উপকূলের প্লাবিত এলাকায় নারী ও শিশুরা স্বাস্থ্যঝুঁকিতে
০২ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০২ জুন ২০২৪, ১২:০৩ এএম
‘একবেলা না খাইয়ে থাকা যায়, কিন্তু বাথরুম না কুরি থাকা যায় না। দিনির বেলায় কোন উপায় থাকে না, তাই চাপ আসলি কষ্ট কুরি থাকতি হয়। আন্ধার হওয়ার অপেক্ষায়।’ কথাগুলো বলছিলেন কয়রা উপজেলার দশহালিয়া গ্রামের রেবেকা বেগম।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভন্ড হয় উপকূল। ঝড়ের সময় উপকূলীয় এলাকা প্রায় ৩৬ ঘণ্টা তাণ্ডবের শিকার হয়। স্থানীয়দের চেষ্টায় সেই সময় বেঁড়িবাঁধ ঠিকাঠাক থাকলেও পরের দিন দুপুরের পর থেকে প্লাবিত হতে শুরু করে উপকূলের অনেক এলাকা। এর মধ্যে খুলনা জেলা কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া, পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের তেলীখালি গ্রামের বাঁধ। এ কারণে কয়রায় প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয় কপোতাক্ষের জোয়ারের নোনা পানিতে।
স্থানীয়রা জানায়, দশালিয়া ছাড়ও এ এলাকার আরো ৮-১০ জায়গায় বেঁড়িবাঁধ ভেঙেছে। অন্যদিকে পাইকগাছার তেলীখালি গ্রামের বাঁধ ভাঙনে দেলুটী ইউনিয়নের ৭,৮ এবং ৯ নম্ব ওয়ার্ডের প্রায় ১৩ গ্রাম ভদ্রা নদীর নোনা পানির নিচে। প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসে ভাঙে এসব এলাকার বেঁড়িবাঁধ। তবে প্লাবিত হলে সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে নারী ও শিশু। ঘূর্ণিঝড় রিমাল ২৬ থেকে আঘাত হানে উপকূলে। এরিমধ্যে কেটে গেছে ৬ দিন। এখনো পানিতে ডুবে আছে বসতভিটা, রাস্তাঘাট, তলিয়ে গেছে মাছের ঘের, ভেসে গেছে পুকুরের মাছ। এলাকা জুড়ে ডুবে আছে নদীর নোনা পানিতে। আর এ পানিতে ছড়িয়ে ভেসে আছে ময়লা, আবর্জনা, মৃত জীব, জন্তু। পানিতে দুর্গন্ধ। চারদিকে সেই পানি থৈ থৈ করছে। যতদুর চোখ যায় শুধু পানি আর পানি। কোথাও বুক আবার কোথাও অথৈ। বাঁধ ভাঙার দিন থেকে পানিতে আজো তলিয়ে আছে এখানকার ঘরবাড়ী, টিউবওয়েল, শৌচাগার। ৬ দিন একাধারে পানিবন্দী থাকায় নারী ও তরুণীরা শৌচাকর্ম সারতে পড়েছেন চরম বিপাকে। দেখা দিয়েছে শিশু খাদ্য সঙ্কট এবং সুপেয় পানি। এলাকার শৌচাগার পানিতে তলিয়ে যাওয়ায় রাতের আঁধার নামার অপেক্ষায় থাকতে হয় এখানকার নারীদের। নোনা ও দুর্গন্ধ পানিতে গোসল ও শৌচকর্ম সারায় স্বাস্থ্যগত সমস্যার ভয়ে রয়েছে তারা। তাই দ্রুত ভাসমান টয়লেটের ব্যবস্থা করাসহ মেয়েদের পিরিয়ড কালীন সময়ে ব্যবহারের জন্য ন্যাপকিন ও হাইজিন কিট সরবরাহের দাবি জানিয়েছে প্লাবিত এলাকার মানুষ।
কয়রা দশালিয়া গ্রামের নাজমা বেগম নামে এক নারীকে কোলের শিশু সন্তানের কান্না থামানোর চেষ্টা করতে দেখা যায়। কথা হয় তার সাথে। তিনি বলেন, বাড়ীঘর ডুবি গেছে। বাচ্চাটারে গরুর দুধ দিতি পারি নে। আমরাই শুকনো খাবার খাতিছি। তাই বুকের দুধও কম হচ্ছে। যারা সাহায্য কারে তারাতো শিশুদের জন্যি কিছু দেয় না।
এই এলাকার কালনা মহিলা মাদারসার দশম শ্রেণির এক ছাত্রী জানান, আমাদের পাড়ায় ২০/২৫ জন তরুণী আছে। চারদিকে পানির কারনে তারা স্যানিটারি ন্যাপকিন সঙ্কটে রয়েছে। তাই ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করতে হচ্ছে। তাতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার ঝুঁকি রয়েছে।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এম আর হাসান জানান, দুর্যোগে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় নারীরা। সেখানে স্বাস্থ্যসম্মত টয়লেট আর নিরাপদ পানির খুব অভাব থাকে। সেখানে নারীদের জন্য থাকে না কোনো স্বাস্থ্যকর ব্যবস্থাপনা। এজন্য উপকূলীয় এলাকায় পর্যাপ্ত পরিমাণ প্রাথমিক স্বাস্থ্য সেবার উপকরণ, ঔষধ ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ জামান বলেন, পানিবন্দি এলাকায় চিকিৎসার পাশাপশি মেডিকেল টিমকে জানিয়ে দেয়া হয়েছে, তারা যেন শিশুদের নিরাপত্তার জন্য অভিভাবকদের সতর্ক করে দেন, কেননা পানিতে শিশুরা থাকে খুব ঝুঁকিপূর্ণ অবস্থায়।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে কমপক্ষে ৩০ থেকে ৩৫ স্থানে ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে এর সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। প্রাথমিক পরিমাণ দাঁড়িয়েছে দেড় হাজার কোটি টাকা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছীতে সবুজ নামের এক যুবককে মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা
টাঙ্গাইলে নিরাপদ সড়কের দাবীতে রাস্তায় শিক্ষার্থী ও এলাকাবাসী
ফ্যাসিবাদ আওয়ামী লীগ জাতিকে বিভক্ত করেছে, আমরা বিভক্তি দুর করে এক্যবদ্ধ জাতী চাই- ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব
আগ্নেয়গিরির ছাইয়ের কারণে অস্ট্রেলিয়া-বালি ফ্লাইট বন্ধ
১০০০ গোলের স্বপ্ন এখনও দেখছেন রোনালদো?
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু
ফ্যাসিবাদী সাবেক মেয়র আতিক আবারও ৫ দিনের রিমান্ডে
একসঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ৪ ঘূর্ণিঝড়
"হিনার আবেগঘন পোস্টে দুশ্চিন্তায় ভক্ত-অনুরাগী"
নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি জাবি ছাত্রশিবিরের
ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস আলম
যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"