ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

সিলেটজুড়ে শিলাবৃষ্টির তাণ্ডব

Daily Inqilab সিলেট ব্যুরো

০২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:০৩ এএম

কালবৈশাখি ঝড়ের সময় শিলাবৃষ্টির ব্যাপক তাণ্ডবে অনেকটা বিপর্যস্ত সিলেট-সুনামগঞ্জ। অন্তত ১৫ মিনিট ব্যাপী শিলাবৃষ্টির কবলে পড়ে সিলেটবাসী। বড় বড় শিলাখণ্ড দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। এই ঝড় ও শিলাবৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিলেটের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে যায়। গাছপালা ভেঙে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। হাজারো মানুষ হয়ে পড়েছে গৃহহীন। এছাড়াও শিলাখণ্ডের আঘাতে যানবাহনের ও বাসাবাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। তবে আবারো শিলাবৃষ্টিসহ দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে আরো ২দিন।
গত রোববার রাত সাড়ে ১০টার দিকে কালবৈশাখি ঝড় শুরু হলে এটি প্রায় ১৫ মিনিট স্থায়ী হয়। এতে সিলেট সদর উপজেলাসহ বিভিন্নস্থানে শিলাবৃষ্টিতে টিনের ঘরের ব্যপক ক্ষয়ক্ষতি হয়। বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে শিল পড়া শুরু হয়। শিলাবৃষ্টির এই তাণ্ডব চলে প্রায় ১২ মিনিট পর্যন্ত। এই ১২ মিনিটের শিলাবৃষ্টির প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট সদর উপজেলায় প্রায় ৬০ থেকে ৭০ ভাগ টিনের ঘরের ব্যপক ক্ষতিক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের সবকয়টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন ও ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন। এই ইউনিয়ন দুটির অবস্থান পাশাপাশি হওয়ায় ক্ষতির পরিমান সবচেয়ে বেশি। বাকী ইউনিয়ন গুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম।
সরেজমিনে গিয়ে দেখা যায় ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টির আঘাতে ঘর বাড়ির টিনের চাল ঝাঁঝরা হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি ঘরের ভেতর পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বৃষ্টিতে ভিজে ঘুমহীন রাত পার করেছেন। টিনের উপর শিলের আঘাতে প্রচণ্ড বিকট শব্দের সৃষ্টি হয়, সেই শব্দের ভয়ে অনেক শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন। হঠাৎ করে এই বিপর্যয়ে মানুষ মানবেতর জীবন পার করতে হচ্ছে। এসময় মানুষের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠছে। গরীব অসহায় পরিবারের দাবি সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করে।
এ দিকে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতার আশ্বাস দিয়েছে সিলেট সদর উপজেলা প্রশাসন। এরিমধ্য ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করতে ইউনিয়ন চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা যাচাই-বাছাই করে তাদেরকে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন জানান, আমার ইউনিয়নে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শতকরা ১০০টি টিনের ঘরের মধ্যে প্রায় ৮০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, উপজেলাসহ সিলেটজুড়ে শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টিতে উপজেলায় টিনের ঘর-বাড়ি ব্যপক ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করে সরকারি সহায়তা বিতরণ করা হবে।
এদিকে, কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভপুর, ছাতক উপজেলার অন্তত ২০টি গ্রামের সহস্রাধিক ঘরবাড়ি। সবচেয়ে বেসি ক্ষতিগ্রস্ত হয়েছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিমপাগলা ইউনিয়নের চন্দ্রপুর, রায়পুর, ইনাতনগর, নবীনগর, শত্রুমর্ধনসহ পাগলা বাজার এলাকার। ঝড়ের প্রবল গতিতে এসব এলাকার কাঁচা ও টিনসেটের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গাছপালা, বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের কবলে গাছ উপড়ে পড়ে ও ঘরবাড়ির উপর চাপা পড়ে আহত হয়েছেন নারী শিশুসহ শতাধিক মানুষ। রাস্তায় গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় অনেক এলাকার সড়ক যোগাযোগ। তীব্র ঝড়ের ধাক্কায় বৈদ্যতিক খুঁটি ভেঙে যাওয়ার বন্ধ হয়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ। ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হওয়ায় খোলাআকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
এদিকে ক্ষতিগ্রস্তদের পুনবার্সনে সরকারের পক্ষ থেকে যাবতীয় সহযোগীতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ মোট্টিক টন চাল ও ঢেউ টিন বরাদ্দ দেয়া হয়েছে।
সিলেট আবহাওয়া অধিদফরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখি বলা হয়ে থাকে। কালবৈশাখিতে সাধারণত শিলাবৃষ্টি হয়। এছাড়া সিলেটসহ তিনটি বিভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত রোববার ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সংস্থাটির আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ও ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির। আগামী কাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল