ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন

খাল পুনঃখনন ও সংস্কার শুরু করলেও পানিবদ্ধতা নিরসন নিয়ে সংশয়

Daily Inqilab বরিশাল ব্যুরো

০৫ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৫ মার্চ ২০২৪, ১২:০২ এএম

শেষ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড বরিশাল মহানগরীর ৭টি খালের প্রায় ১৯ কিলোমিটার অংশ পুনঃখননসহ সংস্কার কাজ শেষ করতে যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নে ২০২২ সালে পানি সম্পদ মন্ত্রণালয় ১০ কোটি টাকা বরাদ্দ দিলেও বিদায়ী নগর পরিষদের আপত্তির মুখে কাজ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এমনকি এ লক্ষ্যে দুবার দরপত্র আহ্বান করেও নগর ভবনের লিখিত আপত্তির কারণে ঠিকাদারকে কার্যাদেশ দেয়া যায়নি।

অপরদিকে সিটি করপোরেশনও একটি দাতা সংস্থার প্রকল্পের আওতায় নগরীতে বিভিন্ন খালের ৭ কিলোমিটার অংশ পুনঃখনন সহ সংস্কার কাজ শুরু করেছে। আগামী জুনের মধ্যে এসব খাল সংস্কার প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও তা সম্ভব হবে না কার্যাদেশ প্রদানে বিলম্বসহ পাশের বিপুল সংখ্যক অবৈধ স্থাপনাসহ জঞ্জাল অপসারণ ও নানামুখি প্রতিবন্ধকতায়।

এসব খাল সংস্কার হলে প্রায় ৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল মহানগরীর পানিবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান মেলার কথা। তবে নগরীর দেড়শ কিলোমিটার ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করাসহ পাশে প্রবাহমান কির্তনখোলা নদীর তলদেশ ভরাট হয়ে অনেকটা উঁচু হয়ে যাওয়ায় খালগুলোর পানি সঠিকভাবে গ্রহণ করতে না পারায় সমস্যা থেকে রেহাই নাও মিলতে পারে বলেও মনে করছেন পানি বিশেষজ্ঞগণ।

পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন ধরেই নগরীর ৭টি খালের প্রায় ১৯ কিলোমিটার এলাকা সংস্কারের উদ্যোগ নিলেও তা সম্ভব হয়নি নগর ভবনের বাধার কারণেই। তবে গত জুনে ৪র্থ নগর পরিষদের নির্বাচনের পরেই মন্ত্রণালয়ের নির্দেশে পানি উন্নয়ন বোর্ড নতুন করে দরপত্র আহ্বান এবং আর্থিক ও কারিগড়ি মূল্যায়ন শেষে ডিসেম্বরে কার্যাদেশ প্রদান করে।

কার্যাদেশ অনুযায়ী নগরীর সাগরদী খালের ৯ কিলোমিটার খননে ২ কোটি ৬৭ লাখ টাকা, রূপাতলী খালের ১ কিলোমিটারের জন্য ২৮ লাখ টাকা, চাঁদমারি খালের দেড় কিলোমিটার খননে ৩২ লাখ টাকা, ভাটার খালের ১৬০ মিটার খননে ৪ লাখ টাকার অনুমোদন মিলেছে। পাশাপাশি পলাশপুর খালের ১.৭ কিলোমিটার খননে ১ কোটি ৩৫ লাখ টাকা, আমানতগঞ্জ খালের ২.৫ কিলোমিটার খননে ১ কোটি ৯ লাখ টাকা ও নগরীর প্রাণকেন্দ্রের জেল খালের ২ কিলোমিটার খননে ২৮ লাখ ৬৭ হাজার টাকার অনুমোদন দেয়া হয়েছে।

তবে মূল প্রকল্পে এসব খালের পাড়ে ওয়াকওয়ে ও ঘাটলা নির্মাণ এবং সৌন্দয্যবর্ধন সহ আরো বেশকিছু স্থাপনা নির্মাণের কথা থাকলেও দীর্ঘ প্রায় ৪ বছর তা বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ায় ব্যয় বৃদ্ধির ফলে সেসব কাজ অপাতত স্থগিত রাখা হয়েছে। ভবিষ্যতে তহবিল প্রাপ্তি সাপেক্ষ নতুন কোনো প্রকল্পের আওতায় খননকৃত খালগুলোর আরো সংস্কারসহ সৌন্দর্য বর্ধনের চিন্তা করা হতে পারে বলে পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র জানিয়েছে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশন দাতা সংস্থা ‘কেএফডব্লিউ’র আর্থিক সহায়তায় নগরীর বিভিন্ন খালের ৭.১০ কিলোমিটার অংশের পুনঃখনন সহ সংস্কার কাজও শুরু করেছে। এসব খালের কিছু অংশে ওয়াকওয়ে সহ পরিবেশ ও জনবান্ধব স্থাপনা নির্মাণের কথা রয়েছে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের তরফ থেকে ২০১৫-১৬ অর্থবছরে নগরীর ২৪টি খাল সংস্কারে প্রায় সোয়া ২শ’ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প-প্রস্তাবনা, ডিপিপি দাখিলের পরে তা পরিকল্পনা কমিশন তা ফেরত দেয়। বিগত নগর পরিষদ দায়িত্ব গ্রহণের পরে নগরীর ছোট বড় ৩৬টি খাল খনন, সংস্কার ও সৌন্দর্য বর্ধনে প্রায় ১ হাজার ১৫০ কোটি টাকার আরেকটি ডিপিপি দাখিলের পরে পরিকল্পনা কমিশন থেকে তা অনুমোদন না করে প্রথম পর্যায়ে খালের সংখ্যা কমিয়ে প্রকল্প ব্যয় অর্ধেক করে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা সমীক্ষা ও নকশাসহ পুনরায় দাখিলের জন্য ফেরত পাঠায়। কিন্তু এ ক্ষেত্রে পরিকল্পনা কমিশনের দিকনির্দেশনা অনুসরণ না করে প্রকল্প ব্যয় দ্বিগুনেরও বেশি বৃদ্ধি করে ২ হাজার ৬৮৩ কোটি টাকার একটি ডিপিপি দাখিল করে বিগত নগর পরিষদ। ফলে তা আর বিবেচনা লাভ দুরের কথা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন থেকে অসন্তোষ প্রকাশ করে ডিপিপি’টি ফেরত পাঠায় বলে একটি সূত্র জানিয়েছে। তবে নগর ভবন থেকে নগরীর একাধিক খাল সংস্কার ও পুনঃখননের আরো একটি প্রকল্প-প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে আছে বলে জানান হয়েছে।

তবে নগরীর খাল সংস্কারসহ পুনঃখননের চলমান প্রকল্প দুটি নগরীর পানিবদ্ধতার নিরসনে কতখানি সহায়ক হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নগরবীদগণ। এ নগরীর প্রায় দেড়শ কিলোমিটার কাঁচা-পাকা ড্রেনগুলো নিয়মিত আবর্জনামুক্ত না করার কারণে সামান্য বৃষ্টিতেই নগরীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তায়ও পানি জমে যাচ্ছে। অনেক নগরবাসী এখনো ড্রেনকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করেন। নগরীর বিভিন্ন রাস্তার পাশে বালু ও খোয়া সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী দিনের পর দিন ফেলে রাখলেও নগর ভবনের দায়িত্বশীলগণ অনেক সময়ই স্বেচ্ছা অন্ধত্বে ভোগেন বলেও অভিযোগ রয়েছে। নগরীর নবগ্রাম রোডের বটতলা বাজার থেকে হাতেম আলী কলেজ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকা গত ১০ বছর ধরে ইট, বালু আর খোয়াতে ঠাসা থাকলেও তা পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে না। ফলে ঘণ্টায় ৫ মিলিমিটার বৃষ্টিতেই পুরো সড়কটিতে পানি থৈ থৈ করে। একই পরিস্থিতি নগরীর আরো অনেক রাস্তাঘাটের। নগর ভবনের পরিচ্ছন্নতা কর্মীদের বেশিরভাগই এখনো আগের নগর পরিষদের মতো নগরবাসীর সেবার পরিবর্তে তাদের সাথে প্রজাসুলভ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

এসব বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করতে তার সেল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার সঙ্গে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার সঙ্গে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

পুলিশের গুলিতে আহত শিশু রাতুলের মৃত্যু ঢাকায়

পুলিশের গুলিতে আহত শিশু রাতুলের মৃত্যু ঢাকায়

কেজরিওয়ালের আসন ফাঁকা রেখেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন অতিশী

কেজরিওয়ালের আসন ফাঁকা রেখেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন অতিশী

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মোদির

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ মোদির

ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা গারো পাহাড় সীমান্তাঞ্চলের মানুষের!

ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা গারো পাহাড় সীমান্তাঞ্চলের মানুষের!

পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি, নতুন দিন ঘোষণা

পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি, নতুন দিন ঘোষণা

ত্রিশঙ্কুর ভয়ে কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে জোট ওমরের

ত্রিশঙ্কুর ভয়ে কাশ্মীরে কংগ্রেসের সঙ্গে জোট ওমরের

ইটালিতে বাড়ি ভেঙে মা ও দুই শিশুর মৃত্যু

ইটালিতে বাড়ি ভেঙে মা ও দুই শিশুর মৃত্যু

এনবিসি সমীক্ষায় ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিস

এনবিসি সমীক্ষায় ট্রাম্পের থেকে এগিয়ে হ্যারিস

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ বিক্ষোভ, বন্ধ ৫১টি   ছুটি ৮টি কারখানা

বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ বিক্ষোভ, বন্ধ ৫১টি ছুটি ৮টি কারখানা

ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে এক নম্বর দল হতে চলেছে এসপিডি

ব্র্যান্ডেনবুর্গের নির্বাচনে এক নম্বর দল হতে চলেছে এসপিডি

জম্মুর হিন্দুদের দিয়ে অধিকৃত কাশ্মীর জেতা বিজেপির পক্ষে সম্ভব হবে?

জম্মুর হিন্দুদের দিয়ে অধিকৃত কাশ্মীর জেতা বিজেপির পক্ষে সম্ভব হবে?

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

রাজবাড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী চেয়ারম্যান আব্দুল্লাহ আটক

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণকারী চেয়ারম্যান আব্দুল্লাহ আটক

মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে আহত -১৫

মহিপুরে ইটালী পরিবহন রাস্তার বাইরে আহত -১৫

কমবে গরম, বাড়বে বৃষ্টি

কমবে গরম, বাড়বে বৃষ্টি

কুলাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কুলাউড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ