জুমার খুৎবা-পূর্ব বয়ান

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিযোগিতা ইসলাম সমর্থন করে না

Daily Inqilab মো. মাহমুদুল হাসান (মাইনুল)

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিকদ্রব্য খাদ্যেদ্রব্যে মেশানো যাবে না। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে জিরোটলারেন্স হতে হবে। খাদ্য ভেজাল মুক্ত রাখতে কোনো প্রকার আপোষ করা যাবে না। রমজান এলেই এক শ্রেণির অতিমুনাফাখোর ব্যবসায়ী খাদ্যসামগ্রি মজুদ করে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির মাধ্যমে মানুষকে কষ্ট দেয়। যা’ ইসলামে হারাম করা হয়েছে। সর্বোচ্চ ৪০ দিন খাদ্য মজুদের বিধান থাকলেও অসৎ উদ্দেশ্যে দীর্ঘ দিন নিত্যপণ্যের মজুদ করে দাম বৃদ্ধির প্রতিযোগিতা ইসলাম কখনো সমর্থন করে না। সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা-বাণিজ্য করতে হবে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দেয়া যাবে না। শাবান মাস থেকেই মাহে রমজানের প্রস্তুতি নিতে হবে। রাসূল (সা.) শাবান মাস থেকেই মাহে রমজানের প্রস্তুতি নিতেন এবং বেশি বেশি দোয়া করতেন। রাসূল (সা.) কে অনুসরনের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভ করা সম্ভব হবে। গতকাল জুমার খুৎবা পূর্ব বয়ানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিন এসব কথা বলেন। আল্লাহ সবাইকে মাহে রমজানের প্রস্তুতি নেয়ার তৌফিক দান করুন। আমিন।

গতকাল রাজধানীর মহাখালীস্থ মসজিদে গাউছুল আজমের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান জুমার খুৎবা পূর্ব বয়ানে বলেছেন, দুনিয়া ও আখিরাতে কামিয়াবীর জন্য আল্লাহর তরফ থেকে বরকত প্রাপ্তির প্রয়োজনীয়তা অনিবার্য। কেবল সম্পদের প্রাচুর্য, সন্তান-সন্ততির আধিক্য ও দীর্ঘ জীবন লাভ মুমিনের কাছে ‘বরকত’ নয়, যদি তা উপকারী ও কল্যাণকর না হয়। এ জন্য মহানবী (সা.) সম্পদ বৃদ্ধির দোয়া না করে প্রাপ্ত সম্পদের কল্যাণ ও সুফল বৃদ্ধির দোয়া করতেন। মানুষের নেক আমলের মাধ্যমে ব্যক্তি যেমন আল্লাহর বরকত লাভ করে, তেমনি মন্দ কাজে তা নষ্ট হয়। শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, এ মাসকে কেন্দ্র করে বরকত প্রাপ্তির আকাঙ্খা অব্যাহত রাখতে হবে। ভাষা আন্দোলনের মাসে ভাষা শহীদ ও আন্দোলনকারীগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের দায়িত্ব।

নবী, রাসুল্লাহ (সা.) সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসূলগণ বরকতের জন্য দোয়া করেছেন। নুহ (আ.) জাহাজে আরোহণের পর বরকতপূর্ণ স্থানে অবতরণের জন্য দোয়া করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘এবং আপনি বলুন, হে আমার রব, আমাকে বরকতপূর্ণ স্থানে অবতরণ করাবেন এবং আপনি শ্রেষ্ঠ অবতরণকারী’ (সূরা মুমিনুন- আয়াত ২৯)। ইসলামী বিশ্বাস ও মূল্যবোধের আলোকে সব বরকতের উৎস মহান আল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহর সত্তা ও গুণাবলি সব কিছুকেই বরকতময় বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘বরকতময় তিনি, যাঁর হাতে রাজত্ব। যিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান’(সূরা মুলক- আয়াত : ১)।

খতিব বলেন, শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, এ মাসকে কেন্দ্র করে বরকত প্রাপ্তির আকাঙ্খা অব্যাহত রাখতে হবে। কিবলা পরিবর্তনের এ মাসে রাসূল (সা.) এর প্রতি দরুদ পেশ করে আয়াত নাযিল করেছেন স্বয়ং রাব্বুল আলামীন। তাই শাবান মাস প্রত্যেক মুসলমানের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ন, বিশেষ করে এ মাসে নফল রোজা ও ইবাদাত বন্দেগীর মাধ্যমে আল্লাহর তরফ থেকে অফুরন্ত বরকত লাভ করার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রত্যেক মুসলমানের একান্ত কামনা হওয়া উচিৎ। হজরত সাওবান (রা.) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘দোয়া ব্যতীত আল্লাহ কোনো কিছুরই ভাগ্য পরিবর্তন করেন না, নেক কাজ ব্যতীত কিছু মানুষের আয়ু (হায়াত) বাড়ায় না এবং কৃত গুনাহের কারণেই বান্দা জীবিকা (রিজিক) থেকে বঞ্চিত হয়’ (ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, মিশকাত)। যেসকল আমলে বরকত বৃদ্ধিপায় ঠিক তার বিপরীত কার্যকলাপে মানুষের জীবন থেকে বরকত উঠিয়ে নেয়া হয়। ইসলামী মূল্যবোধ অনুযায়ী ‘বরকত’ হলো ইহকালীন ও পরকালীন জীবনের উত্তম জীবনের সন্ধান লাভ করা। আর তা অর্জিত হয় আল্লাহর নৈকট্য, ইবাদত ও প্রার্থনার মাধ্যমে। বরকতময় কাজের মাধ্যমে ব্যক্তি পার্থিব জীবনের সৌন্দর্য এবং পরকালে অফুরন্ত প্রতিদান লাভ করে। আর তা হলো অন্তরের পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি ও উত্তম চরিত্র লাভ করা। আল্লাহ আমাদের ছহীহ্ বুঝ দান করুন। আমীন।

মিরপুরের ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম কাসেমী গতকাল জুমার খুতবা পূর্ব বয়ানে বলেন, সময় আল্লাহর এক মহান নিয়ামত । মানুষের জীবনের মূল্যবান সম্পদ । এজন্য সময়কে সঠিক ভাবে ব্যবহার করার উপর গুরুত্বারোপ করেছেন স্বয়ং আল্লাহ। জীবনের প্রতিটি মূহুর্ত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী অতিবাহিত করা ফরজ। কেয়ামতের দিন বান্দাকে তার হিসাব দিতে হবে । বিশেষ করে মানুষের যৌবন কালের। কবর থেকে হাশরের ময়দানে উঠার পর মানুষ তার হায়াত (সময়) এর হিসাব দেয়া ব্যতিত এক পা-ও সামনে অগ্রসর হতে পারবে না । এ জন্য সকলের নিজের জীবনের প্রতিটি মুহুর্তের প্রতি লক্ষ্য করা উচিত যাতে কোন প্রকার গুনাহের কাজ সংগঠিত না হয়ে যায়। কারণ মানুষের এক একটি গুনাহ জাহান্নামের আগুনের এক একটি স্ফুলিঙ্গ । আর এক একটি সওয়াব জান্নাতের এক একটি উচ্চ আসন । তাই আসুন । সময়ের গুরুত্ব দেই। নেক আমল ও সওয়াবের কাজে সময় ব্যয় করি । গুনাহের কাজ পরিহার করি। সময়ে গুরুত্ব প্রদানে আল্লাহ তায়ালা পবিত্র কালামুল্লাহ শরীফে বহু স্থানে সময় সম্পর্কিত শপথ করেছেন । আল্লাহ তায়ালা ইরশাদ করেন, সময়ের শপথ । নিশ্চয়ই সকল মানুষ ক্ষতি গ্রস্তের মধ্যে । তবে যারা ঈমান আনে, সৎ কাজ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য্য ধারণের উপদেশ দেয় তারা ব্যতিত । (সূরা আসর)। রাসুল সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন কোনও ব্যক্তি তার জীবনের প্রতিটি মূহুর্ত ও সময় কোন কাজে ব্যয় করেছে, তাকে প্রদানকৃত জ্ঞান দিয়ে কি করেছে, কোন ভাবে সম্পদ অর্জন ও কোন কাজে তা ব্যায় করেছে এবং তার শরীর কোন কাজে ব্যবহার করা হয়েছে এই চার প্রশ্নের উত্তর দেয়া ব্যতিত এক কদমও কেউ সামনে অগ্রসর হতে পারবেনা। (তিরমিযি শরীফ হাদিস নং ২৪১৬ )। আল্লাহ তায়ালা সবাইকে তার হায়াতের প্রতিটি মুহুর্ত ও সময়কে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী অতিবাহিত করার তাওফিক দান করেন । আমিন।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

সিঙ্গাপুরে মাথাচাড়া করোনার! আক্রান্ত প্রায় ২৬ হাজার

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

নালিতাবাড়ীতে আগুনে পুড়ে ভস্ম হলো এক বৃদ্ধা

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল