ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি পোশাক মালিকদের
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম
পোশাক শিল্পের ব্যবসায়ী নেতা ও শিল্প পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঈদুল ফিতরের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও ১০০টির বেশি কারখানা এখনও তাদের শ্রমিকদের ফেব্রুয়ারির বেতনই পরিশোধ করতে পারেনি বলে বলে এই শিল্পের অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে। এদিকে মার্চ মাসের বেতন পরিশোধের সময় এরমধ্যেই শুরু হয়েছে, আর শ্রম আইন অনুসারে প্রথম সাত কার্যদিবসের মধ্যেই শ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে মালিকপক্ষকে। পোশাক শিল্পের নেতারা বলছেন, সরকারিভাবে ১০ তারিখ থেকে শুরু হবে ঈদের ছুটি, এটা মাথায় রেখে ছুটির আগেই তারা শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চেষ্টা করছেন। তবে মহাসড়কে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে অনেক পোশাক কারখানায় উৎসবকালীন এই ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে। শিল্প পুলিশের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যায় পড়তে পারে এমন শিল্প কারখানার সংখ্যা ৪১৬টি। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক হাজার ৫৮৯টি কারখানার মধ্যে এই তালিকায় রয়েছে ১৭১টি। এদের মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫৬টি, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ৪১টি। বতন ও বোনাস উভয়ই দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠান ৭৪ টি। এ তালিকায় দেখা যায়, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্য ৭১টি। এদের মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে ২১টি কারখানা, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ২৮টি কারখানা। বেতন ও বোনাস দুইটিই দিতে ব্যর্থ হতে পারে এমন কারখানার সংখ্যা ২২টি। তালিকাটিতে বলা হচ্ছে, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ২৯টি কারখানা বেতন বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে। এদের মধ্যে শুধু বেতন দিতে ব্যর্থ হতে পারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩টি। বোনাস দিতে ব্যর্থ হতে পারে চারটি প্রতিষ্ঠান। বিটিএমএ’র প্রতিষ্ঠানের মধ্যে বেতন ও বোনাস উভয়ই দিতে ব্যর্থ হতে পারে ১২টি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এই তালিকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেপজার ৩৮৩টি কারখানার মধ্যে ১৩টি কারখানা রয়েছে। এগুলোর মধ্যে তিনটি কারখানা বেতন দিতে ব্যর্থ হতে পারে। বোনাস দিতে ব্যর্থ হতে পারে সাতটি। বেতন ও বোনাস দুইই দিতে ব্যর্থ হতে পারে আরো তিনটি কারখানা। এছাড়াও অন্যান্য ৬৫১টি কারখানার মধ্যে সমস্যা হতে পারে ১৩২টি কারখানাতে। এর মধ্যে বেতন দিতে ব্যর্থ হতে পারে ৩৮টি, বোনাস দিতে ব্যর্থ হতে পারে ২৮টি কারখানা। বেতন ও বোনাস দুইটিই দিতে ব্যর্থ হতে পারে ৬৬টি কারখানা। গত সপ্তাহ থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বেশকিছু কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করছে।
বিজিএমইএ’র নব-নির্বাচিত সভাপতি এস এম মান্নান কচি ইনকিলাবকে বলেন, এ বছরের মতো খারাপ অস্থা পোশাকখাতে আর আসেনি। ঈদকে সামনে রেখে কঠিন অবস্থায় আছি। বিজিএমইএ এটি সমাধানের চেষ্টা করছে। যেসব কারখানায় ঈদের আগের শ্রমিক অসন্তোষের ঝুঁকি রয়েছে, বিশেষত তাদের বিষয়ে মনোযোগ দিচ্ছে। সমাধানের উপায় পেতে কারখানা মালিক, তাদের সংশ্লিষ্ট ব্যাংকসহ বিভিন্ন পক্ষের সাথে কাজ করছি। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য ১০০টির বেশি কারখানা তাদের শ্রমিকদের গত ফেব্রুয়ারি মাসের বেতন দিতে পারেনি। তিনি বলেন, শুধু বেতন বাবদই পোশাক শিল্পকে শ্রমিকদের ৫ হাজার ৬০০ টাকা দিতে হয়। অথচ নগদ সহায়তা হিসেবে সরকার মাত্র ২ হাজার কোটি টাকা ছাড় করেছে। কিন্তু, রপ্তানিকারকরা মোট ৬ হাজার কোটি টাকার নগদ সহায়তা চেয়েছিলেন। সরকার যদি আরো অন্তত ২ হাজার কোটি টাকা ছাড় করে, তাহলে কারখানা মালিকরা ঈদের বোনাস এবং মার্চ মাসের বেতন দিতে পারবো বলে উল্লেখ করেন তিনি। নাহলে আরেকটি বিকল্প হতে পারে ব্যাংকঋণ, তবে ব্যাংক এ ধরনের ঋণ অনুমোদন নাও দিতে পারে। কারণ অধিকাংশ কারখানা মালিকের ইতোমধ্যেই ব্যাংকের কাছে উল্লেখযোগ্য পরিমাণ দায় রয়েছে।
বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
ঈদের আগে যখন বেতন ও বোনাস দেওয়া কথা, তার আগে কোনো প্রকার পূর্বনোটিশ ছাড়াই ৩ এপ্রিল থেকে ধামরাইয়ের সোমবাগে অবস্থিত একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শ্রমিকরা। বিক্ষোভকারী শ্রমিকদের মতে, এই কারখানায় ২ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। গত বৃহষ্পতিবারও অব্যাহত ছিল এই বিক্ষোভ, পরে কারখানার মালিকপক্ষ, পুলিশ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনায় বসেন। আলোচনার প্রেক্ষিতে, মালিকপক্ষ আগামী ৮ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দেয়। শিল্প পুলিশ সুত্র জানায়, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের অন্তত ১০০টি কারখানা রয়েছে যারা হয়তো শ্রমিকদের বেতন-বোনাস কোনটিই পরিশোধ করতে পারবে না। এরমধ্যে ৫০টি কারখানা রয়েছে যেগুলোতে কর্মরত শ্রমিকের সংখ্যা দুই সহস্রাধিক। তবে এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ব্যতিত উল্লেখযোগ্য কোন শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম তিনি বলেন, “বিষয়গুলো নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। অনেকগুলো কারখানার সমস্যা সমাধান করা হয়েছে। প্রতিদিনই কিছু কিছু কারখানার সমস্যা সমাধান করছি। সবগুলো যে পারছি তা বলবো না, দু’একটায় হয়তো সমস্যা থেকে যাচ্ছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি, শ্রমিক নেতা সবার সাথে ইতোমধ্যে মিটিংও করেছি বলে উল্লেখ করেন তিনি।
নারায়ণগঞ্জের ৯০ ভাগ কারখানায় বেতন-বোনাস হয়নি
গত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে অন্তত ১৫ বার বেতন-ভাতা সংক্রান্ত শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। শ্রমিক নেতাদের মতে, দুই থেকে তিন মাসের বেতন পরিশোধ না করার রেকর্ডও রয়েছে বহু কারখানায়।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার টাগারপাড় এলাকার ফাইন নিটের শ্রমিকদের নামমাত্র বোনাস ধরিয়ে দেয়া হয়েছে। এনিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেন, আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোন কোন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি, সেগুলোর তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য আমরা নেপথ্যে কাজ করে যাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে