ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রের সভা

দলে বলয় নিয়ে ক্ষোভ তৃণমূলের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দলের কেন্দ্রর মত বিনিময় সভায় দলের মধ্যে বলয় সৃষ্টি হয়েছে বলে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন তৃণমূল নেতা। বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে দলের মধ্যে বলয় সৃষ্টি করায় আওয়ামী লীগের তৃণমূল নেতারা উল্টো দলের দুই-একজন কেন্দ্রীয় নেতার নাম উল্লেখ না করে ক্ষোভ প্রকাশ করেন। এ ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়াম লীগের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুত মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোতে সম্মেলন করার তাগিদ দেয়া হয় আওয়ামী লীগের কেন্দ্রের পক্ষ থেকে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় টিম সমন্বয়ক ও দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ। সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ দপ্তর সায়েম খান প্রমুখ। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের দলের সংসদ সদস্য, জেলা, মহানগর, উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে বেশ কয়েকজন তৃণমূল নেতা দলের মধ্যে বলয় সৃষ্টি হওয়ার ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। বৈঠকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতার দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সংগঠন। আওয়ামী লীগের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংগঠনে এবার কেন বলয় তৈরি হবে? বলয় মেনে নেওয়া হবে না। কেন্দ্রীয় আওয়ামী লীগের যেন এ বিষয়ে দেখে। দলের চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে হবে।

ঈদের পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন দেওয়ার প্রস্তুতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের বলয় থেকে বের হয়ে আসতে হবে। যারা বলয় সৃষ্টি করে তারা দলের দুঃসময় ত্যাগী এবং মুরুব্বিদের কি সম্মান দিতে জানে না। যার ফলে মানে অভিমানে তারা সংগঠন থেকে দূরে সরে গেছে। তাদেরকে ফিরিয়ে আনতে হবে।
এ সময় চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, খেতে একটি জিনিসের দাম কত, আর সেটা বাজারে আসতে আসতে এত দাম কেন হয় ? আমাদের দায়িত্বশীল এমপি, মন্ত্রীদের উচিত সেদিকে নজর দেওয়ার। আমরা রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। আমাদেরও দায়িত্ব রয়েছে মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোর। আমরা তৃণমূল রাজনীতি করি তাই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য মানুষ সরাসরি আমাদের কাছে অভিযোগ করে বলেন। এতে দলেরই ক্ষতি হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে।

দু›একদিনের ব্যবধানে জিনিসপত্রের দাম কেন এত বেড়ে যায়? এর পেছনের কারা জড়িত তা খুঁজে বের করতে হবে। আমরা সকলেই জানি এর মূল কারণ কোথায় কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না?
বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল ইনকিলাবকে বলেন, দলের মধ্যে বলয় যাতে না হয়, সে বিষয়টি বলেছি। এতে দল ক্ষতিগ্রস্থ হয়। এর বাইরে দ্রব্যমূল বৃদ্ধির ক্ষেত্রে কারা ভূমিকা রাখছে তাদের খুঁজে বের করার বিষয়ে কথা বলেছি।

বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বলেন, যারা দলীয় সংসদ সদস্য হয়েছেন তাদের সংসদ সদস্য থাকা উচিত। যারা স্বতন্ত্র হয়েছেন তাদেরকে স্বতন্ত্রভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া উচিত। তাদেরকে সংগঠনের বড় পদে রাখা দরকার নেই। স্বতন্ত্র এমপিরা দেশের উন্নয়নের জন্য কাজ করবে। তাদের নৈতিক দায়িত্ব পালন করবে। মানুষের সেবা করবে। সংগঠনের জন্য নেতা-কর্মীরা আছে। সবাইকে পদে রাখতে চাইলে সংগঠন দুর্বল হয়ে যায়।

বৈঠক সূত্র জানিয়েছে, সভায় তৃণমূল নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরের নেতাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্ব দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেন। আওয়ামী লীগের ওই জেলা কমিটি দুটোয় দ্রুত চেইন অব কমান্ড ফিরিয়ে আনা নির্দেশনা দেয় আওয়ামী লীগের কেন্দ্র। তখন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিম উদ্দিন বলেন, কেন্দ্র যখন বলবে, তখনই আমরা সম্মলনের তারিখ ঘোষণা করতে পারবো।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বৈঠকে জানান, তিনি এবার উপ জেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। কিন্তু ওই উপজেলায় ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একরামুল হক চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। তবে এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কোন কথা বলেন নি। তখন তিনি চুপ ছিলেন বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক সূত্র জানিয়েছে, বৈঠকে চাদঁপুর জেলা কমিটির দ্রুত সম্মেলন করার নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি চট্টগ্রাম মহানগর সম্মেলনেরও ব্যবস্থা নিতে দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন। ওবায়দুল কাদের বলেন, আমরা সম্মেলন করে কমিটি করতে চাই। কেউ ক্ষমতার দাফট দেখাবেন না।

বৈঠকের রুদ্ধদ্বার বৈঠকের পূর্বে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনে প্রশাসন কোনো হস্তক্ষেপ করতে পারবে না। আমরা এমপি-মন্ত্রী সাহেবরা যদি হস্তক্ষেপ থেকে বিরত থাকি তাহলে বিনা প্রতীকে নির্বাচন করার যে উদ্দেশ্য নেত্রী স্থির করেছেন তা সার্থক হবে। কেউ ক্ষমতার দাপট ও ক্ষমতার অপব্যবহার করবেন না। যার নির্বাচন করার ইচ্ছা আছে করবেন। সে স্বাধীনতা আছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জনগণ যাকে ইচ্ছা নির্বাচিত করবে। নির্বাচন কমিশন স্বাধীন, যদি কোনও অনিয়ম মনে করে তারা ব্যবস্থা নেবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

তোফাজ্জলকে হত্যার আগে ২ লাখ ৩৫ হাজার টাকা চাওয়া হয় পরিবারের কাছে

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

বিশ্বের কাছে ১২টি পরমাণু গবেষণার ও স্থাপনা উন্মুক্ত করবে চীন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু