শিশুদের আগ্রহ রূপকথা, কমিক্স ও গল্পে

Daily Inqilab রাহাদ উদ্দিন

২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ এএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ এএম

দেখতে দেখতে প্রায় শেষ হতে চললো অমর একুশে বইমেলা-২০২৪। প্রতিদিনই মেলায় আসছেন নানা বয়সী পাঠক দর্শনার্থী। সাপ্তাহিক ছুটির দিনে শিশুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। গতকাল শনিবারও ছিল শিশুদেরই জয়গান। বাবা মায়ের হাত ধরে মেলায় এসে হালুম, টুকটুকি, ইকরি ও শিকুদের সাথে নাচে গানে মেতেছেন তারা। কিনেছেন পছন্দের বইও। গতকাল মেলা ঘুরে শিশুদের পছন্দের তালিকায় কোন ধরনের বই রয়েছে তা জানতে বেশ কয়েকজন অভিভাবক ও প্রকাশনীতে কথা বলে জানা যায়- শিশুদের পছন্দে অনেক বৈচিত্র্য এসেছে।
সোহরাওয়ার্দী উদ্যানে লেকের পাড়ে একমাত্র মেয়ে তাসলিমাকে নিয়ে বসেছিলেন ব্যাংক কর্মকর্তা আসফাকুল ও তাঁর স্ত্রী সাদিয়া আক্তার। অফিস ছুটি থাকায় এদিন মেলায় আসেন তাঁরা। মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে ক্লান্তবোধ করায় একটু বিশ্রাম নিচ্ছিলেন। শিশুতোষ বই কেনার পাশাপাশি সিসিমপুরে মেতে ওঠে তাসলিমা। তাসলিমার বাবা জানান, তাসলিমার দিন কাটে বাসায় টেলিভিশন দেখে। তাকে নিয়ে বাইরে তেমন ঘোরাঘুরির সুযোগ হয় না। মেয়ে বায়না করায় বইমেলায় এসে নানা ধরনের বই কিনে দিয়েছেন। শিশুচত্বরে সিসিমপুর মঞ্চে প্রিয় কার্টুন চরিত্র টুকটুকি, হালুম ও শিকুদের সঙ্গে খেলাধুলা করে খুব খুশি তাসলিমা। সন্ধ্যায় তাসলিমা কিনলেন আনিসুল হকের লেখা শিশুতোষ বই গুডুবাবুর গল্প।
ঘাসফড়িংয়ের বিক্রয়কর্মী জবাইনাহার জুঁই জানান, এই প্রকাশনীতে আনিসুল হক ও আহসান হাবিবের বই সবচেয়ে বেশি চলছে। এর মধ্যে আনিসুল হকের গুডুবাবুর গল্প, আহসান হাবিবের ছোটদের স্কুলের গল্প ও নীল ডাউনে ফার্স্ট বয় বইগুলো বেশি বিক্রি হচ্ছে।
একসময়কার শিশুরা কেবল রূপকথায় মজলেও বর্তমান যুগের শিশুদের রুচিতে এসেছে অনেক বৈচিত্র্য। এখনকার শিশুদের পছন্দের তালিকা হয়েছে অনেক বড়। রূপকথার পাশাপাশি থ্রিলার, রহস্যময় গল্প, চিত্র ইত্যাদি বইয়েও আগ্রহ তৈরি হচ্ছে শিশুদের। মেলার শিশুচত্বরের প্রগতি পাবলিশার্সের প্রকাশক আশরার মাসুদ বলেন, বাচ্চারা এখন রহস্য গল্প, গোয়েন্দা গল্প, রূপকথা- এগুলো বেশি পছন্দ করছে। আমাদের এখানে পপআপ বইয়ের কাটতি বেশি।
শুধু লেখা নয়, চিত্রের রয়েছে আধিক্য - এমন শিশুতোষ বইয়ের নাম কমিক্স। অনেক শিশু পড়তে ভালো না বাসলেও বেশ আনন্দ নিয়ে চিত্র দেখে।তাই কমিক্সের বইয়ের প্রতি শিশুদের রয়েছে আলাদা আগ্রহ। সেই আগ্রহকে বাড়িয়ে তুলতেই কমিক্সের প্রকাশনায় বিশেষ নজর ঢাকা কমিক্স এর। প্রকাশনীটির স্টলে গিয়ে দেখা যায় তারা এবার ‹কমিক্স সংকলন› প্রকাশ করেছে। বিক্রয়কর্মী আশিকুর রহমান বলেন, ঢাকা কমিক্স এনেছে কমিক্স সংকলন› এবং ‹পিশাচ কাহিনী ত্রিলজী›।
কমিক্সের আরো কিছু জনপ্রিয় বই রয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স লি. এ। এই প্রকাশনিতে রয়েছে কমিকসের নতুন বই বেসিক আলী ১৬ এবং বাবু ১৩। এছাড়া তাম্রলিপিতে এসেছে আয়মান সাদিক ও বিখ্যাত কমিক্স লেখক অন্তিক মাহমুদের ‹ভাল্লাগে না› বইটি।
গতকাল শনিবার মেলার ২৪তম দিনে নতুন বই এসেছে ১৩৮টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: মোহাম্মদ রফিক এবং স্মরণ: খালেক বিন জয়েনউদদীন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে আলতাফ শাহনেওয়াজ এবং সুজন বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করেন শামীম রেজা, শোয়াইব জিবরান এবং আসলাম সানী। সভাপতিত্ব করেন আবুল মোমেন।
সভাপতির বক্তব্যে আবুল মোমেন বলেন, কবি মোহাম্মদ রফিক এবং ছড়াকার ও শিশুসাহিত্যিক খালেক বিন জয়েনউদদীন তাঁদের সাহিত্যপ্রতিভা দিয়ে বাংলা সাহিত্যকে খদ্ধ করেছেন। সাহিত্যচর্চার মধ্য দিয়ে তাঁরা এই দেশ ও গণমানুষের প্রতি তাঁদের অঙ্গীকার পালনের চেষ্টা করেছেন। নুতন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগিয়ে তোলা ও ইতিবাচক মনোগঠনে তাঁদের সাহিত্যকর্ম অপরিসীম ভূমিকা রাখবে।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক শাহনাজ পারভীন, কবি ও অনুবাদক সাইফুল ভূঁইয়া, কথাসাহিত্যিক শাহনাজ পারভীন স্মৃতি এবং গবেষক মনিরুজ্জামান শাহীন।
আজ রোববার ২৫তম দিনে মেলা শুরু হবে বিকেল ৩টায়, শেষ হবে রাত ৯টায়। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ। স্থপতি মোবাশ্বের হোসেন শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন কার্লী নূরুল করিম দিলু। আলোচনায় অংশগ্রহণ করবেন তানভীর নেওয়াজ এবং মাহমুদুল আনোয়ার রিয়াদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেবুন নাসরীন আহমেদ।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আছড়ে পড়লো ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

আছড়ে পড়লো ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবে যুক্ত হলেন একদল নতুন সদস্য

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবে যুক্ত হলেন একদল নতুন সদস্য

কাল থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ

কাল থেকে ২৩ জুলাই পর্যন্ত দেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী

মিডিয়ার কন্ঠরোধ করে দেশকে বাকশালের দিকে নিয়ে যাচ্ছে সরকার

মিডিয়ার কন্ঠরোধ করে দেশকে বাকশালের দিকে নিয়ে যাচ্ছে সরকার

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ নিয়ে গবেষণা চলছে: বিএসএমএমইউ উপাচার্য

ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ নিয়ে গবেষণা চলছে: বিএসএমএমইউ উপাচার্য

বৈষম্য কমিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে : ড. খলীকুজ্জমান

বৈষম্য কমিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরিসহ অধিকার নিশ্চিত করতে হবে : ড. খলীকুজ্জমান

২৪ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানি

২৪ ঘন্টা থেকে সাত দিনের মধ্যে মৃত বীমা দাবি পরিশোধ করবে এনআরবি ইসলামিক লাইফ ইনসুরেন্স কোম্পানি

বেগম সুফিয়া কামাল এবং কবি ও সাহিত্য সমালোচক আবদুল কাদির নানাভাবে দেশের শিল্প-সাহিত্যকে ঋদ্ধ করেছেন : সেলিনা হোসেন

বেগম সুফিয়া কামাল এবং কবি ও সাহিত্য সমালোচক আবদুল কাদির নানাভাবে দেশের শিল্প-সাহিত্যকে ঋদ্ধ করেছেন : সেলিনা হোসেন

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

কোরবানির গোস্ত দিয়ে কোন অনুষ্ঠান করে টেবিল বসিয়ে টাকা বা উপহার নেওয়া প্রসঙ্গে।

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

শিরোপার রুদ্ধশ্বাস অপেক্ষা : শেষ ম্যাচে মাঠে নামছে সিটি-আর্সেনাল

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

কিরগিজস্তানে আহত বাংলাদেশি ছাত্রদের দ্রুত দেশে ফিরিয়ে আনুন

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

মানসম্মত পণ্য উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে: প্রেসিডেন্ট

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত সাবেক বিজেপি নেতা

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

খালেকুজ্জামানের বাড়ী সরকারিভাবে পুননির্মাণের দাবি - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে সারাদেশে জেলা ও মহানগরীতে ইসলামী

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. জাহিদ, সম্পাদক ডা. অর্ণা জামান

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারপিট, যুবক আটক