ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ঢাবি শিক্ষার্থীদের রমজানের আলোচনায় হামলা

হামলাকারীদের বড় অংশ ছাত্রলীগ নেতা সৈকতের অনুসারী

Daily Inqilab রাহাদ উদ্দিন

১৮ মার্চ ২০২৪, ১২:২৬ এএম | আপডেট: ১৮ মার্চ ২০২৪, ১২:২৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের শিক্ষার্থীদের রমজানের তাৎপর্য নিয়ে ‹প্রোডাক্টিভ রমাদান› শীর্ষক আলোচনা সভায় ছাত্রলীগের হামলা নিয়ে চলছে নানান আলোচনা-সমালোচনা। সংবাদমাধ্যমগুলোতে ঘটনা পরবর্তী সময়ে প্রকাশিত সংবাদে হামলার ঘটনায় ্রবহিরাগত ছাত্রলীগেরগ্ধ কথা উল্লেখ করা হলেও মূলত তাদের বেশিরভাগই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও ভুক্তভোগী শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মূলত নিজেকে আড়াল করার অপচেষ্টা থেকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম ওরফে সুজনকে ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। তাই এ হামলার অগ্রভাগে সুজনসহ তার কিছু বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীর নাম এসেছে। তবে বেশিরভাগ হামলাকারীই ছিল সৈকতের অনুসারী শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

হামলার ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে সুজন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আবাসিক ভবন ্রবঙ্গবন্ধু টাওয়ারগ্ধ এর নিত তলায় থাকা মসজিদে গিয়ে ওই সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের বাইরে ডেকে আনেন। পরবর্তীতে ভবনের সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে আনলে ভবনের মূল ফটকে এনে শিক্ষার্থীদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

এখন পর্যন্ত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ও ভুক্তভোগী শিক্ষার্থীদের দেওয়া তথ্য মতে হামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তরা হলেন-বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের পাঠাগার উপ সম্পাদক খালিদ হাসান নিলয়, একই হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরাফাত ইসলাম প্লাবন, ঢাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আক্তারুল করিম রুবেল, বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন উপ-সম্পাদক শাকিবুল ইসলাম সুজন, ঢাবি শাখা ছাত্রলীগের উপ-মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মুশফিকুর রহমান, কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম খান ও একই হলের আরেক সহ-সভাপতি রাশেদুজ্জামান রনি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম একই হলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাকিবুল হাসান রাহি, কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ সুলতান অপু, ঢাবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তাওহিদুল ইসলাম রিসাল, একই শাখার উপ-দপ্তর সম্পাদক নাঈমুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ ভূঁইয়া।

হামলা পরবর্তী সময়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত গণমাধ্যমে বলেন, ্রপ্রোডাক্টিভ রমাদানগ্ধ শীর্ষক আলোচনা সভায় যারা ছিলেন তারা ইসলামি ছাত্র শিবিরের সাথে যুক্ত। এবং তারা সেখানে রাষ্ট্রবিরোধী অপতৎপরতা চালানোর উদ্দেশ্যে জড়ো হয়েছেন। ফলে ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা তাদের এ অপতৎপরতা রুখে দেয়। কিন্তু কাকতালীয়ভাবে তানভীর হাসান সৈকতের বলা ্র ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরাগ্ধ সবাই শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও সবাই রাজনীতিতে তাঁর অনুসারী বলে জানা গেছে। ফলে ভুক্তভোগী শিক্ষার্থীরা ধারণা করছেন সৈকতের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটানো হয়েছে।

এদিকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযুক্ত শাকিবুল ইসলাম সুজনকে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেলেও তিনি ইনকিলাবকে বলেন, তখন আমি আমার হলেই ছিলাম। এ হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। আরেক অভিযুক্ত নাঈমুর রহমান বলেন, শুধু ওই ঘটনা কেন, ক্যাম্পাসে কোনো ধরনের ঘটনায় আপনি আমার সম্পৃক্ততা পাবেন না। শুধু ছাত্রলীগ করি বলে তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ তুলছেন।

আরেক অভিযুক্ত জহুরুল হক হল ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান রাহি বলেন, আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি তখন আমি সেখানে ছিলাম না। রোজা রেখে দুপুরের পর আমি আমার নিজ হলে বিশ্রাম নিচ্ছিলাম।
হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করেন তানভীর হাসান সৈকতের আরেক অনুসারী কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ সুলতান অপু। তিনি বলেন, আমার অসুস্থতার জন্য ঢাবি মেডিক্যালে ডাক্তার দেখাতে গিয়ে সেখান থেকে আসার পথে হট্টগোল দেখে আমি বাইক দাঁড় করিয়ে ঘটনাস্থলে দাঁড়াই। এছাড়া আমি কিছুই করিনি। চিকিৎসা নেওয়ার কোন প্রমাণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি শুধু নাম এন্ট্রি করে চলে আসছি। ডাক্তার মৌখিকভাবে কিছু ওষুধ খেতে বলে দিয়েছে। তবে জানা যায়, ঢাবি মেডিক্যালে মৌখিকভাবে প্রেসক্রিপশন দেওয়ার কোনো নজির নেই।
অভিযুক্ত আরেক ছাত্রলীগ নেতা জহুরুল হক হলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, আমি তখন বঙ্গবন্ধু মেডিক্যালে ছিলাম। আমার মামা অসুস্থ তাই তাকে ডাক্তার দেখাইছি। তবে এর স্বপক্ষে তিনি কোনো প্রমাণ দিতে পারেননি।

এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমিও সিসিটিভি ফুটেজ দেখেছি। তাদেরকে পার্সোনালি ডেকে জিজ্ঞেস করেছি। তারা কেউই সেখানে ছিল না। ওই সেমিনারে উপস্থিত শিক্ষার্থীদের অনেকে একটি বিশেষ সংগঠনের সাথে জড়িত থাকার প্রমাণ আমাদের হাতে আসতেছে। আমরা এটা নিয়ে পূর্ণাঙ্গ কাজ করে সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করব।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে শিক্ষার্থীদের উপর করা এ হামলায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬জন শিক্ষার্থী আহত হয়েছে। এ নিয়ে দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ডজনখানেক ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও শাহবাগ থানায় লিখিত অভিযোগও দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ