ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত

Daily Inqilab রফিক মুহাম্মদ

০১ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০২ এএম

উপজেলা নির্বাচনের তফসিল গত ২১ মার্চ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে ৫ ধাপে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ২৩ মে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন। এবারের উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রতীক থাকছে না। তাই এ নির্বাচনে দলীয় প্রার্থীর পরিচয় সরাসরি থাকছে না। তারপরও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। দলীয় প্রতীক না থাকলেও দলের হাই কমান্ডের আর্শিবাদ নিয়ে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। অন্যদিকে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি এ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অনঢ় আছে। এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান কি হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গণে চলছে নানান জল্পনা কল্পনা। অনেক মিডিয়া আগাম ধারণা প্রসূত রিপোর্টও করছেন। তারা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে জামায়াতে ইসলামী উপজেলা নির্বাচনে যাবে এমন ইঙ্গিত দিচ্ছেন। তবে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামায়াতে ইসলামীও এই সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন হবে না এমনটি ঘোষণা দিয়ে বিগত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। এর চার মাসের মাথায় আগামী ৮ মে স্থানীয় সরকারের উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচনেও দলীয় ভাবে জামায়াতের কোন প্রার্থী অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যে তারা মাঠপর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে যে দলের দায়িত্বশীল কেউ যাতে এই নির্বাচনে অংশ না নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বিষয়ে বলেন, এ সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হয় না এটা এখন প্রমানীত। গত ৭ জানুয়ারির নির্বাচন দেশের জনগণ বর্জন করেছে। ভোটারবিহিন একটি একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতা দখল করে আছে। তাই এ সরকারের অধীনে কোন নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করবে না।

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি জলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের বেশে কয়েকজন কেন্দ্রীয় নেতার ফাঁসি হয়েছে। দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। বিগত আট নয় বছর যাবত এ দলটির প্রকাশ্য রাজনীতিও অনেকটা বন্ধ রয়েছে বলা যায়। তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টনের মহানগর কার্যালয় সবগুলোই দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তারপরও এ দলটি রাজপথে ঝটিকা মিছিলসহ মাঝে মধ্যে বড় সমাবেশও করছে। গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে এ দলটি সরকারের অনুমতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসভা করে নিজেদের অস্তিত্ব বেশ ভালভাবেই জানান দিয়ে ছিল। তাদের এই বিশাল সমাবেশ দেখে অনেকে হতবাক হয়ে গিয়ে ছিলেন। এ ছাড়া রাজনৈতিক অঙ্গণে তখন এ নিয়ে গুঞ্জন শুরু হয়ে ছিল যে জামায়াত সরকারের সাথে আঁতাত করেছে বলে সরকার তাদের এতদিন পর সমাবেশ করার অনুমতি দিয়েছে। জামায়াতে ইসলামী এ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। এ ধরনের অনেক আলোচনাই তখন রাজনৈতিক ময়দানে শোনা গেছে। তবে শেষ পর্যন্ত সব আলোচনাই মিথ্যা প্রমানীত হয়েছে। জামায়াতে ইসলামী এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়নি। তাদের কেন্দ্রীয় নেতাদের যাদের সরকার নির্বাচনের আগে গ্রেফতার করেছিল তাদেরকেও জামিন দেওয়া হয়নি।
সরকারের এত জুলুম নির্যাতনের পরও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন এলাকার স্থানীয় অনেক নেতা আগ্রহ প্রকাশ করছেন। জামায়াতের নেতারা বলছেন, নির্বাচন কমিশন তাঁদের দলের নিবন্ধন বাতিল করেছে। সংসদে তাঁদের প্রতিনিধিত্ব নেই, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়েও প্রতিনিধিত্ব নেই বললেই চলে। এ অবস্থায় দলের অবস্থান শক্ত করতে নির্বাচনে অংশগ্রহণ দরকার। এ ছাড়া এ নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকবে না, তাই সরকারেরও খুব একটা হস্তক্ষেপ থাকবে না। অনেকটাই নিরপেক্ষ হবে বলে তারা মনে করছেন। তবে দলের কেন্দ্রীয় নেতারা তা মনে করছেন না। তারা মনে করেন এ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। এ ছাড়া গত ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তারা জনগণকে যে আহবান জানিয়ে ছিলেন জনগণ তাতে সারা দিয়েছেন। এখন এ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের সাথে আবার প্রতারণা করা হবে বলে জামায়াত নেতারা মনে করেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের আহবানে গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচন এদেশের জনগণ বর্জন করেছে। এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে জনগণ আমাদের সাথে আছে এ রায় তারা নিরবে দিয়েছেন। এখন যদি আমারা কেউ এ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে জনগণের সাথে প্রতারণা করা হবে। তাই জামায়াতে ইসলামী দলীয়ভাবে নির্বাচনে যাচ্ছে না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান