সম্পাদক পরিষদের আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, পরিবেশ সুরক্ষায় যারা সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করবেন তাদেরকে পূর্ণ সহায়তা দেওয়া হবে। পরিবেশ সুরক্ষা এ সরকারের কেন্দ্রীয় নীতির অংশ। আমি ব্যক্তিগতভাবে পরিবেশ বাদ দিয়ে উন্নয়নের পক্ষে নই।

পরিবেশ সুরক্ষা করেই আমাদের সরকার উন্নয়ন করছে। তাইতো টিকসই উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম অবস্থানে রয়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে গতকাল অনুষ্ঠিত হয় ‘গ্রহের জন্য গণমাধ্যম : পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’ শীর্ষক এই আলোচনা সভা। মোহাম্মদ আলী আরাফাত বলেন, আমরা মনে করতে চাই, পরিবেশ বিপর্যয়ের ক্ষেত্রে যারা নেতিবাচকভাবে অবদান রাখবে, যেসব সাংবাদিক তাদের তথ্য প্রকাশ (এক্সপোজ) করবেন, সেসব সাংবাদিক আমাদের বন্ধু। বন্ধু হিসেবে তাদের পূর্ণাঙ্গ সহায়তা দিতে চাই।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের বৃহত্তর স্বার্থে যারা এখানে সহায়তা করবেন, তারা তার এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থন পাবেন। তৃণমূলে যতই কঠিন বাস্তবতা তৈরি করা হোক না কেন, তাঁদের সুরক্ষা এবং যত ধরনের সহযোগিতা লাগে, তা দেওয়া হবে। গণমাধ্যম ও পেশাদার সাংবাদিক আমাদের বন্ধু। তাদের গঠনমূলক সমালোচনা আমাদের ভুলক্রটি সংশোধনে সহায়ক। আমি তাই সাংবাদিকদের গঠনমূল সমালোচনাকে স্বাগত জানাই। আর উদ্দেশ্যমূলক সমালোচনা যা অপসাংবাদিকতা তাকে অবশ্যই নিন্দা করবো।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যম আজ শুধু মুক্ত নয়, একেবারে উন্মুক্ত। তাইতো কিছুটা বিশৃংখল। তাই এটার শৃংখলা ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হয়েে গেছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়েও যে সব অপপ্রয়োগের কথা বলা হচ্ছে সে সব বিষয় ভাবা হচ্ছে। মূলত আমরা চাই পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা দিতে। তাই তাদের সুরক্ষায় আইন থাকা উচিত। সে লক্ষে আমরা কাজ করছি।

মফস্বলের সাংবাদিকতা একটু কঠিন জানিয়ে তিনি বলেন, ঢাকায় তো বিভিন্ন ধরনের প্রটেকশন পাওয়া যায়। এ কঠিনটা যাতে সহজতর হয়, সে পদক্ষেপ আমরা নেবো। আবার এটাও সত্যি, মফস্বলে অপসাংবাদিকতার চর্চা অনেক হয়। যেখানে পেশাদারিত্বের অভাব দেখা যায়। এ অপসাংবাদিকতার চর্চা বেশি ক্ষতিগ্রস্ত করে পেশাদার সাংবাদিকদের। তারা (সাংবাদিক সংগঠন) নিজেরাই এ কথা বলছেন। তারা বলছেন, এখানে শৃংখলা আনা দরকার, আমরা (সরকার) বলছি না। তাদের দাবির প্রেক্ষিতে গণমাধ্যমের রেজিস্ট্রেশনসহ এ ধরনের কিছু পদক্ষেপ আমি নিচ্ছি।

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট যেটা আছে আছে, সেটা আমি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করি। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে কোনো গণমাধ্যম জনগণের পক্ষে যে তথ্য চাইবে সেটা আমি তড়িৎ গতিতে দিতে বাধ্য থাকবো। এ ধরনের মানসিকতা তৈরি করার জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা ওরিয়েন্টেশন করবো।

সভাপতির বক্তব্যে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, তথ্য প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সহায়তার কথা বলেলেন। সাংবাদিকদের পাশে থাকার কথা বললেন। আমরা বাস্তবে এর প্রতিফলন দেখতে চাই। মন্ত্রী বলেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে, কিন্তু এ আইনে গ্রেফফতার যারা হয়েছেন তারা এখনো জেল খাটছেন। তাহলে আমরা কি বুঝবো। অন্যান্য যে সব আইন নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলছি সে সব বিষয়ে আমরা মন্ত্রীর সাথে বলে আলোচনা করতে চাই। তিনি বলেন ফিলিস্তিনে সাংবাদিকরা সবচেয়ে বিপদে। আমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। ফিলিস্তিনিদের উপর যে হত্যাকান্ড হচ্ছে, নির্যাতন হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তা বন্ধের দাবি জানাচ্ছি।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা যে সংগ্রাম করছি তার প্রধান সহযোদ্ধা সাংবাদিকরা। আমাদের কথাগুলো বৃহত্তর আকারে সাংবাদিকরা গণমাধ্যম তুলে ধরছেন বলেই আমরা সহজে এর প্রতিকার পাচ্ছি। তাই আমি বলবো পরিবেশ সুরক্ষায় গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মধ্যে অপসাংবাদিকতা যে নেই তা আমি বলবো না। তবে পেশাদার সাংবাদিকদের ভূমিকাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ও বিবেচ্য। যত মিথ্যা অপপ্রচারই হোকনা কেন দিন শেষে সত্য প্রকাশ হবেই। তাই বস্তু নিষ্ট সত্য সাংবাদিকতার গ্রহণযোগ্যতা এখনো সবার কাছে আছে। আমি বললে যে টা আদালতে গ্রহণযোগ্য হয় না সেটা সাংবাদিকদের তথ্যবহুল রিপোর্ট ও ছবি উপস্থান করলে গ্রহণযোগ্য হয়। এদেশে নদী দখলদার, নদী থেকে বালু উত্তোলনকারী সবাই ক্ষমতাশালী ব্যক্তি। সোমেশ্বরী নদী উজারা নিয়ে এলাকার রাজনৈতিক বড় নেতা বালু উত্তোলন করছেন। নদী দখল করছেন এমপি না হয় সরকারের কাছের লোক। তাই আমি মনে করি পরিবেশ সুরক্ষায় সাংবাদিকদের আরও বেশি চর্চা ও নজর দেওয়া প্রয়োজন।
সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি এ কে আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদ ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফা মামুন। আলোচনা সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা প্রদান

লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা প্রদান

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির

সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী

আইন অঙ্গনে খুবই পারদর্শী ইবি শিক্ষার্থীরা: এটর্নি জেনারেল আমিন

আইন অঙ্গনে খুবই পারদর্শী ইবি শিক্ষার্থীরা: এটর্নি জেনারেল আমিন

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: ড. শিরীন শারমিন চৌধুরী

নারী স্পিকারদের সম্মেলন বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুর অনবদ্য প্লাটফর্ম: ড. শিরীন শারমিন চৌধুরী

কুড়িগ্রামের উলিপু‌রে ৭ জুয়া‌ড়ি আটক

কুড়িগ্রামের উলিপু‌রে ৭ জুয়া‌ড়ি আটক

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা কাল, প্রধান অতিথি সালমান এফ রহমান

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা কাল, প্রধান অতিথি সালমান এফ রহমান

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে : সিপিডি

বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে : সিপিডি

আগ্রাসী ইসরাইলকে রুখে দিতে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হউন-এবি পার্টি

আগ্রাসী ইসরাইলকে রুখে দিতে বিশ্ববাসী ঐক্যবদ্ধ হউন-এবি পার্টি

মঞ্চে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি মাহিরা খান

মঞ্চে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি মাহিরা খান

আ.লীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে সংঘর্ষে আহত ২১

আ.লীগ সমর্থিত দুই সামাজিক দলের মধ্যে সংঘর্ষে আহত ২১

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

শিল্পী সমিতির সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

মেসির সেই ন্যাপকিন পেপারের মূল্য সাড়ে ৯ লাখ ডলার

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন নিপুণ

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

কালকিনি পৌরসভার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দাবী চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামানের

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রহসন, কারচুপি ও দুর্নীতির উপজেলা নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে বর্জন করবে-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি