সচিবালয়ে উপস্থিতি কম
২০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৩ এএম
ঈদুল আজহার সরকারি ছুটি শেষ। প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি কম। প্রশাসনের অধিকাংশ কর্মকর্তাই ছুটি কাটাচ্ছেন। যারা এসেছেন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকে বাড়তি দুইদিন ছুটি নেওয়ায় ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অনেকটাই ঢিলেঢালা থাকবে সচিবালয়।
এদিকে ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল খুব কম। আগামী রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস। গতকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। গতকাল বুধবার সকাল থেকে ঈদের পর প্রথম সচিবালয়ে কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করেন তারা। কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান সাক্ষাৎ করেন। এ সময় তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের আগে গত বৃহস্পতিবার ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয়েছিল টানা পাঁচদিনের ছুটি। ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।
ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তারা অনেকেই মঙ্গলবারের মধ্যেই কর্মস্থলে ফিরেছেন। বুধবার থেকে শুরু করেছেন অফিস। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ রয়েছে। উপস্থিতিও কিছুটা কম। ঈদুল আজহার ছুটি শেষে গতকাল বুধবার থেকে আবার শুরু হয়েছে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এদিন থেকে নতুন সময়সূচিতে অর্থাৎ ৮ ঘণ্টা অফিস করবেন সব প্রতিষ্ঠানের চাকরিজীবীরা। পরিবর্তিত সূচি অনুযায়ী, অফিসের সময় আবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে।
তবে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত। গত ৩ জুন মন্ত্রিসভার বৈঠকে অফিসের নতুন এই সময়সূচির সিদ্ধান্ত হয়। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়ে দেয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যদিকে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এদিকে কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে দুই বছর আগের সূচিতে ফিরল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সরকারি অফিসের সঙ্গে মিল রেখে বুধবার থেকে ব্যাংকে লেনদেনের সময়ও বদলে গেছে। এখন থেকে আগের নিয়ম মেনে ব্যাংকে লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত। বাণিজ্যিক ব্যাংকের মত বাংলাদেশ ব্যাংকও এই সময় মেনে চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
গত সোমবার ছিল কোরবানির ঈদ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল ঈদের সরকারি ছুটি। এর আগে শুক্র ও শনিবার গেছে সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি গেছে ব্যাংক পাড়ায়। ছুটি শেষে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে বুধবার। প্রথম দিন ব্যাংকগুলোতে গ্রাহক ও ব্যাংকারদের উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম। ঈদ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া আনেককেই ফিরে আসেননি।
কাজে ফেরা ব্যাংক কর্মীরা প্রথম দিন সহকর্মী ও পরিচিত গ্রাহকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গ্রাহক উপস্থিতি কম থাকায় ব্যাংক পাড়ায় বুধবার ছিল ঈদের আমেজ।
এবিষয়ে সোনালী ব্যাংকের বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস বলেন, কর্মচারীদের একটি অংশ ছুটিতে থাকলেও ব্যাংকিং সেবায় কোনো সমস্যা হচ্ছে না। কিছু ছুটিতে গেলেও ৭০ শতাংশের বেশি কর্মচারীই অফিস করছেন। কাজে কোনো সমস্যা হচ্ছে না। ব্যাংক খোলার এক ঘণ্টা পর একজন গ্রাহক এসেছেন টাকা জমা দিতে। আমাদের সবগুলো কাউন্টারই খোলা আছে। গ্রাহক যারা আসছেন, সেবা নিতে পারছেন, কাজে সমস্যা হচ্ছে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন আগের নিয়মমেনেই চলবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিট হবে পোস্ট ক্লোজিং। দাপ্তরিক সময় হবে সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।
এতদিন ব্যাংকে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং অফিসের সময় ছিল বিকেল ৫টা পর্যন্ত। জ্বালানি সংকটের সময় বিদ্যুৎ সাশ্রয় করতে সরকার সময়সূচিতে এই পরিবর্তন এনেছিল। চলতি মাসের শুরুতে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসসূচি আগের সময়ে ফিরিয়ে আনার সিদ্ধান্ত জানায় সরকার। সেই সিদ্ধান্তের বাস্তবায়ন শুরু হল বুধবার। এর সঙ্গে মিল রেখে ব্যাংকও আগের সূচিতে ফিরল। কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে দুই বছর আগের সূচিতে ফিরল দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সরকারি অফিসের সঙ্গে মিল রেখে বুধবার থেকে ব্যাংকে লেনদেনের সময়ও বদলে গেছে। এখন থেকে আগের নিয়ম মেনে ব্যাংকে লেনদেন শুরু হচ্ছে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক খোলা থাকবে ৬টা পর্যন্ত। বাণিজ্যিক ব্যাংকের মত বাংলাদেশ ব্যাংকও এই সময় মেনে চলবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। সোমবার ছিল কোরবানির ঈদ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল ঈদের সরকারি ছুটি। এর আগে শুক্র ও শনিবার গেছে সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি গেছে ব্যাংক পাড়ায়। ছুটি শেষে পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে বুধবার। প্রথম দিন ব্যাংকগুলোতে গ্রাহক ও ব্যাংকারদের উপস্থিতি দেখা গেছে তুলনামূলক কম। ঈদ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নেওয়ায় ঢাকার বাইরে ঈদ করতে যাওয়া আনেককেই ফিরে আসেননি। কাজে ফেরা ব্যাংক কর্মীরা প্রথম দিন সহকর্মী ও পরিচিত গ্রাহকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। গ্রাহক উপস্থিতি কম থাকায় ব্যাংক পাড়ায় বুধবার ছিল ঈদের আমেজ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দীর্ঘত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে : ডা. রফিক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাংবাদিক আনিসের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ প্রেস ক্লাবের নিন্দা
রাউজানে জুমার নামাজে যাবার পথে দিবালোকে গুলি করে ব্যবসায়িকে হত্যা
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান, সম্পাদক লিটন
পাবিপ্রবির এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ
ছাত্র হত্যার আসামী ধরতে যাওয়া পুলিশের উপর হামলা-মারধর
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, মহাসচিব শরফ উদ্দিন
শেরপুরে ছাত্রদল নেতা সাদিদের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী
মতলবে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব -তথ্য সচিব
'গাছে কাঁঠাল, গোঁফে তেল' কাদের উদ্দেশ্যে বললেন মির্জা আব্বাস
আল্লামা আব্দুল হামিদ গুরুতর আহত
স্ত্রীকে সভাপতি করতে বিএনপির দলীয় প্যাডে পাঁচ নেতার সুপারিশ
ফের বিশ্বমঞ্চে ড. ইউনূসের বাজিমাত, এক সফরেই পঞ্চাশের বেশি বৈঠক
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৫ পুলিশ
গোয়ালন্দে ওসির মধ্যস্ততায় সাদপন্থী ও জুবায়ের পন্থি মুসুল্লিদের মধ্যে উত্তেজনার অবসান