ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
গতিপথ বাংলাদেশ উপকূলের দিকে : আঘাত আগামীকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তি অর্জন করছে ঘূর্ণিঝড়টি অসহ্য ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ে দুর্বিষহ জীবন : সারা দেশে তাপপ্রবাহ সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪০, ঢাকায় ৩৮.৯ ডিগ্রি : কাল স্বস্তির বৃষ্টির আভাস

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

Daily Inqilab শফিউল আলম

২৫ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৫ মে ২০২৪, ১২:০২ এএম

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। গতকাল শুক্রবার রাত পর্যন্ত গভীর নিম্নচাপটি এর পরের ধাপে এটি ক্রমেই আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পথে। বাংলাদেশ, ভারতসহ আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলো আরও জানায়, ঘনীভূত ও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সাথেই এর নাম হবে ‘রেমাল’। ‘রেমাল’ ওমানের দেয়া নাম। এটি আরবি শব্দ। যার অর্থ বালু। তাছাড়া ‘রেমাল’ নামে আফগানিস্তানে একটি শহর আছে। বঙ্গোপসাগরে রেমাল ‘প্রবল শক্তিশালী’ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সর্বশেষ পূর্বাভাসে ভারতের আবহাওয়া বিভাগ জানায়, ‘প্রবল ঘূর্ণিঝড়ে’র গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। যা দমকা থেকে ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১৩০ কি.মি.। ঘূর্ণিঝড়ে ‘রেমাল’ আগামীকাল রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। এটি ক্রমেই উত্তর, উত্তর-পূর্ব দিকের গতিপথে অগ্রসর হচ্ছে। প্রবল শক্তিশালী এই ঘূর্ণিঝড় ‘রেমালে’র গতিমুখ খেপুপাড়া-পটুয়াখালী হয়ে সুন্দরবন-সংলগ্ন খুলনা এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি। ‘রেমাল’ হতে পারে বড় আকার ও পরিধির ঘূর্ণিঝড়।
এটি গতকাল রাত পর্যন্ত বাংলাদেশের উপকূল থেকে প্রায় সাড়ে ৬শ’ কি.মি. দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। গতকাল সকালে বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। ঘূর্ণিঝড় ‘রেমালে’র আগাম প্রভাবে সারা দেশে তাপপ্রবাহের সঙ্গে অসহনীয় ভ্যাপসা গরম পড়ছে। উপকূলীয় অঞ্চলে গুমোট আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের জন্য বলা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের ঘূর্ণিঝড় সতর্কীকরণ বিভাগের বিজ্ঞানী কৃষ্ণ মিশ্র বিশেষ বুলেটিনে জানান, গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে আজ শনিবার সকালে ঘূর্ণিঝড় ‘রেমালে’ পরিণত হওয়ার পর এর গতিবেগ থাকবে বিভিন্ন সময়ে ঘণ্টায় ৬০ থেকে ৭০ এবং ৮০ থেকে ৯০ কি.মি., যা দমকা থেকে ঝড়ো হাওয়ায় যথাক্রমে ৮০ থেকে একশ’ কিলোমিটার। পরবর্তীতে আজ মধ্যরাতে অথবা আগামীকাল রোববার এটি আরও শক্তি অর্জন করে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হলে তখন ‘রেমালে’র গতিবেগ থাকবে বিভিন্ন সময়ে ঘণ্টায় একশ’ থেকে ১১০ এবং ১১০ থেকে ১২০ কি.মি., যা দমকা থেকে ঝড়ো হাওয়ায় যথাক্রমে ১২০ থেকে ১৩০ কিলোমিটারে উঠতে পারে। ‘রেমাল’ উত্তর, উত্তর-পূর্ব দিকে চলমান থাকবে।
এদিকে আবহাওয়া বিভাগের (বিএমডি) বিশেষ বুলেটিনে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, পূর্ব-মধ্য ও এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় রয়েছে। এটি গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬৮০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭১০ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৭০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সারা দেশে অসহ্য ভ্যাপসা গরম : জ্যৈষ্ঠের তাপদাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্ববর্তী নিম্নচাপের সক্রিয় প্রভাবে সারা দেশের অসহ্য ভ্যাপসা গরম পড়ছে। অব্যাহত রয়েছে উচ্চ তাপপ্রবাহ। দেশের অনেক জায়গায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৭ থেকে প্রায় ২৯ সেলসিয়াসের ডিগ্রির ঘরে উঠে গেছে। দিনে-রাতে গরমে অসহনীয় দুর্ভোগ। সেই সাথে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিল পাবনায় ৩৮.৫ ডিগ্রি সে.। গতকাল রাজধানী ঢাকায়ও তাপমাত্রা বেড়ে হয়েছে সর্বোচ্চ ৩৮.৯ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সে.।
আবহাওয়া বিভাগের সারা দেশে ৪৪টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে গতকাল ৪১টিতেই মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যায়। সবক’টি জেলাতেই তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নোয়াখালীতে ৪০, সীতাকুণ্ডে ১২, টেকনাফে ৭, রাঙ্গামাটিতে ৩ মিলিমিটার বৃষ্টি ছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামীকাল রোববার দেশে স্বস্তির বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিন দিনের পূর্বাভাস : আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের সবক’টি বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমে-ঘামে জনজীবনে অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকালে রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা তথা জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৮০ শতাংশ, সন্ধ্যায় তা ছিল ৪৫ শতাংশ। যা অস্বাভাবিক বেশি।
আগামীকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. হ্রাস পেতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, দেশের সবক’টি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সে. এবং রাতের তাপমাত্রা এক থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সঙ্কেত দেখাতে বলা হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি

মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মোংলায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান