ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১
৯ নম্বর মহাবিপদ থেকে সংকেত ৩ -এ নামিয়ে আনা নিয়ে প্রশ্ন চট্টগ্রামে রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় কোন জাহাজ ভিড়তে পারেনি বন্দরে : ইপিজেড শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত : টানা বর্ষণ পানিবদ্ধতায় সীমাহীন জনদুর্ভোগ

বন্দর বাণিজ্যে কাটেনি অচলাবস্থা

Daily Inqilab রফিকুল ইসলাম সেলিম

২৮ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৮ মে ২০২৪, ১২:০২ এএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাগর উত্তাল থাকায় গতকাল সোমবার রাত পর্যন্ত চট্টগ্রাম বন্দর জেটিতে কোন জাহাজ ভিড়তে পারেনি। একই কারণে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাসও ছিল কার্যত বন্ধ। তবে সীমিত আকারে বন্দর চত্বর থেকে পণ্য খালাস শুরু হয়। এর ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা তিনদিনের মত অচলাবস্থা বিরাজ করছে দেশের প্রধান সমুদ্রবন্দরে। এতে আমদানি রফতানি কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে।

চট্টগ্রামের তিনটি ইপিজেডসহ শিল্প কারখানাগুলোতে উৎপাদনের চাকা থমকে আছে। চাক্তাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জের ব্যবসা বাণিজ্যেও কাটেনি অচলাবস্থা। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা ভারি বর্ষণ সেই সাথে প্রবল জোয়ারে গতকাল ফের তলিয়ে গেছে চট্টগ্রাম। মূল সড়ক, অলিগলি, বাসা-বাড়ি, দোকান-আড়তে পানি ঢুকেছে। নগরীর অনেক এলাকা তলিয়ে যায় হাঁটু থেকে কোমর সমান পানিতে। তাতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়। সৃষ্টি হয়েছে ব্যাপক ভোগান্তি। স্থবির হয়ে পড়ে জীবন-জীবিকা।

ঘূর্ণিঝড়ের কারণে প্রায় দ্ইুদিন বন্ধ থাকার দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু সাগর উত্তাল থাকায় রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেটি থেকে বহির্নোঙরে নিরাপদে ফিরে যাওয়া কোন জাহাজ জেটিতে ফিরতে পারেনি। বন্দরের কর্মকর্তারা আশা করছেন, বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া থেমে যাওয়ায় আগামীকাল সকাল থেকে বন্দর জেটিতে জাহাজ ভেড়ানো সম্ভব হবে। বন্দর চত্বর থেকে পণ্য খালাস কার্যক্রম চলেছে। জেটিতে কোনো জাহাজ না থাকায় পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে রফতানি পণ্যবাহী যানবাহন ডিপোগুলোতে আসতে শুরু করেছে। কিন্তু জেটিতে জাহাজ না থাকায় ডিপো থেকে পণ্য জাহাজিকরণের জন্য বন্দরে নেয়া যাচ্ছে না।

রোববার রাতে রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়ে। গতকাল বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম ও কক্সবাজারে দেওয়া ৯ নম্বর মহাবিপদ সংকেতও প্রত্যাহার করা হয়। এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের এ ঘোষণার পর বেলা ১১টায় চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সতর্কতা প্রত্যাহার করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টার জোয়ারে সাগর থেকে ১৯টি জাহাজ জেটিতে আনার প্রক্রিয়া শুরু হয়। তবে কর্ণফুলী নদী ও সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় বন্দরের পাইলটরা সাগরে নোঙর করে রাখা জাহাজে যাওয়ার সুযোগ পাননি। ঝুঁকি বিবেচনায় একটি জাহাজও জেটিতে আনা যায়নি। চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে কোনো জাহাজ জেটিতে আনা যায়নি। তবে পচনশীল নয়, এমন পণ্য বন্দর চত্বর থেকে খালাস হচ্ছে। এদিকে ৯ নম্বর মহাবিপদ সংকেত থেকে একলাফে তা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতে নামিয়ে আনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর সংশ্লিষ্টরা। কারণ ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ উপকূল আঘাত হানার পরও গতকাল প্রায় দিনভর সাগর প্রচণ্ড উত্তাল ছিল। সেই সাথে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় আবহাওয়া ছিল বিরূপ। মূলত এ কারণে ঝুঁকি এড়াতে বন্দর জেটিতে জাহাজ ভেড়ানো যায়নি।

ঘূর্ণিঝড় রিমালের সম্ভাব্য ক্ষতি এড়াতে রোববার সকালের জোয়ারে বন্দরের জেটি থেকে ১৯টি জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাতে বন্দর জেটি ফাঁকা হয়ে যায়। বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানো ও বন্দর চত্বর থেকে পণ্য খালাসের মতো সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। দিনভর বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে বহির্নোঙরে মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য খালাস ব্যাহত হয়। তার প্রভাবে কর্ণফুলীর ১৬টি ঘাটে পণ্য ওঠানামা স্থবির ছিল। মহাসড়কে আমদানি-রফতানি পণ্যবাহী ভারী যানবাহন ছিলো হাতে গোনা।

১৭ ঘণ্টা বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ভোর ৫টা থেকে যথারীতি শুরু হয়েছে। রোববার দুপুর ১২টা থেকে গতকাল ভোর পর্যন্ত বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ ছিল। অন্যদিকে ১৮ ঘণ্টা পর চালু হয়েছে কর্ণফুলীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান টানেলে যানবাহন চলাচল। চট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেডসহ সরকারি বেসরকারি তিনটি ইপিজেড ও শিল্প অঞ্চলগুলোতে কল-কারখানার চাকা এখনো পুরোদমে সচল হয়নি। কর্ণফুলী ও চট্টগ্রাম ইপিজেড এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। অনেক কারখানা ও গুদামে পানি প্রবেশ করে। তাতে মালামাল ও মেশিনপত্র বিনষ্ট হয়। বৈরী আবহাওয়ার কারণে বেশির ভাগ কারখানার শ্রমিক উপস্থিতি ছিলো হাতেগোনা। তাতে উৎপাদন ব্যাহত হয়েছে। চট্টগ্রামের গ্যাস সরবরাহ এখন পুরোপুরি এলএনজিনির্ভর। সাগর উত্তাল থাকায় মাতারবাড়ির এলএনজি স্টেশন থেকে এলএনজি সরবরাহ বিঘ্নিত হয়। তাতে চট্টগ্রামের শিল্প কারখানা ও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। আবার ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন থাকে। তাতে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হয়।
দেশের অন্যতম বাণিজ্যিক এলাকা চাক্তাই, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জে ব্যবসা-বাণিজ্য থমকে আছে। দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে নগরীর মার্কেট, বিপণীকেন্দ্র, দোকানপাট বন্ধ ছিলো। মহানগরীর অনেক এলাকা তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলও কমে যায়। পানিতে তলিয়ে খালি সড়কগুলো রীতিমত খালের রূপ নেয়।

রিমালের প্রভাবে ভোর থেকে চট্টগ্রামে টানা ভারি বর্ষণ শুরু হয়। সেই সাথে প্রবল জোয়ারের কারণে নগরীর বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যায়। এদিন সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ২০৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। প্রবল বর্ষণের সাথে ঝড়ো ও ধমকা হাওয়ায় অনেক এলাকায় গাছের ঢাল, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। তাতে অনেক এলাকায় বিদ্যুৎসংযোগ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন বাসা-বাড়িতে পানি উঠে যাওয়ায় সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় নগরবাসীকে।

টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অফিসগামী ও শ্রমজীবীরা। বন্ধের সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় নগরীতে অনেক স্কুল-কলেজ খোলা ছিলো। শিশুদের স্কুলে পৌঁছাতে গিয়ে অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। পানিবন্দি বাসায় আটকে পড়েন খোদ সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। তার বহদ্দারহাটের বাসার সামনের হাঁটু পানি দেখা যায়। নগরীর চকবাজার, বহদ্দারহাট, হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, ষোলশহর দুই নম্বর গেইট, বাকলিয়া, প্রবর্তক মোড়, বাদুরতলাসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। এতে রাস্তায় ছোট তিন চাকার যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বাস, প্রাইভেট কারসহ বড় যানবাহন চলাচলেও বেগ পেতে হয়। পানিতে ডুবে সিএনজি চালিত অটোরিকশাসহ অনেক যানবাহন রাস্তায় বিকল হয়ে যায়। বৃষ্টিপাত কমে আসায় বিকেল নাগাদ অনেক এলাকায় পানি সরে গেলেও পানির সাথে ভেসে আসা ময়লা-আবর্জনা রয়ে যায়। তাতে এলাকায় দুর্বিষহ পরিবেশের সৃষ্টি হয়। নালা-নর্দমা থেকে ভেসে আসা ময়লা-আবর্জনায় সয়লাব হয়ে যায় সড়ক, অলিগলি, বাসা-বাড়ি ও দোকানপাট। পাহাড় থেকে নেমে আসা বালি-মাটিতে ঢেকে যায় রাস্তাঘাট, অলিগলি।

নগরীর পানিবদ্ধতা নিরসনে প্রায় ১১ হাজার কোটি টাকায় চারটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। অভিযোগ উঠেছে, এই তিন সংস্থার কাজে একদমই সমন্বয় নেই। কাজ চলছে যার যার মতো করে। ফলে প্রকল্পগুলোয় অগ্রগতি নেই। বৃষ্টি হলেই ডুবছে নগরী। সর্বশেষ চলতি মাসের ৬ তারিখ মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকা। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমী সাংবাদিকদের বলেন, টানা ভারি বৃষ্টির কারণে পানি জমে থাকছে। আমরা কয়েকটি টিম করেছি। তারা জমে থাকা পানি দ্রুত অপসারণে কাজ করেছে। তবে ভারী বর্ষণের সময় প্রবল জোয়ার থাকায় পানি দ্রুত সরতে পারেনি। তাতে পানিবদ্ধতা বেশি হয়েছে।

এদিকে নগরীর পাশাপাশি জেলার বিভিন্ন এলাকাও বৃষ্টি এবং জোয়ারে প্লাবিত হয়েছে। সীতাকুণ্ড, মীরসরাই, আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, রাউজান, লোহাগাড়া ও ফটিকছড়ি উপজেলার বেশকিছু এলাকাতেও বৃষ্টির পাশাপাশি জোয়ারের পানিতে তলিয়ে গেছে। প্রবল বর্ষণে নগরীর জনজীবন স্থবির হয়ে পড়ে। তাতে বেশি বিপাকে পড়ে শ্রমজীবী ও দিনমজুরেরা। তারা কর্মহীন হয়ে পড়ে। পানিবন্ধি হয়ে পড়ায় অনেকে কাজেও যেতে পারেনি। নগরীর হাটবাজারগুলোতে পানি উঠে যায়। তাতে মালামাল বিনষ্ট হয়। ফলে লোকসান গুনতে হয় ক্ষুদে ব্যবসায়ী ও হকারদের।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আবু সাঈদ হত্যা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের চিহ্নিত করতে বেরোবিতে তদন্ত কমিটি গঠিত

আবু সাঈদ হত্যা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের চিহ্নিত করতে বেরোবিতে তদন্ত কমিটি গঠিত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ২

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ২

বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার উপদেষ্টা

জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার উপদেষ্টা

কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

মেরিনারের দায়িত্ব নিলেন সা‌মির কা‌দের চৌধুরী

মেরিনারের দায়িত্ব নিলেন সা‌মির কা‌দের চৌধুরী

বাফুফের সভাপতি পদে এবার দৃশ্যপটে তাবিথ

বাফুফের সভাপতি পদে এবার দৃশ্যপটে তাবিথ

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা