ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১
নেপালে গ্রেফতার সিয়াম কলকাতায়

পচন ধরা গোশতে মিলবে না ডিএনএ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ জুন ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ জুন ২০২৪, ১২:০২ এএম

কলকাতা ও বাংলাদেশ পুলিশের দাবি ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন গত ১৩ মে। ঘটনার পর ১৬ দিন পর ঘটনাস্থল নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হয় গোশতের কিছু টুকরো। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, টুকরোগুলো আনারের শরীরের খণ্ডিত অংশ। তবে সেই গোশতের ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড) প্রোফাইলিংয়ের পর পরিবারের সদস্যদের ডিএনএর সঙ্গে মিলে গেলেই নিশ্চিত হওয়া যাবে।

তবে উদ্ধার করা গোশতে ডিএনএ পরীক্ষায় সুফল মিলবে না বলে জানিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপ্যাল সোহেল মাহমুদ। তিনি ইনকিলাবকে বলেন, ঘটনার দীর্ঘদিন পরে উদ্ধার হওয়ায় গোশতে পচন ধরেছে। এছাড়া গোশতগুলো ছিলো সেপটিক ট্যাংকে। এতদিনে গোশতের কোষগুলো মরে গেছে। সেহেতু এই গোশতের ডিএনএর রেজাল্ট সঠিক হবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

একই অভিমত ব্যক্ত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান গাজী গোলাম মোকলেছুর রহমান। তিনি ইনকিলাবকে বলেন, প্রায় দুই সপ্তাহেরও পর সেপটিক ট্যাংকে ফেলা গোশতের ফরেনসিক পরীক্ষা নিয়ে জটিলতা রয়েছে। তবে চুল, রক্ত বা হাড় পরীক্ষায় মৃত্যুর অনেকদিন পরেও নিশ্চিত ফল পাওয়া যায়। যদি শুধুই গোশত পেশি পাওয়া যায় আর সেটি যদি পচে যায় তাহলে ডিএনএ এনালাইসিস প্রসেসিং সম্ভব নয়। তবে হত্যায় ব্যবহৃত জিনিসপত্র ছুরি, চাপাতি যাকে বলে ব্লাড স্টোন এসব আলামত সংগ্রহ করা গেলে সহজেই ডিএনএ প্রফাইল করা সম্ভব। নিহতের শরীরে হাড় অথবা চুল পেলেও সম্ভব হতো। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, ডিএনএ পরীক্ষার সময় উদ্ধারকৃত খণ্ডিত গোশতের টুকরোগুলোর কোষ জীবিত থাকতে হবে। অন্যথায় এতে ফল পাওয়া যাবে না।

এদিকে উদ্ধার করা ওই গোশতের পজেটিভ কিছু কলকাতা থেকে ডিবি পুলিশের হাতে এলেই এমপি আনারের মেয়েসহ পরিবারের সদস্যরা ভারত যাবেন। ইতোমধ্যে তারা ভারতের ভিসাও সংগ্রহ করেছেন। ডিবির সহায়তায় তারা ভারতে গিয়ে ডিএনএ নমুনা দেবেন বলে জানিয়েছেন।

কলকাতা পুলিশ দাবি করেছে, আনার সেখানের একটি ফ্ল্যাটে খুন হয়েছেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দাবি করেছে, আনার খুনের মাস্টার মাইন্ড তারই ঘনিষ্ট বন্ধু যুক্তরাষ্ট্র প্রবাসী আকতারুজ্জামান শাহীন। মূল কিলারের দায়িত্বে ছিলেন তার সহযোগী শিমুল। নিহতের শরীর আলাদা করেছে কসাই জিহাদ। হ্যানিট্রাপে ব্যবহার করা হয়েছে তরুণি শিলাস্তিকে। তারা ইতোমধ্যে আনার খুনে জড়িতদের গ্রেফতারও করেছেন।
তবে আশ্চর্য্যরে বিষয় হলো, কোনো দেশের তদন্ত সংস্থা নিহতের পরিধেয় পোশাকাদি, মোবাল ফোন কিংবা কোনো জিনিসপত্র উদ্ধার করতে পারেনি।

ঢাকার ডিবি সংবাদ সম্মেলনে বলেছেন, আনার খুনের পরিকল্পনা হয় ঢাকার বসুন্ধরা ও গুলশানে নিহতের বন্ধু শাহিনের ফ্ল্যাটে। দীর্ঘ দুই মাসের পরিকল্পনায় হত্যার মিশন শেষ হয় কলকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনে। আনার খুনে সংশ্লিষ্টরা দেশে ফিরতেই শাহিন পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

অথচ ঘটনার এতদিন পরেও পুলিশ শাহিনের বসুন্ধরা ও গুলশানের ফ্ল্যাটে এখনো কোন অভিযান চালায়নি পুলিশ। অভিযোগ রয়েছে, আনার তার বন্ধু শাহিনের সঙ্গেই স্মাগলিং, চোরাচালান ও হুন্ডিসহ স্বর্ণ ব্যবসায় জড়িত ছিলেন। শাহিনের ফ্ল্যাটেই আমোদ ফূর্তি করতেন। কোটচাঁদপুরের এলেঙ্গার গ্রামে শাহিনের বাগানবাড়ি থেকে ফুটেজেও আনারকে দেখা গেছে। যে বাগানবাড়িতে চলতো রাতভর ফূর্তি। সুন্দরীদের নাচ গানের সঙ্গে চলতো মদের পার্টি। অথচ ঘটনার পর বাগানবাড়িসহ ঢাকার গুলশান বসুন্ধরায় ফ্ল্যাটে অভিযান চালানো হলো অনেক ক্লু পাওয়া যেত বলে অনেকেই মনে করেছেন। ভাটারার একটি নির্মানাধীন ভবন থেকে শাহিন তার বিভিন্ন ধরনের মালামাল সরিয়ে নিয়েছেন বলেও জানা গেছে।

এদিকে শাহিনের বাগানবাড়ি থেকে উদ্ধার করা ফুটেজ দেখে সেখানে আগমনকারিদের তালিকা করার কথা থাকলেও পুলিশ তাদের নাম এখনো প্রকাশ করছে না।
এমপি আনার অপহরণ মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ডিএমপির ডিবি ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আ. আহাদ বলেন, এমপি আনার হত্যা মামলায় এখন পর্যন্ত গ্রেফতার তিনজনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে এমপি আনার হত্যার আসামিদের টিআই প্যারেড (টেস্ট আইডেন্টিফিকেশন) করানো হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। অপরদিকে আনার হত্যায় নেপালে গ্রেফতারকৃত সিয়ামকে নিয়ে এসেছে কলকাতা সিআইডি। আনার হত্যায় তাকে গ্রেফতার করা হয়েছে জানিয়েছে ফাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।

অপরদিকে আনার খুনের অভিযুক্ত কিলার শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু ওরফে গ্যাস বাবুকে গত বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে ডিবি। বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক।

গত ১২ মে ভারতে গিয়ে । পরদিন ১৩ মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। তবে ঘটনাটি প্রকাশ্যে আসে ২২ মে। ওইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন (২৪) বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রদ্ধা-ভালোবাসায় চিরশায়িত সেনা অফিসার লেফটেন্যান্ট নির্জন

শ্রদ্ধা-ভালোবাসায় চিরশায়িত সেনা অফিসার লেফটেন্যান্ট নির্জন

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকাল

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকাল

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই, ইনকিলাব সম্পাদকের শোক

বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী আর নেই, ইনকিলাব সম্পাদকের শোক

মতলবে  ৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজারসহ আটক ২৮

মতলবে ৯ বাল্কহেড, ১টি লোড ড্রেজারসহ আটক ২৮

জাভেদ পরিবারের ভেল্কি

জাভেদ পরিবারের ভেল্কি

দেশ ও দেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত রুখে দিতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশ ও দেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত রুখে দিতে হবে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

মরিচ্যা চেকপোষ্টে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি, আটক -১

মরিচ্যা চেকপোষ্টে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার করল বিজিবি, আটক -১

জো বাইডেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন

জো বাইডেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন

জাস্টিন ট্রুডোকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন ইউনূস

জাস্টিন ট্রুডোকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দিলেন ইউনূস

শেরপুরে আদালতের হাজতখানা থেকে আসামির পলায়ন- ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

শেরপুরে আদালতের হাজতখানা থেকে আসামির পলায়ন- ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ  লাশ উদ্ধার

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে যুবক নিখোঁজ লাশ উদ্ধার

বিভাগীয় কমিশনার, এডিসি ও ইউএনও পরিবর্তন হবে

বিভাগীয় কমিশনার, এডিসি ও ইউএনও পরিবর্তন হবে

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

হিন্দুরা আমাদের নাগরিক, আমরা তাদের দেখভাল করছি: নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টা

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

জো বাইডেনের সঙ্গে বৈঠকে ড. ইউনূস

তীব্র দাবদাহে পুড়ছে রংপুরসহ উত্তর জনপদ : বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

তীব্র দাবদাহে পুড়ছে রংপুরসহ উত্তর জনপদ : বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন

জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

জাস্টিন ট্রুডোর স‌ঙ্গে ড. ইউনূ‌সের সাক্ষাৎ

সিংগাইরের সড়ক দূর্ঘটনায় ১ নারীর মৃত্যু

সিংগাইরের সড়ক দূর্ঘটনায় ১ নারীর মৃত্যু

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

ষড়যন্ত্রকারীরা সরকারকে বেকায়দায় ফেলতে অপতৎপরতায় লিপ্ত : তারেক রহমান

টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ জেন-জি

টেলিটকের আনলিমিটেড ডাটা প্যাকেজ জেন-জি

স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃষ্টি হারানোদের পাশে নগর সভাপতি'র নেতৃত্বে নেতৃবৃন্দ

স্বৈরাচার বিরোধী আন্দোলনে দৃষ্টি হারানোদের পাশে নগর সভাপতি'র নেতৃত্বে নেতৃবৃন্দ