যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান
০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম
পৃথিবীর যুদ্ধ বাস্তবতা সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে বলে মনে করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. মশিউর রহমান। তিনি বলেন, কোভিড উত্তর পৃথিবীতে আমরা ভেবেছিলাম পৃথিবী শান্ত হবে। প্রকৃতিকে আমরা ভালোবাসব। বিশ^ আর কোনো যুদ্ধ দেখবে না। কিন্তু আমরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দেখেছি। দেখেছি ফিলিস্তিনে মানুষের উপর হামলা করছে ইজরাইল। এর প্রতিবাদে পশ্চিমা বিশে^র বিশ^বিদ্যালয়গুলোতে বিক্ষোভ হচ্ছে। নিপীড়ন ও বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের কথা বলতে হচ্ছে। আমরা আধুনিকতার ছোঁয়ায় র্শিল্পায়িত সমাজ দেখছি ঠিকই কিন্তু সভ্যতাকে হারিয়ে ফেলছি। সামাজিক মূল্যবোধ এবং মানবিকতার অগ্রগতিকে নিশ্চিত করতে পারছি না। একারণে প্রাচ্যের যে নিজস্ব শক্তি রয়েছে, সেই শক্তির নিরিখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে।
শনিবার ভার্চুয়াল মাধ্যমে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর অধীন জাতীয় বিশ^বিদ্যালয় আয়োজিত বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের ৪২ ও ৪৩তম ব্যাচের ৮টি বিষয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মশিউর রহমান বলেন, ২০২৪ সালে আমাদের সর্বাধিক অগ্রাধিকার শিক্ষক প্রশিক্ষণ। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরাও উপকৃত হবে। আমরা লক্ষ্য করছি, কলেজগুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। ওইসব শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে এনে মানসম্মত শিক্ষা দিয়ে উচ্চশিক্ষার লক্ষ্য অর্জন করতে হবে। গুণগত শিক্ষার সঙ্গে আপোষ করা যাবে না। আমাদের এখন লক্ষ্য শিক্ষার মান সমুন্নত রাখা। আমরা কাক্সিক্ষত লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি। কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। শিক্ষক প্রশিক্ষণে কিছু দুর্বলতা রয়েছে সেটি আমরা শিগগিরই কাটিয়ে উঠবো। মেন্টাল হেলথ এবং জিআইএসসহ নানাবিধ শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই প্রশিক্ষণে আমরা আপনাদের শিখন পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দেয়ার চেষ্টা করছি। আইসিটি ও প্যাডাগোজি সম্পর্কে আপনারা প্রশিক্ষণ পাচ্ছেন। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের কীভাবে শেখালে তারা বেশি উপকৃত হবে সেটি জানা যাচ্ছে। এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা শ্রেণিকক্ষকে আনন্দময় করে তোলার বিষয়ে ভূমিকা রাখবেন। জাতীয় বিশ^বিদ্যালয় বৃহৎ একটি পরিবার। সেই পরিবারের সঙ্গে যুক্ত থেকে শিক্ষার মানোন্নয়নে আপনারা সবাই যুক্ত থাকবেন। সেটি আমাদের প্রত্যাশা থাকবে। সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের শিক্ষাব্যবস্থাকে কাক্সিক্ষত পর্যায়ে নিয়ে যাবো। আমরা চাই বৈষম্যহীন এক পৃথিবী। যেখানে অন্যের মতের প্রতি সহানুভূতি থাকবে। গণতন্ত্র সমুন্নত থাকবে। এর মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে, যাতে আমরা সামাজিক নির্ণয়কগুলো গভীর মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারব। পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবো। অর্থনৈতিক উন্নয়ন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রকৃতি সুরক্ষাও গুরুত্বপূর্ণ। তানাহলে আমরা সভ্যতাকে হারিয়ে ফেলব।
বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণের এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম গত ১ এপ্রিল থেকে শুরু হয়। এই প্রশিক্ষণে জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজের মোট ২৯৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার, সিইডিপির প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) মোহাম্মদ খালেদ রহীম।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫
কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন
ঈশ্বরগঞ্জে সার ও ভাউচারের গড়মিলে ২ ডিলারকে জরিমানা
বাংলাদেশের সমাজব্যবস্থা আলেমদের হাতেই নিরাপদ: এ এম এম বাহাউদ্দীন