জেলায় জেলায় ইসতেস্কার নামাজ আদায়

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৫ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৬ এএম

দেশের অর্ধেকের বেশি এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ দাবদাহে নাভিশ্বাস উঠেছে মানুষের। বন্ধ রয়েছে স্কুল-কলেজ। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য আল্লাহর কৃপা কামনা করে দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার ইসতেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
বগুড়া ব্যুরো জানায়, বগুড়া সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ইসতেস্কার নামাজ আদায় করা হয়। নামাজে আশেপাশের বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লিরা অংশ নেন। ইমামতি করেন শহরের গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা আমিনুর ইসলাম। নামাজ শেষে বৃষ্টি কামনায় মোনাজাত করা হয়। নামাজের পর মাওলানা আমিনুর ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটা যৌক্তিক একটি কারণ। আমরা যে পরিস্থিতিতেই থাকি না কেন মালিকের (আল্লাহ) কাছে প্রার্থনা করতে হবে। তিনি যেন রহমত বর্ষণ করেন। আমরা আল্লাহর কাছে দয়া ভিক্ষা চেয়েছি। তিনি আরও বলেন, রাসুলের সুন্নাহ অনুযায়ী আমরা মাঠে এসেছি, আমাদের অপরাধ স্বীকার করলাম। নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, ক্ষমা চাইলাম।

বিশেষ সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার সরকারি কলেজের মাঠে এ ইসতেস্কার নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনার করে অঝরে চোখের পানি ছেড়ে ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস শারাফাত হোসাইন।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জে গতকাল সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন দাতা সড়কের বড় মসজিদের খতিব আবদুর রহমান। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। স্থানীয় কাউন্সিলর ও নামাজে অংশ নেওয়া মুসল্লি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।

বাগেরহাট জেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের মোংলায় আল্লাহর কাছে পানাহ চেয়ে, ইসতেস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মোংলা পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গতকাল বুধবার সকাল ১০টায় মোংলা ইমাম পরিষদের উদ্যোগে এবং পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এ নামাজে সব শ্রেণী-পেশার অন্তত দুই হাজার মুসল্লি অংশ নেন। ইসতেস্কার নামাজে ইমামতি করেন মোংলা ইমাম পরিষদের সভাপতি ও বিএলএস মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা রেজাউল করিম। নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, শহরের পশ্চিম ঝালকাঠি গাবখান ফেরিঘাট জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মাদ আবু বকর সিদ্দিক। ইসতেস্কার নামাজ শেষে সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়। মসজিদের ইমাম মাওলানা কাওছার হোসেন হামিদীর আয়োজনে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামে সদরের পাঁছগাছী ইউনিয়ন বাজার ঈদগাহ মাঠে কয়েক শত ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়ে নামাজে অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসতেস্কার নামাজে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফয়েজ উদ্দিন। মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা কান্নায় ভেঙে পড়ে মহান সৃষ্টিকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করে এই অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করেন। দোয়া করার সময় পড়নের পাঞ্জাবি ও টুপি উল্টো করে পড়েন।

পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, পঞ্চগড়ে সদর উপজেলার তালমা ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন, ফটিকছড়ি ধর্মপুর এমদাদ উলুম মাদরাসার চট্টগ্রামের শিক্ষা সচিব মুফতি মোহাম্মদ আইয়ুব। তিনি বলেন, গত কয়েক দিনের অসহনীয় গরমে ওষ্ঠাগত প্রাণ। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে।

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ইসতেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজের পরপরই দুই হাত তুলে মোনাজাতের সময় কাঁদলেন মুসল্লিরা। কৃৃষক শ্রমিক মেহনতী মানুষসহ সকল শ্রেণি পেশার প্রায় দেড় হাজার মুসল্লি উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা মাঠে এই এই নামাজ আদায় করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল শাইখ ড. ফয়জুল আমিন সরকার মাদানী।

ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইন্দুরকানীতে ইসতেস্কার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা। গতকাল সকালে স্থানীয় মুসল্লিদের আয়োজনে উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ পরিচালনা করেন খন্দকার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ. জলিল হাওলাদার এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন-অর রশিদ। নামাজে শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন এবং দুহাত তুলে আল্লাহর কাছে দাবদাহ থেকে রক্ষা পেতে এবং দ্রুত বৃষ্টিপাতের জন্য কান্নায় ভেঙে পড়েন।

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান : পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারী কলেজ মাঠে সকাল ৭ টায় অনুষ্ঠিত নামাজে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও টিকিকাটা নূরিয়া সিনিয়র মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. সিদ্দিকুর রহমান। নামাজে এলাকার শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।

সালথা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, নামাজ আদায় করেছেন ফরিদপুরের সালথার ধর্মপ্রাণ মুসল্লিরা। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য দিকে উপজেলার মডেল মসজিদ সংলগ্ন ফসলের মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। এসময় বিভিন্ন এলাকায় কয়েক শ মুসল্লি অংশ নেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গরম থেকে মুক্তি, ফসল রক্ষা ও বৃষ্টির জন্য মহান আল্লাহপাকের রহমত কামনা করে দোয়া করা হয়। এতে হাফিজিয়া মাদরাসার ছাত্র ও শিক্ষকসহ শাহাবাজপুর এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মাওলানার হুমায়ুন কবিরেরর ইমামতিতে ইসতেস্কার দুই রাকাত নামাজ আদায় শেষে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে সৃষ্টিকর্তার দরবারে দুই হাত তুলে মোনাজাত পরিচালনা করেন। একই সঙ্গে পৃথিবীর সকল মুসলমান জন্য দোয়াও করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে -ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

সরকার চিকিৎসা খাতে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে -ফাহমী গোলন্দাজ বাবেল এমপি

সাগরদাঁড়িতে জলন্ত চুলায় পড়ে দু ' শিশু দগ্ধ, এক শিশুর করুণ মৃত্যু

সাগরদাঁড়িতে জলন্ত চুলায় পড়ে দু ' শিশু দগ্ধ, এক শিশুর করুণ মৃত্যু

সুন্দরবনে ভয়াবহ আগুন, শুরু হয়নি অগ্নি নির্বাপনের কাজ

সুন্দরবনে ভয়াবহ আগুন, শুরু হয়নি অগ্নি নির্বাপনের কাজ

আবারো লন্ডনের মেয়র হিসেবে বিজয়ী সাদিক খান

আবারো লন্ডনের মেয়র হিসেবে বিজয়ী সাদিক খান

বিএনপির ডাকা চলমান আন্দোলনের অংশ হিসাবে ৮মে প্রথম ধাপার উপজেলা নির্বাচন বয়কটের দাবিতে কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরণ

বিএনপির ডাকা চলমান আন্দোলনের অংশ হিসাবে ৮মে প্রথম ধাপার উপজেলা নির্বাচন বয়কটের দাবিতে কেশবপুর পৌর শহরে লিফলেট বিতরণ

ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে প্রাক্তন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে প্রাক্তন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচিত হলে লৌহজংয়ে প্রাইভেট ইউনিভার্সিটি ও হাসপাতাল গড়ে তুলবো: বিএম শোয়েব

নির্বাচিত হলে লৌহজংয়ে প্রাইভেট ইউনিভার্সিটি ও হাসপাতাল গড়ে তুলবো: বিএম শোয়েব

আদানি পাওয়ারের রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ

আদানি পাওয়ারের রাজস্ব প্রবৃদ্ধি ৩০ শতাংশ

সুন্দরবনে আগুনের খবর শুনে বনে ছুটে গেলেন ইউএনও তারেক সুলতান

সুন্দরবনে আগুনের খবর শুনে বনে ছুটে গেলেন ইউএনও তারেক সুলতান

সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান আমলারা, যা বলছেন নেটিজেনরা

সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চান আমলারা, যা বলছেন নেটিজেনরা

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের সামার ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশের সামার ২০২৪ সেমিস্টারের ওরিয়েন্টেশন

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না

মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকূপ স্থানের উদ্যোগ

মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকূপ স্থানের উদ্যোগ

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

বোর্নমাউথকে হারিয়ে শিরোপার লড়াইয়ে থাকল আর্সেনাল

বোর্নমাউথকে হারিয়ে শিরোপার লড়াইয়ে থাকল আর্সেনাল

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী

ট্রেনভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী