ঢাকায় নেই যানজট
২০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৩ এএম
পবিত্র ঈদুল আজহার ছুটিতে বরাবরের মতো এবারও রাজধানী ছেড়েছে লাখ লাখ মানুষ। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে গতকাল বুধবার খুলেছে সরকারি ও বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান। তবে অফিস-আদালত খুললেও এখনও ঢাকা ফেরেননি অনেকে। ফলে রাজধানীতে যেমন মানুষের চাপ নেই, তেমনই নেই যানবাহনের চাপও। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়নি কোনও যানজট। গণপরিবহনে ওঠার জন্য নেই কোনও তাড়াহুড়ো। সব মিলিয়ে ঈদের তৃতীয় দিন ধানমন্ডির মিরপুর রোড, শাহবাগ, প্রেসক্লাব, পল্টন, গুলিস্তান, কমলাপুরসহ বিভিন্ন সড়ক ছিল ফাঁকা ও কোলাহলমুক্ত।
সরেজমিনে দেখা গেছে, সড়কে বেশি যানবাহন না থাকলেও ছিল রিকশা ও সিএনজি অটোরিকশা। সকালে কিছু গণপরিবহন যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমছে। ধোলাইপাড়, শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে এই চিত্র দেখা গেছে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা। নগরজুড়ে এখনো চলছে ছুটির আমেজ। রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার এলাকার সব রাস্তাই এখন ফাঁকা। তবে এদিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। যদিও গত দুদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় কিছুসংখ্যক যানবাহন চলতে দেখা গেলেও তা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম।
সকাল থেকে ঢাকার সড়কগুলোতে যানবাহন ও যাত্রী উপস্থিতি একেবারেই কম। রাস্তায় কিছু বাস চললেও যাত্রী খুব কম। অপরদিকে কিছু ব্যক্তিগত যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা যায়। ধানমন্ডির ২৭ নম্বর এলাকা থেকে বাসে উঠে ২০ মিনিটে প্রেসক্লাব পার হয়ে গুলিস্তানে পৌঁছেছেন তারা মিয়া । তিনি বলেন, ঈদের সময় ঢাকায় গাড়িতে চড়ে আরাম আছে। ফাঁকা রাস্তা, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে না।
ফাঁকা শহরে বন্ধুদের নিয়ে রমনা পার্কে ঘুরতে এসেছেন রায়হান। তিনি বলেন, আমরা বাড্ডা থেকে কয়েক বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছি। ঈদের বন্ধে রাস্তায় গাড়ি কম থাকে, ঘুরতে ভালো লাগে। প্রতি ঈদে আমরা বন্ধুরা মিলে এভাবে মোটরসাইকেল নিয়ে বের হই। গাড়ির সংখ্যা কম হওয়ায় দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি। একটু আগে বৃষ্টিও নামলো। সব মিলিয়ে সুন্দর একটি পরিবেশ উপভোগ করছি।
এদিকে, ফাঁকা শহরে অনেকে রিকশায় চেপে ঘুরতে বের হয়েছেন। রাজধানীর আজিমপুর এলাকা থেকে রিকশায় ঘুরতে বের হওয়া কবির হোসেন বলেন, ঈদে সবচেয়ে ভালো লাগে ঢাকার ফাঁকা রাস্তা। আমরা যারা সারা বছর ঢাকায় থাকি, তারা ঢাকার বাইরে না গেলে খুব একটা ফাঁকা রাস্তা চোখে পড়ে না। শুধু ঈদ এলে ঢাকার রাস্তায় স্বস্তি পাওয়া যায়। কোলাহলমুক্ত রাস্তায় পরিবার নিয়ে বের হয়েছি। বেশ ভালো লাগছে।
রাস্তা ফাঁকা হলেও কিছুক্ষণ পরপর গণপরিবহন চলতে দেখা যায়। ঈদুল আজহায় যে অল্প সংখ্যক মানুষ রাজধানীতে রয়ে গেছেন, তারা ঈদের ছুটিতে আত্মীয়-স্বজনের বাসায় যাচ্ছেন, ঘুরতে বের হচ্ছেন। এ কারণে স্বল্পসংখ্যক যাত্রী নিয়েই চলাচল করছে গণপরিবহনগুলো। একটি বাসের হেলপার বলেন, আমরা ঈদে বাড়ি যাইনি। তাই গাড়ি নিয়ে বের হয়েছি। তবে যাত্রী কম। গাড়ি চালিয়ে আরাম পাচ্ছি, ট্রিপ মারতে সময় কম লাগছে। দ্রুত পৌঁছে যাচ্ছি।
ফাঁকা ঢাকায় অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবাইল টহল টিমের পাশাপাশি চেকপোস্ট জোরদার করা হবে। ফাঁকা ঢাকায় যেকোনো অপরাধ দমনে মাঠ পর্যায়ে থাকবে স্পেশাল টিম।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দীর্ঘত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে : ডা. রফিক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাংবাদিক আনিসের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ প্রেস ক্লাবের নিন্দা
রাউজানে জুমার নামাজে যাবার পথে দিবালোকে গুলি করে ব্যবসায়িকে হত্যা
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান, সম্পাদক লিটন
পাবিপ্রবির এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ
ছাত্র হত্যার আসামী ধরতে যাওয়া পুলিশের উপর হামলা-মারধর
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, মহাসচিব শরফ উদ্দিন
শেরপুরে ছাত্রদল নেতা সাদিদের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী
মতলবে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব -তথ্য সচিব
'গাছে কাঁঠাল, গোঁফে তেল' কাদের উদ্দেশ্যে বললেন মির্জা আব্বাস
আল্লামা আব্দুল হামিদ গুরুতর আহত
স্ত্রীকে সভাপতি করতে বিএনপির দলীয় প্যাডে পাঁচ নেতার সুপারিশ
ফের বিশ্বমঞ্চে ড. ইউনূসের বাজিমাত, এক সফরেই পঞ্চাশের বেশি বৈঠক
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৫ পুলিশ
গোয়ালন্দে ওসির মধ্যস্ততায় সাদপন্থী ও জুবায়ের পন্থি মুসুল্লিদের মধ্যে উত্তেজনার অবসান