মেলার ভেতর আরেক মেলা ‘শিশু মেলা’

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

দেখতে দেখতে প্রথমার্ধ পার করে অন্তিমের দিকে যাত্রা করছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৪। গতকাল শনিবার ছিল গ্রন্থমেলার ১৭ তম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বরাবরের ন্যায় এদিন সকাল থেকেই মেলায় আসতে থাকে বইপ্রেমীরা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলায় নামে পাঠক দর্শনার্থীদের ঢল। বইপ্রেমীদের উপচেপড়া ভিড়ে মেলা প্রাঙ্গণে তৈরি হয় এক অচলাবস্থা। এমন স্থবিরতায় রবীন্দ্রনাথের ‹বলাকা› কবিতার মতো গতিময়তা এনে দেয় শিশুরা। শিশুদের প্রাণচাঞ্চল্যের ডানায় ভর করে শিশুচত্বরে তৈরি হয় আরেকটি মেলা ্রশিশু মেলাগ্ধ।

গতকাল শনিবার অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে মেলা শুরু হয় সকাল ১১টা থেকে, চলে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। সকাল থেকেই রাজধানী ও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বাবা-মায়ের হাত ধরে মেলায় ভিড় করে শিশুরা। সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিরা।

সকাল সাড়ে ১১টা, বিকেল সাড়ে ৩টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় মেলার শিশুচত্বরে ছিল জনপ্রিয় শিশুতোষ টিভি শো সিসিমপুর অনুষ্ঠান। প্রতিবারই চোখে মুখে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে শিশুরা নাচে গানে মেতে উঠেছে সিসিমপুরে। অনেকে কিনেছেন পছন্দের সব শিশুতোষ বই। শিশুদের সাথে একাট্টা হয়ে হালুম, টুকটুকি, ইকরি ও শিকুদের সাথে আনন্দে মেতেছেন অনেক তরুণীরাও। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুচত্বরে এমনই একদল তরুণীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। রাজধানীর ইডেন মহিলা কলেজের এসব শিক্ষার্থীদের একজন উমামা রাদ বলেন, ছোটকাল থেকেই সিসিমপুর দেখে চোখের আলো পর্যন্ত হারিয়েছি। তাই এখন চোখে চশমা পরতে হয়। ছোটকালের প্রিয় এই অনুষ্ঠান আমাকে এখনো টানে। তাই ছুটির দিনে প্রায় ছুটে আসি সিসিমপুর দেখতে।
প্রতিদিন বিকেল ৪টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠানে গিয়ে দেখা যায় অভিভাবকদের কোলে বসে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন অনেক শিশু। শিল্পীদের কন্ঠে কন্ঠ মিলিয়ে তারা নাচে গানে মেতেছে। যেন জানান দিচ্ছিল পৃথিবীটা হোক শিশুদের।

রাজধানীর আজিমপুর থেকে মায়ের সাথে মেলায় এসেছে ২য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা নুর। টুকটুকি আর হালুমদের নাচ গান উপভোগ শেষে মায়ের হাত ধরে স্টলে স্টলে ঘুরে কিনে নিয়েছেন বেশ কয়েকটি গল্পের বই। জানতে চাইলে নুরের মা বলেন, ছোটকাল থেকেই বাচ্চাদের পড়াশোনার আগ্রহ তৈরি করা প্রতিটি মা বাবার কর্তব্য। এবং তা করতে হবে এমনভাবে যাতে বাচ্চারা আনন্দ নিয়ে পড়াশোনা করে। তাই তাদের এসব অনুষ্ঠানে এনে আনন্দ দেওয়া উচিত, যাতে এই আনন্দ নিয়ে তারা পড়াশোনা করতে পারে।

এদিন শিশুপ্রহরের অন্যতম আয়োজন চিত্রাঙ্গনে অংশ নিয়েছেন আজিমপুর কলোনির লিটল অ্যাঞ্জেল স্কুলের শিশুশ্রেণির শিক্ষার্থী শুচিস্মিতা বিশ্বাস। তাকে তারানাথ তান্ত্রিক বইটি খুঁজতে দেখা গেল। তিনি জানালেন, তার ভূতের বই পছন্দ। এ দিকে শিশু চত্বর জুড়ে ছিল শিশুদের আনাগোনা। দেখে মনে হচ্ছিল, বইমেলা শিশুদের দখলে। স্টল সংশ্লিষ্টরা জানালেন, বইয়ের বিক্রিও ভাল। বই পড়ি প্রকাশনীর প্রকাশক আপন সরকার বলেন, অ্যালফাবেট, স্বরবর্ণ- ব্যাঞ্জনবর্ণ ও আরবি শিক্ষার বই ভাল চলছে।

গতকাল মেলার ১৭তম দিনে মেলায় নতুন বই আসে ১৭১টি। এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ শহীদ সাবের এবং স্মরণ: পান্না কায়সার শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে মনির ইউসুফ এবং মামুন সিদ্দিকী। আলোচনায় অংশগ্রহণ করেন গিয়াস উদ্দিন, সুভাষ সিংহ রায়, রতন সিদ্দিকী এবং শমী কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেন্দু মজুমদার।

আজ রোববার অমর একুশে বইমেলার ১৮তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায়, মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন স্বরোচিষ সরকার। আলোচনায় অংশগ্রহণ করবেন লুভা নাহিদ চৌধুরী এবং এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কামাল চৌধুরী।

প্রকাশিত হয়েছে কবি, কথাশিল্পী ও অনুবাদক মোরশেদুল ইসলাম এর গল্পের বই ‘কালো সূর্য ও অন্যান্য গল্প’। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। অনুভব প্রকাশনী থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলায় স্টল নং ৫৫২-তে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি ডটকমসহ অন্যান্য অনলাইন মাধ্যম থেকেও কেনা যাচ্ছে। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। ছয় ফর্মার বইটিতে ১২ টি ছোট গল্প রয়েছে।

গল্পগুলো প্রথম পাঠেই ভাবায়। স্বল্প বর্ণনার পরিসরে ভাবনার অনুষঙ্গ যুগিয়ে ধরে রাখে পাঠকের মনোযোগ। প্রেম-বিরহ, নদীমাতৃক জীবন, চিরায়ত গ্রামীন জীবন, যৌতুক, পরকীয়া, ঘুষ-দূর্নীতি, ডিজিটালাইজেশনের ক্ষতিকর প্রভাবসহ আমাদের দৈনন্দিন যাপিত জীবনের বিভিন্ন অনুষঙ্গ গল্পগুলোর উপজীব্য। পাশাপাশি, আঞ্চলিক ভাষার সাবলীল প্রয়োগ গল্পগুলোকে দিয়েছে এক চমকপ্রদ মাত্রা।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

দেশের মানুষ কারো কাছে ভিক্ষা করে চলবে না : প্রধানমন্ত্রী

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

আরেকটি রক্তক্ষয়ী রাত দেখলো গাজাবাসী, এক সপ্তাহে বাস্তুচ্যুত ৯ লাখ মানুষ

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

জম্মু ও কাশ্মীরে পৃথক হামলায় পর্যটক দম্পতি গুলিবিদ্ধ, নিহত ১

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

‘জংলি’ লুকে চমকে দিয়েছেন সিয়াম

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

মোদির ভারতে মুসলিমরা নিজভূমে পরবাসী

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আবদুল গাফফার চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

জাতীয় এসএমই পুরস্কার পেলেন ৭ উদ্যোক্তা

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

ফের ফারিণের সঙ্গে গান করতে চান তাহসান!

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

অবশেষে জানা গেল ঐশ্বরিয়ার হাত ভাঙার কারণ

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

যে কারণে এবারও ভোটে লড়লেন না প্রিয়াঙ্কা গান্ধী

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

কানের রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন কিয়ারা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

চাঁদের মাটিতে ছুটবে রেলগাড়ি! রেলস্টেশন তৈরির কথা ভাবছে নাসা

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

সালথার চেয়ারম্যান প্রার্থী ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

দক্ষিণ কোরিয়ায় ঘুমের প্রতিযোগিতা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

কী ভাবে প্রেমে বিশ্বাস রেখেছিলেন ক্যাটরিনা

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কংগ্রেসের ভোটব্যাংক : অমিত শাহ

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

ইসরায়েলকে ফিলিস্তিন থেকে বের করে দাও, স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

সউদীতে সাঁতারের পোশাকে ‘ঐতিহাসিক’ ফ্যাশন শো!

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

তেঁতুলিয়ায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর

ব্যাটারিচালিত রিকশা বন্ধে এবার নতুন নির্দেশনা বিআরটিএর