খরা-অনাবৃষ্টি তীব্র তাপপ্রবাহ শিলাবৃষ্টি বজ্র-কালবৈশাখী সামুদ্রিক ঘূর্ণিঝড় আকস্মিক বন্যার শঙ্কা গত তিন মাসে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ২০ শতাংশ কম : গরমের দাপটে অস্বস্তি : সিলেটে ৮৮ মি.মি. বর্ষণ চৈতালী বৃষ্টিতে সজীব চা বাগান

প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা

Daily Inqilab শফিউল আলম

০২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

জলবায়ু পরিবর্তনের ধাক্কা ও চরম-ভাবাপন্ন আবহাওয়ার পালাবদলের কারণে চলতি এপ্রিল (অর্থাৎ চৈত্র-বৈশাখ) মাসে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটায় জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে। গতকাল সোমবার আবহাওয়া বিভাগের বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেয়া হয়েছে। পূর্বাভাসে জানা গেছে, চলতি এপ্রিল তথা চৈত্র-বৈশাখ) মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের কারণে খরা পরিস্থিতি বিরাজ করতে পারে। সেই সাথে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছাড়িয়ে গিয়ে তীব্র ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। শঙ্কা রয়েছে শিলাবৃষ্টি-বজ্রসহ বৃষ্টি এবং তীব্র আকারে কালবৈশাখী ঝড়ের। সামুদ্রিক ঘূর্ণিঝড়ও তৈরি হতে পারে। প্রধানত ভারতে উজানের ঢলের কারণে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস প্রদানের লক্ষ্যে গতকাল আবহাওয়া বিভাগের ঝড় সতর্কীকরণ কেন্দ্র ঢাকায় বিশেষজ্ঞ কমিটির উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও কমিটির চেয়ারম্যান ড. মো. ছাদেকুল আলম। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে গত দু’দিন ধরে চলমান তাপপ্রবাহ আরও বিভিন্ন এলাকায় বিস্তৃত হতে পারে এমনটি পূর্বাভাসে জানা গেছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো জানা গেছে, এ মাসে দেশে ৫ থেকে ৭ দিন বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক থেকে ৩ দিন তীব্র আকারে কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে।
চলতি এপ্রিলে দেশে ২ থেকে ৪টি মৃদু তাপপ্রবাহ (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি তাপপ্রবাহ (৩৮ থেকে ৪০ ডিগ্রি সে.) এবং এক থেকে ২টি তীব্র (তাপমাত্রা ৪০ থেকে ৪২) থেকে অতি তীব্র ধরনের অর্থাৎ ৪২ ডিগ্রি সেলসিয়াসেরও ঊর্ধ্বে উচ্চতাপ-প্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে ২টি লঘুচাপ সৃষ্টি এবং এর মধ্য থেকে একটি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এপ্রিল মাসে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর সংলগ্ন ভারতের উজানভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ মাসেও দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গেল মার্চ মাসে সমগ্র দেশে সার্বিকভাবে গড়ে ৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়। এ নিয়ে গত পরপর তিন মাসে দেশে ধারাবাহিকভাবে গড়ে প্রায় ২০ শতাংশ বৃষ্টিপাত কম হয়েছে। আবহাওয়া বিভাগের পর্যালোচনায় জানা গেছে, গেল মার্চে দেশে সার্বিক সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩ ও ৪ ডিগ্রি সে. কম ছিল। গড় তাপমাত্রা ৩ ডিগ্রি সে. কম ছিল।

চলমান তাপপ্রবাহ ও বৃষ্টি : আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা ক্রমেই বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.২ ডিগ্রি এবং সর্বনিম্ন সিলেটে ২০ ডিগ্রি সে.। এদিকে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধির পাশাপাশি চৈতালী বৃষ্টিপাতও অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৮৮ মিলিমিটার। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্তসহ পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং সেই সাথে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

চৈত্র মাসের মধ্যভাগ পেরিয়ে গত কয়েকদিনে দেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আবহাওয়ায় হিমেল হাওয়ার সাথে প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি অবস্থানরত লঘুচাপের প্রভাবে পশ্চিমা বায়ুর সাথে পূবালী বায়ুর সংযোগে চৈত্রে এই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আসছে উত্তর-পশ্চিমের বায়ুপ্রবাহ। এর ফলে দেশের অনেক এলাকায় তাপমাত্রা এখনও সহনীয় রয়েছে। তবে গরমের দাপট ক্রমেই বাড়বে। চৈতালী বৃষ্টির সুবাদে ফসল, আম-লিচুসহ ফলমূল ফলনে সহায়ক হচ্ছে। বিশেষত সিলেট অঞ্চলে চা বাগানগুলো বৃষ্টির পরশে সিক্ত ও সতেজ হয়ে উঠেছে। এই বৃষ্টি কৃষিখাতের জন্য বেশ উপকারি। তাছাড়া কিছুটা হলেও ভূগর্ভস্থ পানির স্টক বৃদ্ধি পাচ্ছে।

গরমের দাপটে অস্বস্তি : সর্বোচ্চ ৩৯ ডিগ্রি
আবহাওয়া বিভাগ জানায়, ঢাকা, রাজশাহীসহ দেশের অনেক এলাকায় তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে দেড় দুই ডিগ্রি সে. বৃদ্ধি পেয়ে পাবনা ও মোংলায় ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে। তাছাড়া ঢাকায়ও ৩৭.৭ ডিগ্রি সে., রাজশাহীতে ৩৮ ডিগ্রি, ফরিদপুরে ৩৮.৭, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় ৩৮.৫, টাঙ্গাইলে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছিল গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
অন্যদিকে আবহাওয়া বিভাগ জানায়, গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৮০ মিলিমিটার।
গতকাল রাতে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে-ঘামের তীব্রতায় জনজীবনে অস্বস্তি আরও বৃদ্ধি পাচ্ছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা অবধি এবং পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত এবং তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ

বিএসইসিতে নতুন তিন কমিশনার নিয়োগ

বালিয়াডাঙ্গী ও হরিপুরে ভোট শেষে চলছে গননা

বালিয়াডাঙ্গী ও হরিপুরে ভোট শেষে চলছে গননা

ফ্রান্সের সেনা ইতিমধ্যে ডনবাসে উপস্থিত: ফরাসি সাংবাদিক

ফ্রান্সের সেনা ইতিমধ্যে ডনবাসে উপস্থিত: ফরাসি সাংবাদিক

সার্জারির মাধ্যমে ভ্যাজাইনা টাইট করা প্রসঙ্গে।

সার্জারির মাধ্যমে ভ্যাজাইনা টাইট করা প্রসঙ্গে।

সীমান্তে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিএসএফ: বিএনপি

সীমান্তে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে বিএসএফ: বিএনপি

আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান

আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবরের সন্ধান

গাজীপুরে কলেজ ছাত্র খুনের রহস্য উদঘাটন মুলহোতাসহ গ্রেফতার-২

গাজীপুরে কলেজ ছাত্র খুনের রহস্য উদঘাটন মুলহোতাসহ গ্রেফতার-২

কক্সবাজারে উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি- সম্পাদক পরাজিত

কক্সবাজারে উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি- সম্পাদক পরাজিত

সংগঠন বিরোধী কর্মকান্ড অভিযোগে : বহিষ্কার হলেন সিলেট বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

সংগঠন বিরোধী কর্মকান্ড অভিযোগে : বহিষ্কার হলেন সিলেট বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক

লন্ডনের হুমকি বাস্তবায়িত হলে ব্রিটেনে হামলা চালাতে পারে রাশিয়া

লন্ডনের হুমকি বাস্তবায়িত হলে ব্রিটেনে হামলা চালাতে পারে রাশিয়া

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি

আইএমএফ’র ঋণের তৃতীয় কিস্তি নিয়ে উদ্বেগ নেই: অর্থ প্রতিমন্ত্রী

আইএমএফ’র ঋণের তৃতীয় কিস্তি নিয়ে উদ্বেগ নেই: অর্থ প্রতিমন্ত্রী

পশ্চিমের উচিত রাশিয়ার সাথে সংলাপে যুক্ত হওয়া: মার্কিন বিশেষজ্ঞ

পশ্চিমের উচিত রাশিয়ার সাথে সংলাপে যুক্ত হওয়া: মার্কিন বিশেষজ্ঞ

বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ

বাঘায় সিগারেট বাঁকি না দেওয়া দোকানে হামলা ও ভাংচুরের অভিযোগ

গোদাগাড়ীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১

গোদাগাড়ীতে জাল ভোট দেয়ার ভিডিও ভাইরাল, আটক ১

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে

নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহন চলছে

আচমকা গণছুটিতে কর্মীরা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল!

আচমকা গণছুটিতে কর্মীরা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল!

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে তাসকিন

জার্মানিতে এসপিডি সেনেটরে উপরে হামলা

জার্মানিতে এসপিডি সেনেটরে উপরে হামলা