সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টিতে গরমের দাপট হ্রাসে প্রশান্তি : সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৯ দশমিক ৭ ডিগ্রি : কুমিল্লায় বৃষ্টিপাত ৩৭ মি.মি. অধিকাংশ জেলা-উপজেলায় খরা-অনাবৃষ্টি তাপদাহে ফল-ফসল মৎস্য পোলট্রি খামারে ব্যাপক ক্ষতি : উত্তর-ভারতের উজানে অতিবৃষ্টির আভাস

তাপদাহ কমছে ধীরে

Daily Inqilab শফিউল আলম

০৫ মে ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ০৫ মে ২০২৪, ১২:০৬ এএম

চলমান উচ্চ তাপদাহ ধীরগতিতে কমে আসছে। উচ্চতাপের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া, বজ্রপাতের সঙ্গে বিক্ষিপ্ত ক্ষণিকের হালকা বৃষ্টিপাত হচ্ছে। যেসব জায়গায় বৃষ্টি হচ্ছে সেখানে গরমের দাপট কিছুটা কমছে, জনজীবনে আসছে সাময়িক স্বস্তি প্রশান্তি। আরও যেসব জায়গায় টানা এক মাসেরও বেশিদিন ধরে চলা প্রচণ্ড গরম, খরা-অনাবৃষ্টি, দুঃসহ তাপপ্রবাহে এখনও কাটেনি, সেখানে জনজীবনে হাঁসফাঁস অবস্থা অব্যাহত রয়েছে। এর মধ্যে প্রধানত রয়েছেÑ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় স্বস্তির বৃষ্টিপাত হয়নি। গতকাল শনিবার আবহাওয়া বিভাগ সপ্তম দফায় জারি করেছে হিট এলার্ট। এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ গতকাল সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্প অত্যধিক থাকায় গরমে-ঘামে জনজীবনে অস্বস্তি অব্যাহত রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রার পারদ হ্রাস পায়, রাজশাহীতে ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৮ ডিগ্রি সে.। যা চার দিন আগের দুই ৪ ডিগ্রি কম। গতকাল রাজধানী ঢাকার তাপমাত্রা হ্রাস পেয়ে নেমেছে সর্বোচ্চ ৩৬.৯ এবং সর্বনিম্ন ২৮.৭ ডিগ্রিতে। এছাড়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহের উল্লেখযোগ্য এলাকাগুলো ছিলÑ পাবনায় ৩৯, যশোরে ৩৮.৮, চুয়াডাঙ্গায় ৩৮.৫, মোংলায় ৩৮.২, গোপালগঞ্জে ৩৭.৭, মাদারীপুরে ৩৭.৫, কুষ্টিয়ায় ৩৭.৪ ডিগ্রি সে.।

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় ৩৭ মিলিমিটার। এ সময়ে বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২৭, কক্সবাজারে ৮, বান্দরবানে ৬, রাঙ্গামাটিতে ৫, সিলেটে ৪, বগুড়ায় এক মি.মি.।

আবহাওয়া বিভাগ জানায়, চলমান তাপপ্রবাহ উচ্চ থেকে মাঝারি ও নিচের দিকে হয়ে ধীরে ধীরে কমে আসছে। অনেক জেলা-উপজেলায় এখনো খরা-অনাবৃষ্টি, তাপদাহে আধাপাকা রোরো-ইরি ফসল, আম-লিচু, জাম, পেঁপে, জামরুলসহ ফল-ফলাদির ফলন কমে গেছে। অনেক জায়গায় ফল-ফলাদি আগেভাগে ও আকারে ছোট থাকা অবস্থায় পেকে যাচ্ছে। টানা এক মাসেরও বেশিদিনের উচ্চ তাপদাহ, খরা-অনাবৃষ্টির কারণে চিংড়ি ঘেরসহ মৎস্য, ডেইরি ও পোলট্রি খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রচণ্ড গরমে প্রতিদিনই অসংখ্য মুরগি ও বাচ্চা মারা যাচ্ছে।

অবিরাম খরতাপে সর্বত্র মাঠ-ঘাট খাল-বিল ফেটে চৌচির। বিশুদ্ধ পানির সঙ্কট তীব্র থেকে তীব্রতর। পুকুর, দীঘি, কুয়াসহ পানির উৎসগুলো শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমাগত নামছে নিচের দিকে। হাজার হাজার নলকূপে পানি উঠছে না। অব্যাহত খরতাপে বিশুদ্ধ পানির অভাবে অনেকেই দূষিত পানি পান করছে। মাইলের পর মাইল হেঁটে খাবার পানি সংগ্রহ করতে গিয়ে মানুষের নাভিশ^াস। জ্বর-সর্দিকাশি, ডায়রিয়া, চর্মরোগ, শ^াসকষ্টসহ নানাবিধ রোগব্যাধিতে ঘরে ঘরে মানুষ অসুস্থ। হাসপাতাল-ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে রোগীর অব্যাহত ভিড়ে হিমশিম অবস্থা।

এই সপ্তাহের পূর্বাভাস : আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টাসহ পরবর্তী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আজ সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসÑ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাতাসে অস্বাভাবিক বেশিহারে জলীয়বাষ্প বা আর্দ্রতা থাকার কারণে গরমে-ঘামে জনজীবনে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। গতকাল রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার হার ছিল সকালে ৮৩ শতাংশ এবং সন্ধ্যায় ৪৫ শতাংশ। যা অস্বাভাবিক বেশি।

আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।
এর পরের ৫ দিনে সারাদেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উজানে ভারতে অতিবৃষ্টির আভাস : উত্তর-পূর্ব ভারতে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, বাংলাদেশ ও বৈশি^ক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ীÑ আগামী ৪৮ ও ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং এর সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে উজানে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। অপরদিকে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার নদ-নদীসমূহের পানি স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে। আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীসমূহের পানি কতিপয় পয়েন্টে স্বল্পমেয়াদে বিপদসীমা অতিক্রম করতে পারে।

দুই নম্বর নৌ-হুশিয়ারি সঙ্কেত : গতকাল আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ২ নম্বর নৌ-হুশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ঢাকা-১৮ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়তে কাজ করে যাচ্ছি: খসরু চৌধুরী এমপি

ঢাকা-১৮ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়তে কাজ করে যাচ্ছি: খসরু চৌধুরী এমপি

বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি

বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য ভারত সরকার দায়ী : কর্নেল অলি

গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না

গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না

ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনে তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা

তালতলীতে জমি নিয়ে বিরোধে নারীসহ ৫জনকে কুপিয়ে জখমঃ লুটপাটের অভিযোগ

তালতলীতে জমি নিয়ে বিরোধে নারীসহ ৫জনকে কুপিয়ে জখমঃ লুটপাটের অভিযোগ

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি

দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: প্রেসিডেন্ট

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: প্রেসিডেন্ট

দুঃস্বপ্নের আসর শেষে পেলেন নিষেধাজ্ঞাও

দুঃস্বপ্নের আসর শেষে পেলেন নিষেধাজ্ঞাও

ট্রানজিট বাতিলের হুমকি দিন সীমান্ত হত্যা শূন্য হয়ে যাবে

ট্রানজিট বাতিলের হুমকি দিন সীমান্ত হত্যা শূন্য হয়ে যাবে

সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে

সুপ্রিম কোর্টে শুনানিকালে আইনজীবীদের কালো গাউন পড়তে হবে

নরসিংদীর চরাঞ্চলে বজ্রপাতে মা ছেলেসহ নিহত ৩

নরসিংদীর চরাঞ্চলে বজ্রপাতে মা ছেলেসহ নিহত ৩

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

রাশিয়া ও ইরান একক ব্রিকস মুদ্রা তৈরির কাজ করছে: ইরান

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ৫০ জনের মৃত্যু

লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা প্রদান

লিগ্যাল এইডে অসচ্ছল বিচারপ্রার্থীদের ৩৮৪৮৮৬ মামলায় আইনি সহায়তা প্রদান

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলে বজ্রপাতে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

কক্সবাজারে সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের নির্ধারিত স্থান পরিদর্শন প্রধান বিচারপতির

টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

টেক্সাসে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে

সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির

সুইজারল্যান্ড শান্তি’ সম্মেলনে চীনকে যোগ দেয়ার আহ্বান জেলেনস্কির

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য ও শক্তির প্রতীক : ধর্মমন্ত্রী