'গাছে কাঁঠাল, গোঁফে তেল' কাদের উদ্দেশ্যে বললেন মির্জা আব্বাস
২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম

দীর্ঘ ১৭ বছরের রেজিমের পর দেশ আজ স্বৈরাচারমুক্ত। পতন হয়েছে হাসিনা সরকারের, স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সাধারণ জনগণ। সকলের সম্মিলিত প্রয়াসে একাট্টা হয়েছিল দলমত নির্বিশেষে সবাই। তবে দিন যত যাচ্ছে ধীরে ধীরে যেন সেই সম্পর্কে চির ধরছে রাজনৈতিক দলগুলো এবং ইন্টারিম সরকারের মধ্যে। সম্প্রতি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে সরগরম হয়ে উঠেছে রাজনীতির মাঠ। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) আরাফাত রহমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এসময় তিনি সেই ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় এবং অন্য রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বেশ কিছু কথা ব্যক্ত করেন সাংবাদিকদের সামনে।
মির্জা আব্বাস বলেন, 'একটি দল আছে আমি নাম নিতে চাই না, ওই যে বলে না গাছে কাঁঠাল গোফে তেল। ঠিক তেমনই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু তারা এমন ভাব করছে যেন কিছুই জানেন না। এমনকি ভাজা মাছটি উল্টিয়েও খেতে জানেন না। শুধু মাঝে মাঝে টুক করে বিএনপি সম্পর্কে দুই একটি কথা বলে ফেলেন। ইদানিং দেখলাম বহু লোক বহু কথা বলছে, একজন বলছে বিএনপি নাকি ওয়ান ইলেভেন আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ২০০৭ সালে ১/১১ এর যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করেনি। বিএনপিকে আওয়ামী ফ্যাসিস্টদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগ, তাদের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চায় আমি বলব, আপনারা নিজের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন।'
এসময় তিনি আরও বলেন, 'দেশবাসীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি ১৭ বছর রাজপথে লড়াই করেছে। এখানে যারা আছেন, আমাদের রিজভীসহ, রিজভী তো পঙ্গুই হয়ে গেছে। আপনারা দেখেছেন যে ওকে অকালে বৃদ্ধ করে ফেলা হয়েছে।' এসময় নিজের পরিবারের প্রতি হওয়া অন্যায়ের বিষয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, 'আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার জেল হয়েছে ১১ বছর, আমার স্ত্রীর জেল হয়েছে ১৬ বছর, আমার ছোট ভাই আট বছর পর জেল থেকে বের হয়েছে। ১৭ বছর প্রবাসে থেকে আজকে বাংলাদেশে ফেরত এসেছে, আলহামদুলিল্লাহ।'
এসময় তিনি সতর্ক করে বলেন, 'প্রিয় ভাইয়েরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয় বরং বাংলাদেশের প্রতিটি বিএনপির নেতাকর্মীর উপর হয়েছে। আজকে আমাদেরকে ঠেলে দিতে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান আমাদেরকে? ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না।'
ব্লগারদের নিয়ে আব্বাস বলেন, 'অনেকে বলেন যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন নির্বাচন করি না। খামাখা এই সমস্ত আজেবাজে কথা আপনারা বইলেন না। কিছু কিছু আমার ইউটিউবার ব্লগার ভাইয়েরা বিদেশ থেকে দেশ পরিচালনার চেষ্টা করেন, আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশে। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে আমি চিনি, আপনারা আমাদেরকে চিনেন। আপনাদের জ্ঞানগরিমা যথেষ্ট উন্নত, অনেক অনেক লেখাপড়া আপনারা করেন। কিন্তু এই সমস্ত জ্ঞানগরিমা, গুণ, এই সমস্ত বুদ্ধির কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়।'
বিএনপির ত্যাগ নিয়ে এই নেতা বলেন, 'বিএনপিকে দোষারোপ করবেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। সুতরাং বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। নতুন করে কখনো হবে কিনা আমি জানি না। যদি হয়, স্বাগত জানাবো। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে, আর বিএনপি নাকি জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু।
নতুন দল হবে কিংবা হবে না, যারা করবে তাদের উপর নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে। যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটাকে পরিচালিত করবেন। সহযোগিতা করার প্রয়োজন পড়লে করবো।'
মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে সবশেষে তিনি বলেন, 'সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে আপনারা দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আমরা গণতন্ত্রের কথা বলেছি। ১৭ বছর রাজপথে লড়াই করেছি। আজকে অনেকেই বলেন, ৫ই আগস্ট যারা এনেছে তারা সকল কিছুই অধিকার রাখে। ঠিক আছে, অস্বীকার করবো না। কিন্তু আমরা যারা ১৭ বছর রক্ত দিলাম, আমাদের যাদের ঘর পুড়লো, আমাদের সংসার পুড়লো, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় ৫০০০ লোক গুম হয়ে গেল। আমাদের হাজার হাজার কর্মী জেল খাটলো। আর আমার এখানে যারা আছেন, আমি তো ১৩টা মাস জেল খেটেছি। ভাই, তো আমাদের কোনো অবদান নাই!'
এসময় তিনি আরও বলেন, 'একজনের অবদানকে স্বীকৃতি দিতে গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোনো কায়দা বাংলাদেশে নাই। তবে বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন।'
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

আলেমসমাজ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বাংলাদেশকে ঠেকাতে পারবেনা: এ এম এম বাহাউদ্দীন

অযথা কালক্ষেপণ করে ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা সরকারের নেই: আইন উপদেষ্টা

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের খুব কাছে অস্ট্রেলিয়া

ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

ভারতে বসে নতুন চক্রান্ত শুরু করেছে হাসিনা: মির্জা ফখরুল

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দুবাই যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বাবার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী হবেন কেজরিকে হারানো পরভেশ?

বগুড়ায় ইলেকট্রিক মোটরসাইকেল চালু করল রিভো

সৌদি আরব ও আমিরাত সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় - আতাউর রহমান

মুসলমানদেরকে কুরআন ও সুন্নাহর ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে: ধর্ম উপদেষ্টা

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশ কত নম্বরে?

ময়মনসিংহে ‘মাইক্লো বাংলাদেশ’র যাত্রা শুরু

টিএমএসএস পাবলিক স্কুল এ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমরা ক্ষমতায় গেলে বাদলেসের দাবি পূরণ করবো-খায়রুল কবির খোকন

তিন রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠক না করে ইমাম সাহেবের দাঁড়িয়ে যাওয়া প্রসঙ্গে।

মনোহরগঞ্জে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটা বন্ধ ঘোষণা

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

বই পড়ায় অনাগ্রহ বাড়ছে

চাটমোহরে ১৭ আসামি গ্রেফতার