ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
পোস্টার লাগানো নিষেধ, তারপরেও লাগানো হচ্ছে, এজন্য এমআরটি পুলিশ রয়েছে, ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে : ব্যবস্থাপনা পরিচালক

মেট্রোরেলের পিলারে পোস্টার

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ মার্চ ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ১২:০৪ এএম

রাজনীতি, ধর্মীয় প্রচার, সিনেমার প্রচার থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপনেরও ক্ষেত্র হয়ে উঠেছে স্বপ্নের মেট্রোরেলের প্রতিটি পিলার। রাজধানীর মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত অধিকাংশ পিলারের গায়ে সেঁটে দেওয়া হয়েছে বিভিন্ন সংগঠন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পোস্টার। পোস্টার লাগানোয় পিলারগুলো দিন দিন সৌন্দর্য নষ্ট হচ্ছে। মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানো দণ্ডনীয় অপরাধ আইন থাকলেও প্রশাসনের সামনেই এসব চলছে।

পিলারের গায়ে প্রচার-প্রচারণার পোস্টারের পাশাপাশি লাগানো হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও। বায়তুল মোকাররম মসজিদের সামনে মেট্রোরেলের পিলারে লাগানো হয়েছে বেশ কয়েকটি কোচিং সেন্টারের বিজ্ঞাপন। আরও আছে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলার বিজ্ঞাপন। ড্রাইভার আবশ্যক, আইকন কোচিং সেন্টারে ভর্তি চলার বিজ্ঞাপন। প্রেসক্লাবের সামনের পিলারে জাতীয় পার্টির দশম সম্মেলনের পোস্টার লাগিয়েছে দলটির প্রচার উপকমিটি। আবার ফার্মগেট, কারওয়ান বাজার এলাকায় জাতীয় পার্টি (জাপা) সভাপতি মণ্ডলীর সদস্য সাইফুদ্দীন আহমেদের (মিলন) সৌজন্য পোস্টার চোখে পড়ছে। এমন পোস্টার পল্টনের দিকের পিলারেও চোখে পড়েছে।
এদিকে এসব দেখাশোনার জন্য মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি পুলিশ রয়েছে। এছাড়া একটি বিভাগও রয়েছে ডিএমটিসিএল’র।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, পোস্টার লাগানো নিষেধ, তারপরেও লাগানো হচ্ছে। এজন্য এমআরটি পুলিশ রয়েছে। আবার ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হচ্ছে। পোস্টার তোলা এবং না লাগানোর বিষয়ে সচেতন করার কাজ চলমান। এরপরেও মানুষ না সচেতন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর পল্টন মোড়ের অংশে মেট্রোরেলের পিলারে দুর্নীতি ও সন্ত্রাসবিরোধী সমাবেশের পোস্টার লাগিয়েছে ইসলামি সমাজ। একাত্তরের শ্রদ্ধাঞ্জলির পোস্টার, নির্বাচনি পোস্টার, পরের পিলার পর্যন্ত পৌঁছানোর আগেই মাঝ বরাবর আটাবের নির্বাচনি বিলবোর্ড। ৬০০ নম্বর পিলারের গায়ে কুতুববাগ ওরস শরীফ, ইসলামি সমাজের সম্মেলন, মাওলানা মাদানির প্রচার, জামিয়া কাশিফুল ঢাকা, বিশ্ব জাকের ইসতেমা, আদ দাওরাহ বাংলাদেশ, মাইন্ড সলিউশন ঘটানোও হচ্ছে মেট্রোরেলের পিলারে। আরও আছে গাউসুল আজম কনফারেন্স, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পোস্টার, জাতীয় বিমা দিবস, রেটিনার বিজ্ঞাপন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দের পোস্টার। জাতীয় পার্টির মহাসম্মেলন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা, জাতীয় মানবসম্পদ লীগের পোস্টার, খেলাফত মজলিসের সম্মেলন, অষ্টম জুরাইন বইমেলা, জাতীয় বিমা দিবস, বিশ্বজাকের ইসতেমা, ওরস শরীফ, এসবই পোস্টার।

মতিঝিল থেকে প্রেসক্লাব পর্যন্ত পিলারগুলোতে সবচেয়ে বেশি চোখে পড়েছে ধর্মভিত্তিক সংগঠনগুলোর নানা কর্মসূচির পোস্টার। ইসলামী সমাজর মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল আবু জাফর মোহাম্মদ বলেন, আমরা কর্মীদের হাতে পোস্টার দিয়ে ঢাকার বিভিন্ন স্থানে লাগাতে বলেছি। তারা যে কোথায় লাগিয়েছে সেটা মনিটর করা হয়নি। সংগঠনের অন্য নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

যানজটে ধুঁকতে থাকা নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও আরামদায়ক ভ্রমণের জন্য এ মেট্রোরেল যেন আশীর্বাদ হয়ে এসেছে। তবে যতখানি সুফল নিয়ে এসেছে মেট্রোরেল, ঠিক ততখানিই যেন পাচ্ছে অবহেলা। পোস্টারে পোস্টারে সৌন্দর্যহানি ঘটানো হচ্ছে মেট্রোরেলের।

শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে আসতেই মেট্রোরেলের পিলারে চোখে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তির বিজ্ঞাপন। দেখা যায়, এমন রঙ-বেরঙের আরও চটকদার পোস্টার। এতে মেট্রোরেলের বাহ্যিক সৌন্দর্য মলিন হয়ে যাচ্ছে। এসব পিলারে দেখা যায়, স্কুল-কলেজে ভর্তির বিজ্ঞাপন, বিভিন্ন দরবার শরিফ ও ওয়াজ-মাহফিলের পোস্টার, কবিরাজের বিজ্ঞাপনী পোস্টার। কিছু কিছু পোস্টার আবার বেশ কয়েকমাস পুরনো। রাজনৈতিক অঙ্গন সরব থাকায় বিভিন্ন সভা-সমাবেশ এবং নির্বাচন উপলক্ষে কিছু রাজনৈতিক দলের নেতার নির্বাচনী পোস্টারও লাগানো হয়েছে পিলারগুলোতে। নগরের কয়েকজন বাসিন্দার অভিমত, কর্তৃপক্ষের তদারকির ব্যবস্থা না থাকায় মেট্রোরেলের পিলার দখল করে নিয়েছে পোস্টার।

দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে আইন রয়েছে। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এ বিষয়ে জনসচেতনা তৈরিতে গত বছর সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছিলো সিটি করপোরেশন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

ওসমানী হাসপাতালের দুই কর্মচারীকে বরখাস্ত

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

রোমাঞ্চকর মিলান ডার্বিতে ইন্টারের হার

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে নতুন উচ্চতায় চীন

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বিপন্ন মেরু ভালুককে গুলি করে হত্যা, তোপের মুখে আইসল্যান্ডের পুলিশ

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

নদীতে মেহেদী রাঙা হাতে ‘আই লাভ ইউ’ লেখা যুবতীর লাশ উদ্ধার

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

গান গেয়ে উল্লাস করে যুবককে পিটিয়ে হত্যা, সমালোচনার ঝড়

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

বড় জয়ে হোয়াইটওয়াশ এড়াল দ. আফ্রিকা

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে