সরকারি অর্থ আত্মসাৎ

দুদকের সাবেক কমিশনারের দুর্নীতি তদন্ত চেয়ে রিট

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৮ এএম


দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান প্রতিষ্ঠিত ‘ওয়াজেদা কুদ্দুক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র নামে সরকারি অর্থ আত্মসাতের অনুসন্ধান ও তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিজামুল হক নিজাম বাদী হয়ে এ রিট (নং-৩৬৮৬/২০২৪) দায়ের করেন। রিটে ড. মোজাম্মেল হক খান, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্র্রণালয়ের সচিব, সমাজসেবা কার্যালয়, মাদারীপুরের পরিচালক, মাদারীপুর জেলা প্রশাসক, মাদারীপুর জেলা প্রশাসক (রাজস্ব), সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব)সহ ১১ জনকে বিবাদী করা হয়েছে। ড. মোজাম্মেল হক খান মাদারীপুর, পাঁচখোলা, খানবাড়িতে অবস্থিত ‘ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র চেয়ারম্যান।
রিটের বিষয়ে নিজামুল হক নিজাম বলেন, ড. মোজাম্মেল হক খান প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিক কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রিটে সমাজ সেবা বিভাগের বিভিন্ন আদেশ-নির্দেশ, সিদ্ধান্তের কপি, প্রতিবেদনের কপি এবং সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনগুলো যুক্ত করা হয়েছে।
একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভুয়া দলিলে সরকারি টাকা লুট হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সরকারি অর্থে কমিউনিটি হাসপাতাল নির্মাণ, প্রবীণ নিবাস ও এতিমখানা নির্মাণ করা হয়েছে। এ জন্য সরকারের সমাজ সেবা খাত থেকে ১৫০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি নীরিক্ষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে গত ১০ মার্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাদারীপুর জেলা সদরের পাঁচখোলায় ‘ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ পরিচালিত খানবাড়ি কমিউনিটি হাসপাতাল, প্রবীণ নিবাস ও এতিমখানার নামে ভুয়া দলিলে মিথ্যা তথ্য দিয়ে সরকারের অন্তত ১৫০ কোটি টাকা লুটপাটের সত্যতা পেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ ফাউন্ডেশনের নামে জমির দলিল, নামজারি পর্চা, জমির পরিমাণ কমসহ এ প্রকল্পে সরকারের ৪ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৯০৩ টাকা আত্মসাত হয়েছে মর্মে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু এখন পর্যন্ত এ ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।
সমাজ সেবা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘খান কমিউনিটি হাসপাতাল’ পাঁচখোলা মাদারীপুর স্থাপন শীর্ষক প্রকল্পে ২০২২-২০২৩ অর্থ বছরে ডিপিপি ও একনেক সভার সিদ্ধান্ত লঙ্ঘন করে প্রকল্পের প্রত্যাশী সংস্থা এ অনিয়ম করে। নির্মিত প্রকল্পের জন্য উল্লেখ করা জমির রেজিস্ট্রেশন ও মিউটেশন করা দলিল না থাকা এবং প্রচলিত দরের চেয়ে অনেক উচ্চমূল্য নির্ধারণ করে সরকারি এ অর্থের লুটপাট হয়েছে। সামাজিক নিরাপত্তা অডিট অধিপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে গত বছর ৩১ ডিসেম্বর সেক্টর-২ এর উপ-পরিচালক শাওন রহমান স্বাক্ষরিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম বলেন, জমির দলিল, নামজারি পর্চা, জমির পরিমাণ কমসহ এ প্রকল্পে সরকারের ৪ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৯০৩ টাকা আত্মসাত করেছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার এ প্রকল্পে সরকারি নীতিমালা অনুযায়ী মোট ব্যয়ের ৮০ ভাগ সরকারি তহবিল এবং ২০ ভাগ প্রত্যাশী সংস্থা ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশন বহন করবে। প্রকল্প পরিচালক ও প্রত্যাশী সংস্থার যৌথ ব্যাংক হিসাবে এ অর্থ জমা রাখার বিধান রাখা হয়েছে। হিসাব অনুযায়ী জমিক্রয় ও অন্যান্যখাতের বিপরীতে প্রত্যাশী সংস্থাকে ৮ কোটি ২৮ লাখ ৮১ হাজার টাকা প্রদান করতে হবে। শুরুতেই ক্ষমতার অপব্যহার করে প্রত্যাশী সংস্থাকে কোন কিছুর তোয়াক্কা না করে নানা অনিয়ম ও সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে নিজেদের কাজে ব্যবহার করছে। এতে সরকারি টাকা ক্ষতিসাধন করা হয়েছে। প্রত্যাশী সংস্থা ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশন মাদারীপুর সদর উপজেলাধীন ১০৫ নং উত্তর পাঁচখোলা মৌজার বিআরএস খতিয়ান এবং দাগে তাদের ৬২৭ শতাংশের জমির মূল্য বাবদ পাঁচ কোটি ছয় লাখ ৩৭ হাজার দেখিয়েছেন। অথচ উল্লেখিত দাগগুলোর জমি সরকার ও প্রত্যাশী সংস্থার যৌথ নাে ে রজিস্ট্রেশন ও মিউটেশন করা হয়নি। সরকারি ভাবে বারবার লিখিত নোটিশ দেয়ার পরও জমির পক্ষে দলিলাদি প্রদানে তারা ব্যর্থ হয়েছে। ্আবার প্রচলিত বাজার থেকে অনেক বেশি দাম দেখিয়ে প্রত্যাশী সংস্থা মোটা অংকের অর্থ আত্মসাত করা হয়েছে। এদিকে স্থানীয় সাব রেজিস্ট্রার অফিসের মৌজা মূলে সেখানে প্রতি শতাংশের দাম ৩৪ হাজার পাঁচশত ৩০ টাকা হলেও সেখানে প্রত্যাশী সংস্থা দেখিয়েছেন ৮০ হাজার সাতশত ৬১ টাকা, অর্থাৎ শতাংশ প্রতি ৪৬ হাজার দুইশত ৩১ টাকা বেশি দেখানো হয়েছে। গত বছর ১২ নভেম্বর সরকারি নিরীক্ষা দল প্রকল্প এলাকা পাঁচখোলা, মাদারীপুর সরেজমিনে পরিদর্শন করে।
সেখানে প্রকল্পের সাইট ইঞ্জিনিয়ার দ্বারা হাসপাতালের বাউন্ডারীকৃত জমির পরিমাণ পরিমাপ করা হয়। পরিমাপকালে হাসপাতালের বাউন্ডারীকৃত জমির পরিমাণ ৭৭৩ বর্গফুট বা ৮৭ শতাংশ পাওয়া যায়। কাগজ-কলমে দেখানো ৬২৭ শতাংশের মধ্যে ৫৪০ শতাংশ জমির কোন অস্তিত্ব নেই। ভুয়া দলিল দিয়ে এ প্রকল্পে শুধুমাত্র জমি বাবদই চার কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৯০৩ টাকা আত্মসাতের তথ্য পাওয়া গেছে। নিরীক্ষা দল রেজিস্ট্রি অফিস ও সরকারি দপ্তরে খোঁজ নিয়ে প্রকল্প এলাকা মৌজা উত্তর পাঁচখোলার বিআরএস খতিয়ান ও দাগ নম্বর গুলোতে জমির মালিকানায় প্রত্যাশী সংস্থা ওয়াজেদা কুদ্দুস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাম পাননি মর্মে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ২০০৬ সালের ৩১ জানুয়ারি উত্থাপিত একনেক শাখা-১ এর স্মারক নং পরি/ একনেক-০১/০১/২০০৬/ ৪৪ অনুসারে ওই বছর ১৬ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একনেক সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে প্রকল্পের জন্য সংগ্রহকৃত নতুন জমির ক্ষেত্রে সরকার ও বেসরকারি সংস্থার যৌথ নামে রেজিস্ট্রেশন ও মিউটেশন করতে হয়। এ প্রকল্পে সরকারি এ নির্দেশনা মানা হয়নি। ওয়াজেদা-কুদ্দুস প্রবীণ নিবাস, নওয়াব আলী খান এতিমখানা এবং খানবাড়ি কমিউনিটি হাসপাতাল নামের তিনটি প্রতিষ্ঠান নির্মিত হয়েছে একই জমিতে। সাবেক সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান তার মা বাবা ও দাদার নামে এ প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানগুলোতে সরকার থেকে অনুদান দেয়া হয়েছে ৯০ কোটি টাকা। এর বাইরে অন্যান্য মাধ্যম থেকে সব মিলে অন্তত ১৫০ কোটি টাকার সহযোগিতা এসেছে।
গত ১৪ মার্চ আরেকটি পত্রিকায় প্রকাশিত ‘অধিগ্রহণের নামে নয়-ছয় সাড়ে ৪ কোটি টাকা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, মাদারীপুর পাঁচখোলায় খানবাড়ী কমিউনিটি হাসপাতাল স্থাপন প্রকল্পে জমির মূল্য বেশি দেখিয়ে ৪ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৯০৩ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রকল্পটিতে উন্নয়ন প্রকল্প পরিকল্পনা (ডিপিপি) ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সিদ্ধান্ত লঙ্ঘিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিরীক্ষা টিমের প্রতিবেদনে দেখা গেছে, প্রকল্পটির জন্য নির্বাচিত জমির রেজিস্ট্রেশন ও মিউটেশন দলিল নেই। প্রকল্পটির জন্য ৬২৭ শতাংশের ভূমির মূল্য বাবদ ৫ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকা দেখিয়েছে ওয়াজেদা কুদ্দুস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। কিন্তু ওই জমি সরকার ও সংস্থাটির যৌথ নামে রেজিস্ট্রেশন ও মিউটেশন হয়নি। অন্যদিকে জমি কেনার ক্ষেত্রে প্রতি শতাংশের মূল্য ৮০ হাজার ৭৬২ টাকায় ৬২৭ দেখানো হলেও সাব-রেজিস্ট্রার অফিসের প্রদত্ত দর অনুযায়ী প্রতি শতাংশের গড় দর পাওয়া যায় ৩৪ হাজার ৫৩১ টাকা। অর্থাৎ সংস্থাটি প্রতি শতাংশের জন্য ৪৬ হাজার ২৩১ টাকা অতিরিক্ত দেখিয়েছে। সংস্থাটির নামে জমি থাকার দাবি করা হলেও এ সংক্রান্ত নথিপত্র উপস্থাপন করতে পারেনি-মর্মে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
ঈদের পর নিয়মিত ডিভিশন বেঞ্চে রিটের শুনানি হবে বলে আশা প্রকাশ করেন অ্যাডভোকেট নিজামুল হক নিজাম।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চেয়ারম্যান প্রার্থীকে ডেকে নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

চেয়ারম্যান প্রার্থীকে ডেকে নিয়ে মারধর, হাসপাতালে ভর্তি

চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা সার্জেন্ট

চুরির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার মার্কিন সেনা সার্জেন্ট

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন

যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজা

যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজা

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের 'প্রত্যাখ্যান'

যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, ইসরায়েলের 'প্রত্যাখ্যান'

মৃত্যুর আগে কী করছিলেন প্লেটো, বলছে ছাইচাপা প্যাপিরাস

মৃত্যুর আগে কী করছিলেন প্লেটো, বলছে ছাইচাপা প্যাপিরাস

রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত

রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহত ১২, যুদ্ধবিরতি অনিশ্চিত

ভারতে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু, বিজেপি কি ব্যাকফুটে

ভারতে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু, বিজেপি কি ব্যাকফুটে

চেয়ারম্যান প্রার্থী শাহীন বিপুল পরিমাণ টাকাসহ আটক

চেয়ারম্যান প্রার্থী শাহীন বিপুল পরিমাণ টাকাসহ আটক

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ

বাংলাদেশে শুভেচ্ছা সফরে আসছে তুরস্কের নৌবাহিনীর জাহাজ

ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লাহ’র

ইসরায়েলি ঘাঁটিতে কয়েক ডজন রকেট নিক্ষেপ হিজবুল্লাহ’র

৫৪ বছর বাদে ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের আংটি ! খুশিতে ডগমগ ম্যারিলিন

৫৪ বছর বাদে ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের আংটি ! খুশিতে ডগমগ ম্যারিলিন

পটুয়াখালীতে রাত ভর বৃষ্টি, ৪৫.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

পটুয়াখালীতে রাত ভর বৃষ্টি, ৪৫.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শাংহাইয়ে দেড় হাজার বছরের প্রাচীন মেলা

শাংহাইয়ে দেড় হাজার বছরের প্রাচীন মেলা

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

ইউনাইটেডের আরও এক লজ্জার রাত

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

সিরিজ নিশ্চিতের অভিযানে শান্ত-হৃদয়রা

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

খুলনায় কাটলো তাপদাহ, নামলো বৃষ্টি

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কুষ্টিয়ায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর , আটক ৪

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড মীরসরাই