টিও-এটিও পদবি পরিবর্তনে ‘প্রাথমিক শিক্ষা অফিসার’ করা হচ্ছে
০৮ মে ২০২৪, ১২:১১ এএম | আপডেট: ০৮ মে ২০২৪, ১২:১১ এএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পযায়ের উপজেলা/থানা শিক্ষা অফিসার ও উপজেলা/থানা সহকারি শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসার পদের পদনাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে ‘প্রাথমিক শিক্ষা অফিসার’ করা হচ্ছে। এ ছাড়া উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের শাসনামলে অন অর্গানাইজেশনাল সেট আপ কমিটির সুপারিশে উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদটি সৃষ্টি হয়। বর্মমান সরকার ক্ষমতায় আসার পর এসব পদ ও নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া। আগামীকাল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক এসব প্রস্তাব অনুমোদন দেয়া হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ১২তম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় ২৩টি মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে নাম-পদসৃজন এবং নিয়োগ বিধিমালার সংশোধনের প্রস্তাব সভায় উপস্থাপন করা হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সচিবদের যথাসময়ে বৈঠকে যোগ দিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে তৈরি প্রস্তাবগুলোর পাঠানো হয়েছে। প্রস্তাব গুলোর মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী শিক্ষা কর্মকর্তাদের পদবি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রস্তাব বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ‘শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে ‘প্রাথমিক শিক্ষা অফিসার’ করা হচ্ছে। এ ছাড়া উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের পদবি পরিবর্তন করে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার করা হচ্ছে। দুই ক্ষেত্রেই নবম গ্রেডে (প্রথম শ্রেণি) বেতন-ভাতা পান কর্মকর্তারা। পদের নাম বদলালেও আগের মতোই বেতন-ভাতা পাবেন তারা। একইভাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষা অফিসারদের পদ হবে ‘সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’। উপজেলা বা থানার ক্ষেত্রেও একই পরিবর্তন আনা হচ্ছে। এই কর্মকর্তারা আগের মতোই দশম গ্রেডে বেতন-ভাতা পাবেন।
গত ১২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো পদনাম পরিবর্তনের সার-সংক্ষেপে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদটি ‘মার্শাল ল কমিটি অন অর্গানাইজেশনাল সেট আপ’ কমিটির সুপারিশকৃত একটি পদ। গত ২০২৩ সালের জেলা প্রশাসক সম্মেলনে চুয়াডাঙ্গার ডিসি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা পর্যায়ের উপজেলা শিক্ষা অফিসার পদটির নাম পরিবর্তন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাম করার প্রস্তাব দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রস্তাবে সম্মতি দেয়। কিছু শর্ত সাপেক্ষে অর্থ মন্ত্রণালয়ও পদনাম পরিবর্তনে সম্মতি দিয়েছে। দুই মন্ত্রণালয়ের সম্মতির পর এখন সরকারি আদেশ বা জিও জারির জন্য প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ বাধ্যতামূলক। এজন্য এ কমিটিতে প্রস্তাবটি উস্থাপনের জন্য পাঠানো হয়েছে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে সরকারী হিসাবরক্ষণ কর্মকর্তার ১ একটি পদ সৃজন। যৌথমূধন কোম্পানী ও র্ফামগুলোর পরিদপ্তরের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৭টি পদ সৃজন।
বানিজ্য মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৬টি ক্যাডার পদ সৃজন। স্বাস্থ্য সেবা বিভাগের সাংগঠনিক কাঠামোতে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য ৫টি ও তামাক নিয়ন্ত্রণ সেলের জন্য ৫টি পদসহ মোট ১০টি ক্যাডার পদ এবং অস্থায়ীভাবে ৩০টিসহ ৪০পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। নাসিংও মিডওয়াইফারি অধিদপ্তরে আওতায় দেশের ১৯টি মেডিকেল কলেজ হাসপাতাল ও ৬৩টি জেলা সদর হাসপাতালে রাজস্ব খাতে অস্থায়ীভাবে মিডওয়াইফ এর ৫১৮টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন এডহক ভিত্তিক নিয়োগকৃত ও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত১৯৮৯জন চিকিৎসক এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত ও স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৩৫৭জন চিকিৎসক কর্মকর্তাদের চাকরি স্থায়ীকরণের নিমিত্তে বিধিমালা সংশোধনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব করা হয়েছে। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৫টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। বিএসটিআই এর সাংগঠনিক মাঠামোতে এন এম এল এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১০টি পদ সৃজনের প্রস্তাব। প্রধান বয়লার পরিদর্শকের কাযালয়ের (কর্মচারী) নিয়োগ বিধিমালা,২০২৩ অনুমোদনের প্রস্তাব। বাংলাদেশ জাহাজ পুর:প্রক্রিয়াজাতকরণ বোর্ডের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১১টি পদ সৃজনের প্রস্তাব। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিশদের অধীনে হাইড্রোজেন এনার্জি গবেষণাগার এর জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৫টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। ন্যাশনাল ইনষ্টিটিউট অব বায়োজটেকনোলজি (কর্মকর্তাও কর্মচারী) চাকরী প্রবিধানমালা ২০১১ এর তফসিলের অফিস সহায়ক পদ অন্তভুক্তকরণের প্রস্তাব। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে রাজস্ব খাতে স্থায়ীভাবে ৭টি ক্যাডার পদ সৃজনের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ অর্ধনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের কাঠামোতে ২০১১ সালের সৃজিত অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটরের ১৮টি পদ আউটসোসিং এর পরিবর্তে রাস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের প্রস্তাব। কুষ্ঠিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কাউদিয়া এলাকায় স্থানান্তর করে কাউদিয়া থানা নামকরণ এবং কাউদিয়া পুলিশ ক্যাম্পকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্প হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছে জননিরাপত্তা বিভাগ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুারোর প্রধান কার্যালয়ের জন্য উপপরিচালকের জন্য ৭টি পদ সৃজনের প্রস্তাব। বিআইডব্লিউটিসি এর চীফ মেডিকেল অফিসার এর জন্য একটি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের ভুতাপেক্ষ অনুমোদনের প্রস্তাব। কারা অধিদপ্তরের বিভিন্ন পদের পদনাম পরিবর্তনের প্রস্তাব। কৃষি নীতি সহায়ক ইউনিট (কর্মচারী) নিয়োগবিধিমালা,২০২৩ অনুমোদনের প্রস্তাব। বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি পাহাড়কাঞ্চনপুর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটি বীর উত্তম সুলতারন মাহমুদ হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারিকরণের পূর্বে কর্মরত শিক্ষা-কর্মচারীদের আক্তীকরণের লক্ষ্যে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১৩৩টি পদ সৃজনের প্রস্তাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

রাঙা সকালে শাবনাজের না বলা কথা

জে-হোপের সুইট ড্রিমস

ঈদে চ্যানেল অইতে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

বিশাল আয়োজনে যুক্তরাষ্ট্রে জেমসের কনসার্ট

অ্যাভাটারের তৃতীয় পর্ব মুক্তি পাবে ১৯ ডিসেম্বর

মাইকেল চাকমাকে পাসপোর্ট দিতে রুল

কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরির চেষ্টা করছে : মির্জা আব্বাস

জুলাই-আগস্টে ঢাবি ক্যাম্পাসে সহিংস ঘটনার তদন্ত প্রতিবেদন ভিসির কাছে হস্তান্তর

বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় তাক্বওয়ার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে Ñজমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

শিক্ষার্থী ধর্ষণ মামলায় খালাস পেলেন উপসচিব রেজাউল করিম

চার্চের শিক্ষক সুব্রত বৈদ্য হত্যায় সব আসামি খালাস

জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনের অধীনে রাখতে নরসিংদীতে কর্মবিরতি

আছিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য লজ্জাজনক : ইউট্যাব

সংস্কার সুপারিশ নিয়ে মতামত দিয়েছে ৭ দল, ১৬ দল সময় চেয়েছে

ঢাকা সংবাদপত্র হকার্স সুপারভাইজার সমিতি গঠিত

রামপালে অবাধে চলছে ঘের দখল ও চাঁদাবাজি

মৌলভীবাজার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার

সুন্দরবনের কাঠসহ ১০ চোরাকারবারী আটক

কক্সবাজার মেডিক্যাল কলেজকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন

নোবিপ্রবিতে ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন উদ্বোধন