ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও লিফলেট বিতরণ রিজভী

পতাকা বৈঠক করে ছাগল ফিরিয়ে আনা শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩ এএম

পতাকা বৈঠক করে বাংলাদেশের তিনটি ছাগল ফেরত দেওয়ার ঘটনাকে ‘শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আর মঙ্গলবার বাংলাদেশের তিনটি ছাগল নাকি ভারতের সীমানার ভেতরে গেছে।

পতাকা বৈঠক করে সে ছাগল ফেরত দিয়েছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। বিএসএফের কাছে ছাগলের দাম আছে, কিন্তু মানুষের দাম নেই। তিনটি ছাগল ফেরত দেওয়া শতাব্দীর শ্রেষ্ঠ তামাশা ছাড়া আর কিছুই নয়। গতকাল বুধবার গুলশান-১ ও ২ নম্বর এলাকায় ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনকে ‘ডামি’ আখ্যায়িত করে তা বাতিলের দাবি ছাড়াও সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয় লিফলেটে। ছয় দিনব্যাপী এই কর্মসূচির গতকাল দ্বিতীয় দিন লিফলেট বিতরণ করা হয়। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে ছয় দিনের এই কর্মসূচি শেষ হবে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ১৬ ফেব্রুয়ারি সারা দেশে দোয়ার কর্মসূচি রয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে আজ তামাশা করা হচ্ছে। টেকনাফ সীমান্তে মুহুর্মুহু গোলাগুলি চলছে। সীমান্তে বাংলাদেশের কৃষকেরা ভয়ে কাজ করতে পারছেন না। তাঁরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন আর সরকার হাতগুটিয়ে বসে আছে। একটা প্রতিবাদ পর্যন্ত করার সাহস নেই তাদের। এ পরিস্থিতি চলতে পারে না।

সারা দেশে সামাজিক নৈরাজ্য চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে যৌন আনন্দের উৎসবে পরিণত করেছে ছাত্রলীগ। কুষ্টিয়ায় ছাত্রলীগের নেতা সজীব এক যুবককে ১০ টুকরা করার কথা নিজেই স্বীকার করেছেন। এখন শুধু বিএনপির ওপর আক্রমণ নয়, লুটের টাকা ভাগাভাগি করতে নিজেরা নিজেদের হত্যা করছে। এ পরিস্থিতির মধ্যে দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে।

তিনি বলেন, আজকে অবৈধ ও ডামি সরকার জনগণের ক্ষমতা কেড়ে নিয়েছে। দখলদার সরকার গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে মনে করেছে, তারা বাংলাদেশের জমিদার হয়ে গেছে। এ জমিদারতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। কারণ, এ ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। বিএনপিসহ সমমনা দলগুলো যে আন্দোলন করছে, সেটি হলো গণতন্ত্রে ফিরিয়ে আনার লড়াই, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার লড়াই। এ লড়াই অব্যাহত থাকবে।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ।

একই কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রূপনগরে লিফলেট বিতরণকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একতরফা ও ডামি নির্বাচন করেছে। বিএনপিসহ বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করতে দলীয় আইনশৃঙ্খলা বাহিনী আর বিচার ব্যবস্থাকে নগ্নভাবে ব্যবহার করেছে। তবে এদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ তাদের আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আর ভোটাধিকার ফিরিয়ে আনতে তাদের একদফা আন্দোলন চলমান আছে। চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। মাঠে নির্যাতিত জনগণের সঙ্গে নেতাকর্মীদের সম্মিলিত আন্দোলনে এ সরকারের পতন অবশ্যই ঘটবে। সেদিন বেশি দুরে নয়। বিজয় আসবে। এসময়ে তার সঙ্গে রূপনগর থানা বিএনপি সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে, রিক্সা, ভ্যান ও বিভিন্ন গাড়ি চালক, পথচারী, দোকানদারদের হাতে লিফলেট বিতরণ করেন।

মতিঝিল-দিলকুশায় লিফলেট বিতরণ করে শ্রমিক দল।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রমিক দলের সহ সভাপতি মেহেদী আলী খান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ প্রচার সম্পাদক মফিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি খন্দকার জুলফিকার মতিন, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, আরিফ খান, কৃষি ব্যাংকের মিরাজ হোসেন, বিআইডব্লিউটিসির মো. আলাউদ্দিন, আব্দুল আজিজ, ইউসুফ আলীসহ বিপুল সংখ্যক শ্রমিক দল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা পুরানা পল্টন কালভার্ট রোড এলাকায় লিফলেট বিতরণ করেন। যুবদলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন সিদ্দিকী, গোলাম মোস্তফা সাগর, মাসুমুল হক, বিল্লাল হোসেন তারেক, আজিজুর রহমান আকন্দ, কামরুজ্জামান মেহবুব মাসু শান্তসহ সংগঠনটির নেতাকর্মীরা দৈনিক বাংলা মোড় হতে ফকিরাপুল হয়ে নয়াপল্টন পর্যন্ত লিফলেট বিতরণ করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে রাজধানীর উত্তরায় জনসাধারণের মাঝে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লিফলেট বিতরণ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সাইফ মাহমুদ জুয়েল বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে আছে, আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। অচিরেই ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে এই ডামি সরকারের পতন অনিবার্য।

এসময় সংগঠনটির কেন্দ্রীয় নেতা সালেহ মোহাম্মদ আদনান, মীর ইমরান হোসেন মিথুন, আবুল হোসেন হাওলাদার আশিক, আরিফ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মিরপুরে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া›র নেতৃত্বে ‘ডামি নির্বাচনে ডামি সরকারের’ আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান গ্যাস ও জ্বালানি সংকট, দেশজুড়ে খুন এবং ধর্ষণ এর প্রতিবাদ এবং গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করে ছাত্রদল।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের মাহমুদুল হাসান বসুনিয়া, মাসুদ রানা রিয়াজ, এস এম আনিসুর রহমান, জহিরুল ইসলাম দীপু পাঠোয়ারী, মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা কাকরাইল, নয়াপল্টন ও ফকিরাপুল এলাকায় পথচারী, বিপনি কেন্দ্র ও ও ভ্রাম্যমাণ দোকানপাটে লিফলেট বিতরণ করেন। পূর্ব ছাত্রদলের আহবায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও সদস্য সচিব মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারিকের নেতৃত্বে পলাশী বাজার, কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা মেডিকেলের বহির্বিভাগে লিফলেট বিতরণ করা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ