চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসের ব্যাপারে সরকার কিছু করছে না

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের আন্দোলনের কথা শুনে মানুষ এখন হাসে। সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি গতকাল শুক্রবার বিকেলে নগরীর ষোলশহরস্থ চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

প্রফেসর ড. ইউনুস বলেছেন মিরপুরে ১৪ তলা ভবনে কয়েকটি দপ্তর সরকার জবরদখল করেছে, তিনি আইনি সহায়তা চেয়েও পাননি এবিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্পষ্ট করে বলতে পারি, আইনের বাইরে আমরা কিছু করছি না। ড. ইউনূসের ব্যাপারটা সম্পূর্ণ আদালতের ব্যাপার। আদালতের নির্দেশনা যেভাবে এসেছে সেভাবেই কাজ হচ্ছে। এর বাইরে সরকার বা পুলিশ কেউ কিছু করছে না।

জেল থেকে বেরিয়ে বিএনপির সিনিয়র নেতাদের সরকার উৎখাতের হুমকির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা তো অনেক কথাই বলে। এদেশের মানুষ তাদের প্রত্যাখান করেছেন। আমি সবসময় বলি আপনারা ধারাবাহিকভাবে যদি দেখেন, ২০০১ এরপরে ২০০৮ সালে তারা কতগুলো সিট পেয়েছে? ৩০টা সিট পেয়েছে। এরপর ২০১৪তে তারা বয়কট করলো। ২০১৮তে তারা ৬টি সিট পেয়েছে। তারা সুনিশ্চিত যে তারা যদি কোনো ষড়যন্ত্র না করতে পারে কিংবা তাদের বিদেশি প্রভুরা যদি ইন্টারফেয়ার না করতে পারে তাহলে তারা নির্বাচনে জিতবে না। এটা তারা জানতেন। সেজন্যই তারা এবারও নির্বাচনে আসেননি। তারা আগেও তারা বলেছে, এই আগামী সোমবার দিন আগামী রোববার দিন- একটা টাইম ঠিক করে দিত। আমাদের সরকার পতন হয়ে যাচ্ছে এবং খালেদা জিয়া যা বলবে তাই হবে। এসমস্ত কথাগুলো আপনারা শুনেছেন। এদেশের মানুষ হাসছিল। এদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা যেমন সত্য। তারা যেসব প্রোগ্রাম দেয়, মানুষ এগুলো দেখে হাসে।

তিনি বলেন, আপনারা জানেন নির্বাচনে আমাদের নিরাপত্তা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশে একটা সুন্দর অবাধ নির্বাচন তারা উপহার দিয়েছে নির্বাচন কমিশনের মাধ্যমে। যাতে প্রধানমন্ত্রীরও একটা স্ট্রং ভূমিকা ছিল যে, একটা সুন্দর অবাধ নির্বাচন হওয়ার। সেটি দেশবাসী লক্ষ্য করেছে। শুধু দেশবাসী না, সারা পৃথিবীর সবাই এটা লক্ষ্য করেছেন। একটা সুন্দর নির্বাচন হয়েছে।

কেউ এই ব্যাপারে আজকে পর্যন্ত কিছু বলতে পারেনি। প্রধানমন্ত্রী টানা চতুর্থবারের মত দায়িত্ব নিয়েছেন। তিনি দেশের শাসনভার নিয়েছেন। তার যে উন্নয়নের অগ্রযাত্রা এটা আগের মতই চলবে। আমরা মনে করি বাংলাদেশের জন্য একটা আর্শীবাদ স্বরূপ।

আসন্ন উপজেলা নির্বাচনের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা কি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্টি থেকে সিদ্ধান্ত হয়েছে যে নৌকা প্রতীকে আমরা জাতীয় নির্বাচন ছাড়া অন্য নির্বাচনে, আমরা নৌকা প্রতীক আর ব্যবহার করব না। আমাদের সিদ্ধান্তটা সেরকমই। সব নির্বাচনে আমাদের ডিরেকশন এটাই যেহেতু নৌকা প্রতীক থাকবে না। যে যার যার প্রতীক নিয়ে ফাইট করবে। কে কতখানি জনপ্রিয় সেটাই প্রমাণ হবে। আমরা মনে করি জনপ্রিয় লোকগুলো নির্বাচনে আসুক। জনপ্রিয় লোকগুলো নির্বাচনে আসলে তাদের এলাকা ডেভলপ করতে তারা বাধ্য হবে এবং করবে। আর জাতীয় নির্বাচন যেভাবে হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আরো সুন্দর একটা নির্বাচন সেই ধারাবাহিকতা তারা রক্ষা করে চলবে।

মিয়ানমার সীমান্তের পরিস্থিতিতে কোনো কার্যকর অবস্থান বাংলাদেশ নিয়েছে কিনা এবং বিজিপির অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হস্তগত হয়েছে- এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম কথা হলো সারা মিয়ানমারেই শুধু আরাকান আর্মি নয় অনেকগুলো তাদের এথনিক গ্রুপ তৈরি করে যুদ্ধে লিপ্ত আছে। আরকান আর্মি আমাদের এ অঞ্চলে যুদ্ধে লিপ্ত আছে। এ অঞ্চলে যুদ্ধ করলে সেখানকার কিছু গোলাগুলির শব্দ আমাদের এখানে আসে। সেগুলো যেরকম সত্য, সেখানে সরকারি বাহিনী বিজিপি এবং অন্যান্য সরকারি লোকজন ভয়ে আত্মরক্ষার্থে আমাদের দেশে পালিয়ে আসছিল সেটাও আপনারা দেখেছেন।

আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির একটিই কথা ছিল যে, সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়। আমরা সেই নীতি অবলম্বন করছি। তারা যতই গোলাগুলি করুক আমরা প্রতিবাদ করছি। আমরা তাদেরকে আমাদের এলাকায় ঢুকতে দিচ্ছি না। আমাদের বিজিবির ওখানে ফোর্স আরো বাড়িয়েছি। আমাদের কোস্টগার্ডকে ওখানে সজাগ রেখেছি। আমাদের নেভিও ওখানে সজাগ রয়েছে। পুলিশ সেখানে সজাগ আছে। কাজেই যে ওখান থেকে এখানে আসবে সেটি হবে না।

আপনারা যেটা বলেছেন যে অস্ত্রপাতি, হ্যাঁ পরিত্যক্ত অবস্থায় কিছু পাওয়া গেছে। এগুলো হয়ত আরাকান আর্মি ওরাই হয়ত দুই চারটা এখানে নিয়ে আসছিল, এগুলো তাদের অন্য কোনো মোটিভ থাকতে পারে। সবই ধরা পড়েছে। বিজিবি সবাইকে আটক করেছে। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমাদের বিজিবি খুব কঠোর অবস্থানে রয়েছে। কেউ অস্ত্র নিয়ে এখানে ঢুকলে সেই অবস্থা এখানে নাই। আমরা সবাই সজাগ রয়েছি।

এসময় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, ডিআইজি নূরে আলম মিনা, পুলিশ সুপার এস এম শফিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর

লাঠিসোটা হাতে সড়কে অটোরিকশাচালকরা, যান চলাচল বন্ধ

লাঠিসোটা হাতে সড়কে অটোরিকশাচালকরা, যান চলাচল বন্ধ

কান চলচ্চিত্র উৎসবে শুভকে প্রশংসায় ভাসালেন নাসিরুদ্দিন শাহ

কান চলচ্চিত্র উৎসবে শুভকে প্রশংসায় ভাসালেন নাসিরুদ্দিন শাহ

কানে নজরকাড়া লুকে চমকে দিচ্ছেন ভাবনা

কানে নজরকাড়া লুকে চমকে দিচ্ছেন ভাবনা

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য গ্যান্টজের পদত্যাগের হুমকি

তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য অধীর আগ্রহে ইউক্রেনীয় সেনারা

তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য অধীর আগ্রহে ইউক্রেনীয় সেনারা

কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষে আহত ১০

কুড়িগ্রামে নির্বচনী সংঘর্ষে আহত ১০

সোনারগাঁয় ভোট কিনতে এসে টাকাসহ যুবক আটক

সোনারগাঁয় ভোট কিনতে এসে টাকাসহ যুবক আটক

তিন দশক পর ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী

তিন দশক পর ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী