ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৪ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একদল শিক্ষার্থীর রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। হামলায় আইন বিভাগের ৭ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ৩জন গুরুতর আহত হয়। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

গতকাল বুধবার দুপুর পৌনে দুইটার সময় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ঢাবির কর্মচারীদের আবাসিক ভবন ‹বঙ্গবন্ধু টাওয়ারে› এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, রোজার ফজিলত ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু টাওয়ারের নিচ তলায় মসজিদে জড়ো হলে তাদের উপর হামলা করা হয়।

আহত শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাফওয়ান, রেজওয়ান রিফাত, শাহীন, সাকিব তূর্য, মাহাদী, কুতুবউদ্দিন। তাছাড়া আরও অনেককে এলোপাতাড়ি কিল-ঘুষিতে আঘাত করা হয়। এদের মাঝে শাহীন, রেজওয়ান ও সাকিব গুরুতর আহত হন।

এ হামলায় নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতাকে শনাক্ত করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রলীগ নেতা ঢাকা উত্তর ২১নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের ডান হাত বলে পরিচিত শাহবাগ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. তাওহীদুল ইসলাম ওরফে সুজন। সুজন স্থানীয়ভাবে ‹টোকাই নেতা› বলে পরিচিত। তাছাড়া রাজনীতিতে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সজল কুন্ডুর অনুসারী হিসেবে পরিচিত।

এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ ইনকিলাবের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার করতে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু টাওয়ারে গেলে বাহির থেকে একদল যুবক লাঠিসোঁটা নিয়ে এসে ভবনের প্রবেশ পথে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করে। এসময় দুইজন শিক্ষার্থীকে নৃশংসভাবে মাটিতে ফেলে রক্তাক্ত করে হামলাকারীরা।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শী ভবনের কর্মচারী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, আইন বিভাগের বিভিন্ন বর্ষের ১৫-২০ জন শিক্ষার্থী জোহরের নামাজ পড়তে বঙ্গবন্ধু টাউয়ারে আসেন। এসময় তারা নামাজের শেষেই রমজানের গুরুত্ব, তাৎপর্য ও মাসলা মাসায়েল সম্পর্কে আলোচনা করতে চাইলে বাধা দেন বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী কল্যান সমিতির সভাপতি সিরাজুল হক। তিনি শিক্ষার্থীদের বলেন, এখানে বহিরাগতের কোনো ধরনের প্রোগ্রাম করায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের নিষেধ রয়েছে। এবং কেন্দ্রীয় মসজিদ ব্যতীত অন্য কোথাও রমজানের আলোচনা করা যাবে না বলে জানান। তার কিছু সময় পর ছাত্রলীগ নেতা সুজনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন যুবক এসে শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেন।

অনুসন্ধানে জানা যায়, ছাত্রলীগ নেতা সুজনের সাথে আগে থেকেই বঙ্গবন্ধু টাওয়ার কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল হকের যোগসাজশ ছিল। মূলত সিরাজের সহযোগিতায় ছাত্রলীগ নেতাকর্মীরা ভবনে প্রবেশের সুযোগ পায়। এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উক্ত কর্মসূচির একটি ব্যানার ফেসবুকে প্রচার করা হলে বিষয়টি নজরে আসে ছাত্রলীগ নেতা সুজন ও কর্মচারী সমিতির সভাপতি সিরাজের। এদিন রাত থেকে ঘটনার পর পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের দু›জনের ফোনালাপের প্রমাণ পায় সাংবাদিকরা।

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম সুজন। তিনি বলেন, ঘটনা একেবারে বানোয়াট ও মিথ্যা। আমার একটা ছবি দিয়ে আমার বিরুদ্ধে প্রচারণা চালানো হচ্ছে। আমি অসুস্থ, আমার দাতে ব্যথা, আমি তাদের মারতে যাব কেন? তাছাড়া তখন আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম।

এদিকে এ হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষার্থীরাসহ আইন অনুষদের একদল শিক্ষার্থী। তারা বলেন, বঙ্গবন্ধু টাওয়ারে রমজানে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার জন্য আমরা একটি সেমিনার আয়োজন করি। সেখানে কর্মচারীদের সভাপতি আমাদের বলেন এখানে কোনো প্রোগ্রাম করা যাবে না। তারা আমাদের বের করে দেন। আমরা যখন বের হতে যাই তখন বহিরাগত এসব গুন্ডারা আমাদের উপর হামলা করে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। পরবর্তীতে ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী যেন এইভাবে হামলার শিকার না হয় আমরা সেই দাবি জানাই।

মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী সোলাইমান বলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব না। সর্বদা এখানে বহিরাগত টোকাইরা রাজত্ব করছে। আজকে এখানে আমিও থাকতে পারতাম, এবং আমিও তাদের হামলার শিকার হতে পারতাম। আমি এখন আমার ভাইদের হাসপাতালের বেডে কাতরাতে দেখছি। এ দৃশ্যে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

জাহিদুল ইসলাম রিয়াদ নামে আরেক শিক্ষার্থী বলেন, আমার ক্যাম্পাসে আমি নিরাপদ না। এমনকি আমি আমার ধর্ম পালনে ‹প্রোডাক্টিভ রমাদান› শীর্ষক প্রোগ্রাম করতে পারছি না। আজকে আমাদেরকে নিজ ক্যাম্পাসেই বলা হচ্ছে বহিরাগত! আমাদের যাদের উপর হামলা করা হয়েছে তাদের একজন ডিপার্টমেন্টের ফার্স্ট, একজন আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এমন মেধাবী শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে বহিরাগতদের হাতে মার খাচ্ছে। নিজ ক্যাম্পাসে আমরা এতটাই অনিরাপদ।

কাউসার হামিদ নামে অন্য শিক্ষার্থী বলেন, আমরা রমাদানে কীভাবে সুন্নাহ মাফিক লাইফ লিড করতে পারি সেটা নিয়েই আমাদের এই আয়োজন ছিল। অথচ আমাদেরকে নানান ট্যাগ দিয়ে মধ্যযুগীয় কায়দায় আমাদের উপর হামলা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাকসুদুর রহমান বলেন, বিষয়টি সত্যিই দুঃখজনক। আমরা খুব দ্রুতই বিষয়টি খতিয়ে দেখব, এবং আইনানুগ ব্যবস্থা নেব।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

'নিরাপদ চাঁদপুর' চাই দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

৩ মাসেরও বেশি সময় পর ঢাবিতে ক্লাস শুরু

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

৩৫ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক, চলছে সমালোচনা

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত, মহাসড়ক অবরোধ

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

অভিনেত্রী বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

আ.লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্য তথ্য দিলেন যুব মহিলী লীগ নেত্রী

আ.লীগ নেতাদের সম্পর্কে চাঞ্চল্য তথ্য দিলেন যুব মহিলী লীগ নেত্রী

পরিচয় লুকানো ঢাবি শিবিরের সভাপতি কে এই সাদিক কায়েম?

পরিচয় লুকানো ঢাবি শিবিরের সভাপতি কে এই সাদিক কায়েম?

‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম প্রধান’ কাশ্মির জেতা কি সম্ভব?

‘হিন্দুপ্রধান’ জম্মু দিয়ে বিজেপির পক্ষে ‘মুসলিম প্রধান’ কাশ্মির জেতা কি সম্ভব?

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

আন্দোলনে আহতদের চিকিৎসায় আসছে চীনের মেডিক্যাল টিম

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি  -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

মীলাদুন্নবী মাহফিল থেকে আমরা ঈমানকে পুনর্জ্জীবিত করতে পারি -সায়্যিদ মাআন আল হাসানী আল মক্কী

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

কলাপাড়ায় নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

প্রথম সেশনেই বাংলাদেশের গলায় পরাজয়ের মাল্য

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সিলেটে একদিনে ৫ থানার ওসি বদলি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

সংখ্যালঘু কমিউনিটি থেকে ভিসি-প্রোভিসি নিয়োগের দাবি

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

তেজগাঁও থানার হত্যা মামলা ইনু-মেনন-পলক-দীপু মনি, মামুন-রুপা-শাকিল গ্রেপ্তার

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

নিজ বাড়িতে কোয়াড নেতাদের আমন্ত্রণ জানালেন বাইডেন

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

ফিরলেন লিটনও, সঙ্গী পাচ্ছেন না শান্ত

থিতু হয়ে ফিরলেন সাকিব

থিতু হয়ে ফিরলেন সাকিব