ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
পুরান ঢাকার গেন্ডারিয়ায় সড়কে জাল ফেলে মাছ শিকার ছোট-বড় নালা-নর্দমা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানিবদ্ধতা সৃষ্টি হয়

রাজধানীর সড়কে হাঁটুপানি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৯ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ২৯ মে ২০২৪, ১২:০০ এএম

রাজধানীর সড়কের পানি বৃষ্টি থামার পরও সরেনি। কোথাও পায়ের গোড়ালি আবার কোথাও হাঁটু সমান ময়লা পানি। জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষজন পানি মাড়িয়েই কর্মস্থলে যাচ্ছেন। কেউ পানিবদ্ধ থাকা রাস্তাটুকু ভ্যানগাড়িতে আবার কেউ রিকশায় পার হচ্ছেন। এমন চিত্র রাজধানীর বেশ কয়েকটি এলাকার। গতকাল মঙ্গলবার সকালেও কাজের তাগিদে পথে বেরিয়ে পানিবদ্ধতার ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ২২৪ মিলিমিটার বৃষ্টিপাতে বেশি সমস্যায় পড়েছেন রাজধানীর বাসিন্দারা। সকালে নিজ নিজ কাজে পথে বেরিয়ে পানিবদ্ধতার কারণে বিভিন্ন এলাকায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কের পানি পৌঁছে গেছে ফুটপাথ পর্যন্ত।
রাজধানীর গেন্ডারিয়া এলাকার একটি সড়কে টানা বৃষ্টির কারণে পানি জমে যায়। সেখানে জাল ফেলে মাছ শিকার করেছেন এলাকাবাসী।
সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা মহানগরীর খালগুলো ভরাট করে পরিকল্পনাহীনভাবে বাড়িঘর, রাস্তাঘাটসহ নানা নগর অবকাঠামো তৈরি করা হয়েছে। ফলে অনেক জায়গায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ছোট-বড় নালা-নর্দমা ময়লা-আবর্জনায় পরিপূর্ণ থাকায় সামান্য বৃষ্টিতেই নগরীর নিম্নাঞ্চল পানিতে ডুবে যায়। এ ছাড়া ঢাকা শহরে বর্জ্য ব্যবস্থাপনাও চরম নাজুক। কঠিন বর্জ্য অপসারণের জন্য এখানে নেই পর্যাপ্ত ডাস্টবিন ও কনটেইনার। যা আছে তাও সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিয়মিত পরিষ্কার না করায় ময়লা উপচে রাস্তার পাশে উন্মুক্ত ড্রেনে গিয়ে পড়ে এবং ড্রেনের সুয়ারেজ প্রবাহ বন্ধ করে দেয়। বর্জ্যমিশ্রিত বৃষ্টির অতিরিক্ত পানি ড্রেন উপচিয়ে রাস্তাঘাট সয়লাব করে দেয়। বৃষ্টির পানি ও বিপুল পরিমাণ তরল বর্জ্য অপসারিত হতে না পেরে পানিবদ্ধতার সৃষ্টি করে।
এদিকে বর্ষা মৌসুম এলেই সেবামূলক সংস্থাগুলোর উন্নয়নমূলক কাজের প্রতিযোগিতা গোঁদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে বলে জানান ভুক্তভোগীরা। তারা বলছেন, মাঝারি ও ভারী বৃষ্টিতে যেসব সড়কে পানিবদ্ধতা সৃষ্টি হয়, ওইসব রাস্তার আশপাশে কোথাও-না কোথাও খোঁড়াখুঁড়ির কাজ চলছে। কোথাও বা রাস্তার পাশের বড় বড় খাদ, মাটি ও নির্মাণ সামগ্রীর স্তূপ বৃষ্টির পানি চলাচলে বাধা দিয়ে পানিবদ্ধতা সৃষ্টিতে মুখ্য ভূমিকা রেখেছে।
এলাকাবাসীরা জানান, রাস্তা যখন ভাঙা ছিল, তখন তাও অপেক্ষাকৃত ভালো ছিল। বৃষ্টি এলে নোংরা পানি অন্তত বাসায় ঢুকতো না। এখন রাস্তা ঠিক করার নামে পুরো রাস্তা কেটে এমন অবস্থা করে রেখেছে, সামান্য বৃষ্টিতেও নোংরা কাদা-পানি দিয়ে হেঁটে চলা ছাড়া কোনো উপায় থাকে না। বিশেষ করে খানাখন্দ করে রাখার জন্য পানি জমে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও থাকে। কখনো গ্যাস লাইন, কখনো সুয়ারেজ কিংবা রাস্তার উন্নয়ন কাজের আড়ালে, একই রাস্তা বারবার কেটে শুধুই পকেট ভারী করছে এক শ্রেণির ঠিকাদার। ফলে জনগণ সার্বিকভাবে উন্নয়নের সুফল পাচ্ছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল সকালের মাঝারি বৃষ্টিতেই মিরপুরের কাজীপাড়া থেকে শেওড়াপাড়া পর্যন্ত তৈরি হয় পানিবদ্ধতা। ময়লা আবর্জনায় আটকে থাকা ড্রেনগুলো পরিষ্কার করতে নামে উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। বৃষ্টির পানিতে প্রায় অচল ছিলো মিরপুর দশ নম্বর, ১১ নম্বর, ইব্রাহীমপুরসহ আশপাশের এলাকা। রাজধানীর বাড্ডা, গ্রিনরোড, আরামবাগ, টিকাটুলি, নিউমার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর ১০, ১৩ ও ১৪ নম্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকা, ইসিবি, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়ক, বারিধারা কিছু রাস্তা এবং এসব সড়কের আশপাশের অলি-গলিতে পানি জমে পানিবদ্ধতা তৈরি হয়েছে।
টানা বর্ষণে তলিয়ে গেছে যাত্রাবাড়ি এলাকার বেশিরভাগ রাস্তাঘাট। বিশেষ করে প্রায় পুরো মাতুয়াইল এলাকা এখনো পানির নিচে। যাত্রাবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে সড়কের একটি অংশ পানিতে তলিয়ে আছে। পার্শ্ববর্তী জনতাবাগ, মদিনাবাগ, রায়েরবাগ এলাকার রাস্তাঘাটও পানিবদ্ধ দেখা গেছে। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় অনেকেই পড়েছেন চরম দুর্ভোগে।
পূর্ব রামপুরা এলাকায় পানিবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বেগ পেতে হয় অফিসগামী মানুষদের। রাস্তার পাশে বাজারে অনেক দোকানে পানি দেখা গেছে। এতে কিছু দোকান বন্ধও রয়েছে। পানি জমা রাস্তায় রিকশা পাওয়া যাচ্ছে কম, বাড়তি চাওয়া হচ্ছে ভাড়া।
নদ্দা ও জোয়ার সাহারা বাজার দিয়ে ঢোকা দুই সড়কে সামান্য বৃষ্টিতে হাঁটুপানি জমা নৈমিত্তিক ঘটনা। প্রগতি সরণির প্রধান সড়কেও পানি জমে। রাত ১২টার দিকে ওই সড়কে হাঁটুপানি দেখা গেছে। সকালেও সে পানি পুরোপুরি সরেনি। আশপাশের অনেক ভবনের নিচে পানি জমে গেছে। নিচু টিনশেড বাড়িগুলোর একাংশ এখনো পানির নিচে। এসব বাড়ির মানুষ খাটের ওপর বসে দিন কাটাচ্ছে। ঘরের পানি কিছুক্ষণ পরপর সেচে কমালেও আবার ঢুকছে বলে জানান ভুক্তভোগীরা।
এছাড়া অফিস ও স্কুলগামী মানুষ বিপাকে পড়েছে বেশি। রিকশা না পেয়ে অনেককে ময়লা পানি মাড়িয়ে স্কুল কিংবা কর্মস্থলে যেতে দেখা গেছে। এছাড়া মালিবাগের বিভিন্ন সড়কেও পানি জমে আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মালিবাগ মোড় থেকে রাজারবাগ পুলিশ লাইনসের সামনের সড়কে হাঁটুপানি জমে থাকতে দেখা গেছে।
মিরপুর সড়কে নুরজাহান মার্কেট ও ধানমন্ডি হকার্স মার্কেটের সামনের মূল সড়কে পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। এছাড়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সামনে পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েন আশপাশের বাসিন্দা ও প্রশিক্ষণে আসা বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।
নিউমার্কেট এলাকার এক দোকানি বলেন, বৃষ্টি হলেই নিউমার্কেট এলাকায় পানি জমে যায়। এটি কোনো নতুন চিত্র না। বৃষ্টির পানি জমে রাস্তায় হাঁটার অবস্থা নেই। প্রতি বছর এলাকায় পানিবদ্ধতা হয়, অথচ এর প্রতিকারের কোনো ব্যবস্থা নেয়া হয় না। আর ভোগান্তি পোহাতে হয় আমাদের। আশিক নামের এক ব্যবসায়ী বলেন, বৃষ্টি হলে ধানমন্ডি হকার্স মার্কেট, নুরজাহান মার্কেটে পানি উঠে যায়। কারণ, সড়কের চেয়ে এই মার্কেটের ফ্লোর খানিকটা নিচু। সেজন্য সব সময় আমরা শঙ্কার মধ্যে থাকি। রাতের বৃষ্টিতে বাইরের ফুটপাথে দোকানগুলোতে পানি উঠলেও মার্কেটের ভেতরে ফ্লোরে পানি এসেছে। আরেক ব্যবসায়ী বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই নাজুক। যার কারণে ভারী বৃষ্টিপাত হলেই সড়ক ডুবে যায়। এখন যে পরিমাণ পানি আছে, তা ধীরে ধীরে সরে যাবে। কিন্তু আবার যদি বৃষ্টি হয় তাহলেই সমস্যা হবে।
নার্গিস নামের এক চাকরিজীবী নারী বলেন, সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বের হওয়ার পরে দেখি সড়কে হাঁটু সমান পানি। ওই সময় কোনও রিকশাও পাইনি। বহু কষ্টে রিকশা পাওয়া গেলেও ভাড়া অতিরিক্ত দিতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে হাঁটু পানি জমে যায়। দেখার কেউ নেই। এই আবাসিক এলাকায় হাজার হাজার মানুষ থাকেন। তাদের কথা চিন্তা করে হলেও কর্তৃপক্ষের দ্রুত এই সমস্যার সমাধান করা উচিত। আরামবাগ এলাকার বাসিন্দা আবুল হাসান রুবেল বলেন, বর্ষা এলেই সেবা সংস্থাগুলো মনে পড়ে তাদের উন্নয়ন কাজ করতে হবে। সারা বছর খবর থাকে না। এবারো মতিঝিল এলাকার রাস্তা কেটে উন্নয়ন কাজ চলছে। এ কারণে পানি কোথাও যেতে পারছে না। তাই অল্প বৃষ্টিতেই পানিবদ্ধতা তৈরি হয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে মানুষজনকে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি পাচ্ছে না ইউক্রেন

গাজা-লেবাননে নিহত আরো ২২২

গাজা-লেবাননে নিহত আরো ২২২

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

আসাদের সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত এরদোগান

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা মামলায় রায়হানের দোষ স্বীকার

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

গণহত্যাকারী কোন রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকে না: আসাদুজ্জামান রিপন

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ভোটের অধিকার ফিরিয়ে আনা জন্য আমাদের লড়াই চলছে : গয়েশ্বর চন্দ্র রায়

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

ইনসি ইকো প্লাস সিমেন্ট নিয়ে এলো বাংলাদেশের সমূদ্র তীরবর্তী অঞ্চলের উপযোগী করে দীর্ঘস্থায়ী স্থাপনা নির্মাণের সমাধান

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

হাত-পা ও চোখ বেঁধে ঝুলিয়ে পেটানো হয় --- আবু বাকের

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

দৈনিক রাজবাড়ী কন্ঠে" প্রকাশকের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুর সাংবাদিক জোটের প্রতিবাদ সভা

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ তথ্যপ্রযুক্তি উপদেষ্টার

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

শ্রীলঙ্কার চীনপন্থি প্রেসিডেন্ট দিশানায়েকে কি ভারতের জন্য চ্যালেঞ্জ?

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

ফুটবলের মাঠে চমক দেখাতে চান তাবিথ আউয়াল

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

এবার ফাঁস হলো রাবি শিবির সভাপতির পরিচয়

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নদী দখলকারীদের উচ্ছেদে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে - পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন