাঠক হয় নারী, যাদের অধিকাংশই তরুণী।
এদিকে গতকাল মেলায় কবি রফিক হাসানের নতুন কাব্যগ্রন্থ কালের কালিমার মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্তর দশকের অন্যতম কবি জাহাঙ্গীর সিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্যের কবি রেজাউদ্দিন, বিশিষ্ট লেখক মাহবুব আলম, লেখক আফতাব হোসেন, কবি কাজী বদরুল ইসলাম, এমএম কাওসার, আইয়ুব মোহাম্মদ খান ও প্রকাশক মাসুদা সুলতানা প্রমুখ।
গতকাল অমর একুশে বইমেলার ১৩ তম দিনে মেলায় নতুন বই এসেছে ১১০টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: সৈয়দ ওয়ালীউল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আহমাদ মোস্তফা কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন হরিশংকর জলদাস এবং ফারজানা সিদ্দিকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মনজুরুল ইসলাম।
আলোচকবৃন্দ বলেন, জনজীবনের ভাষাকেই সৈয়দ ওয়ালীউল্লাহ্ তাঁর সাহিত্যের ভাষা হিসেবে ব্যবহার করেছেন। সমাজের ক্ষমতা ও ক্ষমতা-কাঠামোর সঙ্গে জনগণের মনোজগতের পারস্পরিক সম্পর্ক বা দ্বন্দ্বটি তাঁর সাহিত্যে বিশেষ রূপ লাভ করেছে। সমাজের গভীরে দৃষ্টিপাত করে প্রান্তিক মানুষের সংকটকে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি। সমাজ ও রাজনৈতিক পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় আকস্মিক ছন্দপতন তাঁর গল্পের উপজীব্য হয়েছে। সৈয়দ ওয়ালীউল্লাহর প্রাসঙ্গিকতা এখানেই যে তিনি অতীতের চরিত্রগুলোর সঙ্গে আমাদের একটি নিবিড় যোগসূত্র তৈরি করে দেন।
সভাপতির বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সাহিত্যের ভেতর দিয়ে জীবনের বাস্তবতাকে তুলে ধরার নিপুণ কারিগর সৈয়দ ওয়ালীউল্লাহ। তাঁর সাহিত্যে তিনি সমকালীন জনগোষ্ঠীর অনুভূতির কাঠামোকে ধারণ করেছেন। ফলে, কেবল আমাদের সময়েই নয় ভবিষ্যতেও সৈয়দ ওয়ালীউল্লাহ ও তাঁর সাহিত্যকর্ম অনিবার্য এবং প্রাসঙ্গিক হয়ে থাকবে। আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন নাট্যকার ও অনুবাদক খায়রুল আলম সবুজ, গবেষক আফরোজা পারভীন, কবি শিহাব শাহরিয়ার এবং শিশুসাহিত্যিক কামাল হোসাইন।
আজ বুধবার মেলা শুরু হবে বিকেল ৩টায়, শেষ হবে রাত ৯টায়। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ভাষাসংগ্রামী গাজীউল হক শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন রাফাত আলম মিশু। আলোচনায় অংশগ্রহণ করবেন সুজাতা হক এবং মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে