গরমে-ঘামে হাঁসফাঁস
০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

তৃতীয় সপ্তাহে এসেই স্বরূপে ফিরেছে কাঠফাটা রোদের মাস চৈত্র। ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের অনেক এলাকায় তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। বাতাসে আর্দ্রতার হার অর্থাৎ জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপদাহের সাথে শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হওয়ায় নাকাল অবস্থা। কাহিল হয়ে পড়ছে কর্মজীবী মানুষ। চৈত্রের তাপপ্রবাহের সাথে পাল্লা দিয়ে শহর-বন্দর-গঞ্জ, গ্রাম-জনপদে ঘণ্টার পর ঘণ্টা ঘন ঘন ও দীর্ঘ সময় ধরে লোডশেডিং এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনদুর্ভোগের শেষ নেই। রোজাদারদের কষ্ট বেড়েই চলেছে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.৫ এবং সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সে.। চট্টগ্রামে যথাক্রমে ৩২ এবং ২৬.৪ তাছাড়া রাজশাহীতে ৩৮, পাবনায় ৩৮.৩, যশোরে ৩৭.৬ ডিগ্রি সে. ছিল সর্বোচ্চ তাপমাত্রা। দেশের অনেক জেলা-উপজেলায় দিনের তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৬ থেকে ২৭ ডিগ্রিরও ঊর্ধ্বে উঠে গেছে। দিন ও রাত উভয় তাপমাত্রা সমানতালে বৃদ্ধি পেতে থাকায় গরম অসহ্য হয়ে উঠেছে। চৈত্রের ঠা ঠা রোদে খাঁ খাঁ করছে মাঠ-ঘাট বিল-হাওর-বারও-প্রান্তর।
গতকাল রাতে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। বাতাসে আর্দ্রতা বা জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে-ঘামের তীব্রতায় জনজীবনে অস্বস্তি আরো বৃদ্ধি পাচ্ছে। গতকাল সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ, সন্ধ্যায় স্থানভেদে ৫৩ থেকে ৬৬ শতাংশ।
আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত এবং পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পেতে পারে।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ৮ মিলিমিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। এছাড়া এ সময়ে দেশের কোথাও ছিটেফোঁটাও বৃষ্টি হয়নি।
রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮
রাজশাহী ব্যুরো জানায়, শীতের রেশ কাটতে না কাটতে রাজশাহীর ওপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে তাপ প্রবাহে জনমনে দেখা দিয়েছে অস্বস্তি।
গত কয়েকদিন আগেও রাজশাহীর আবহাওয়া ছিলো এই শীত, এই গরম। তাপমাত্রা উঠানামা করতো ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত শনিবার দিবাগত রাতেও ১ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা ২২ ডিগ্রিতে নেমে আসে। এরপর থেকেই কার্যত ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও একদিনের ব্যবধানে কিছুটা কমে আসে। তবে এর আগের দিন রোববার ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে এ অঞ্চলে তাপমাত্রা দিনে দিনে বাড়তে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা বাড়ছে। তিনি বলেন, এ বছর শীতকাল ছিলো দীর্ঘায়ীত। অন্যান্যবার মার্চের শুরুতে গরম পড়লেও এবার একমাস পেরিয়ে এপ্রিলে শুরু হলো। এ বছরও তাপমাত্রা গত বছরের মতো ৪০ ডিগ্রির কোঠায় থাকবে বলে মনে করছে আবহাওয়া অফিস।
তাপমাত্রা বাড়ায় সূর্যের উত্তাপ আগুন ঝরাচ্ছে প্রকৃতিতে। বাইরে বের হওয়ার সময় অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছেন। শ্রমিকদের তীব্র রোদে গামছা মাথায় দিয়ে কাজ করতে দেখা গেছে। অনেকে সূর্যের তীব্রতা থেকে বাঁচতে গাছগাছালির নিচে আশ্রয় নিচ্ছেন। তবে তাপপ্রবাহে সব থেকে বেশি কষ্টে আছেন রোজাদাররা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

তিস্তা মহাপরিকল্পনা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে

ভারত বাংলাদেশের সাহায্য ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

জাহিদ মালেক ও নাঈমুল ইসলাম খানের আয়কর নথি জব্দের আদেশ

অভ্রর জন্য চার গুণীকেই সম্মানিত করার সিদ্ধান্ত: ফারুকী

আকাশমণি ও ইউক্যালিপটাস নয়, দেশীয় গাছ লাগাতে হবে

৮ দিনে এলো ৮১৭৪ কোটি টাকার প্রবাসী আয়

পুনরায় প্রিপেইড মিটার লাগানোর চেষ্টার প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহক ফোরাম এর বিক্ষোভ সমাবেশ

বরিশালে বিজয় উদযাপন, মুশফিকের সেলফিতে হাজারো সমর্থক

বিশৃঙ্খলার কারণে সংবর্ধনা ছাড়াই ফিরলেন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলোয়াড়রা

ব্যাংকিং খাতে বিপর্যয়কর পরিস্থিতি

‘অপারেশন ডেভিল হান্ট’ যত দিন প্রয়োজন চলবে : স্বরাষ্ট্র সচিব

জুলাই অভ্যুত্থানের সাহসী সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নির্বাচন কমিশন কী করছে?

সেজদার সময় কপালে ব্যথা পাওয়ার কারণে সেজদার জায়গা কাপড় ভাজ করে রাখা প্রসঙ্গে।

দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে জকিগঞ্জে বিএনপির বিক্ষোভ

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের গনশুনানী সার্বজনীন হয়নি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ

শার্শায় পরোয়ানাভুক্ত তিন আসামিসহ আটক ৪

তিস্তার ২০ কিলোমিটার এলাকার ভাঙ্গনরোধের কাজ মার্চের মাঝামাঝিই শুরু হবে

ডেভিল হান্ট অভিযানে সারাদেশে ১৩০৮ জন গ্রেপ্তার