ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
যুব মহিলা লীগকে নির্দেশনা আওয়ামী লীগের

সংগঠনে আর যেন ‘পাপিয়ার’ মতো বিতর্কিতরা না ভিড়ে

Daily Inqilab আল হেলাল শুভ

১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ এএম

কয়েক বছর আগে তুমুল আলোচনার জন্ম দেয়া যুব মহিলা লীগের আজীবন বহিস্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়ার মত আর কোন বিতর্কিত যাতে সংগঠনের ভিরতে না পারে সে নিয়ে যুব মহিলা লীগকে বিশেষ সতর্ক করেছে তাদের অভিভাবক সংগঠন আওয়ামী লীগ। ওই সংগঠনে আর যাতে বিতর্কিত কেউ না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে বলেছে আওয়ামী লীগ।

আর যুব মহিলা লীগও আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশমত রমজানের পরে সামনে যাচ্ছে বিতর্কিতদের বিষয়ে কঠোর হতে যাচ্ছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার যুব মহিলা লীগের নেত্রীদের সঙ্গে বৈঠক করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ওই বৈঠকেই যুব মহিলা লীগকে এমন সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক সূত্র জানিয়েছে, যুব মহিলা লীগে নতুন করে যাতে আর কোন পাপিয়া যেন না জন্ময় সেদিকে বিশেষ লক্ষ্য রাখতে বলেছে আওয়ামী লীগ। এ জন্য সব ধরনের ব্যবস্থা নিতে সংগঠনটিকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়াও চেইন কমান্ড মেনে চলার জন্য এ সময় যুব মহিলা লীগ নেত্রীদেরন নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনকে সাংগঠনিকভাবে সংগঠন শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনাও এ বৈঠকে আওয়ামী লীগের যুব নেত্রীদের দিয়েছে দলটি।

এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ইনকিলাবকে বলেন, পাপিয়ার মত অন্য বিতর্কিত কাউকে পেলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। এ ছাড়া বিতর্কিত যে কারো বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেয়া শুরু করেছি। তিনি আরো বলেন, সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের অতীতের ভুলগুলো কাটিয়ে আমরা সংগঠনকে দাঁড় করতে চাচ্ছি। সেটা মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

যুব মহিলা লীগের নরসিংদী যুব মহিলা লীগের সভাপতি ছিলেন শামিমা নূর পাপিয়া। ২০২০ সালে তিনি আলোচনায় আসেন। সে বছর ঢাকা থেকে স্বামীসহ আটক করা হয় পাপিয়াকে। এর পর থেকে দেশের রাজনীতিসহ বিভিন্ন মহলে ওই সাবেক যুব মহিলা লীগ নেত্রী ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আর এতে ব্যাপক অস্বস্তিতে পরে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। তখন অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, চোরাচালান ব্যবসা, জাল নোটের ব্যবসা, চাঁদাবাজি, তদবির বাণিজ্য, জায়গা জমির দখল বেদখল ও অনৈতিক ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বিপুল অপরাধলব্ধ অর্থ বিত্তের মালিক হওয়ার অভিযোগ উঠে পাপিয়ার বিরুদ্ধে। আর এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে যুব মহিলা লীগ পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করে। উল্লেখ্য, যেদিন পাপিয়া এবং তার স্বামীকে গ্রেফতার করা হয়, সেদিনই রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেল ও নরসিংদীতে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। একই সাথে ঢাকায় ইন্দিরা রোডে তাদের দুটি ফ্লাটে অভিযান চালিয়ে অস্ত্র, বিদেশি মুদ্রাসহ বিভিন্ন দ্রব্যাদি উদ্ধারের কথা জানিয়েছিলো র‌্যাব। পাপিয়াকে জিজ্ঞাসাবাদের পর তাকে উদ্ধৃত করে তখন র‌্যাব জানিয়েছিল, যে মেয়েদের আপত্তিকর ছবি বিত্তবান ব্যক্তিদের মোবাইল ফোনে পাঠাতেন তিনি এবং এরপর বিত্তবান কেউ আগ্রহী হয়ে এলে তাকে জিম্মি করা হতো।

২০২২ সালের ডিসেম্বরে আলেয়া সারোয়ার ডেইজিকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগের নতুন কেন্দ্রীয় কমিটি করা হয়। গত বৃহস্পতিবারের আওয়ামী লীগের সঙ্গে যুব মহিলা লীগের বৈঠক সূত্র জানিয়েছে, যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের মহানগরের পূর্ণাঙ্গ কমিটি অতি দ্রুত আওয়ামী লীগের কেন্দ্রে জমা দিতে এ সময় সংগঠন দুটোকে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। এ ছাড়া একই সঙ্গে নেত্রীদের পদায়নের ক্ষেত্রে যাতে কোন পদ বাণিজ্য না হয় সে দিকে বিশেষ লক্ষ্য রাখতে বলা হয়। যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগকে নিজ নিজ সংগঠনের সকলের সঙ্গে মিলে মিশে কাজ করতেও এ সময় নির্দেশনা আসে আওয়ামী লীগের পক্ষ থেকে।

যুব মহিলা লীগ সূত্র জানিয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সঙ্গে মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির একটি দূরত্ব বর্তমান নেতৃত্ব আসার পর থেকেই চলমান রয়েছে। যুব মহিলা লীগের মহানগর উত্তর দক্ষিণ সভাপতি সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুব মহিলা লীগের জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে না। অভিযোগ রয়েছে, এর কারণ মহানগর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চারজন নেত্রী যুব মহিলা লীগের সাবেক সভাপতি নাজমা ও সাবেক সাধারণ সম্পাদক উকিলের অনুসারী তাই তারা বর্তমান কমিটির নেতৃত্বকে মানতে রাজি নয়। তারা সাংগঠনিক কোন কাজে তারা কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করেন না বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে নাখোঁশ আওয়ামী লীগের কেন্দ্রও। বিষয়টি সুরাহা করতে যুব লীগের কেন্দ্রীয় শীর্ষ দুই নেত্রীকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। অপর দিকে সংগঠনের মহানগর উত্তর ও দক্ষিণ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে কেন্দ্রীয় যুব মহিলা লীগ চিঠি দিয়েছে। এ বিষয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি আলেয়া সারোয়ার ডেইজী ইনকিলাবকে বলেন, সব কিছু কাটিয়ে উঠতে আমাদের একটু সময় লাগছে।

ডেইজি সরোয়ার ইনকিলাবকে বলেন, আমরা দলকে শক্তিশালী করতে সহযোগী সংগঠন বিশেষ করে যুব মহিলা লীগের প্রত্যেকটি নেত্রী সাংগঠনিকভাবে গতিশীল করতে কাজ করা নির্দেশনা দিয়েছে। ঈদের পরে আমরা সারাদেশে সাংগঠনিক সফরে বের হব। আর ইতিমধ্যে সারা দেশের সাংগঠনিক রিপোর্ট কালেকশনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বিতর্কিত কোন কমিটি থাকলে তা ভেঙে দিয়ে আমরা নতুন করে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করব। একই সঙ্গে মহানগর থানা ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজান হোসেন বলেছেন, দুই সংগঠনের (যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ) নেত্রীদের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে করার জন্য বলা হয়েছে। বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের পদায়ন করতে বলা হয়েছে। এছাড়াও দেশে যুব মহিলা ও মহিলা আওয়ামী লীগের শাখা কমিটি মেয়াদ উত্তীর্ণগুলো সম্মেলন দিতে বলা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ভিনিসিউস-এমবাপ্পে ঝলকে রিয়ালের বড় জয়

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

ফের বিবর্ণ ইউনাইটেড হারাল পয়েন্ট

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান