উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি
২০ জুন ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২০ জুন ২০২৪, ১২:০৩ এএম
চলমান সার্বিক বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটেছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ সমগ্র সিলেট বিভাগে এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায়। বিস্তৃত হচ্ছে বন্যা। দেশের ১০টি অন্যতম প্রধান নদ-নদী ১৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে গতকাল বুধবার তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের ৪টি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। তাছাড়া ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি ক্রমাগত বাড়ছেই। আজ-কালের মধ্যে উভয় নদের পানি আরও বৃদ্ধি পেয়ে সতর্ক সীমায় পৌঁছে যেতে পারে।
অভ্যন্তরীণ বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে টানা কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং উত্তর-পূর্ব ভারতের অনেক জায়গায় অতি বৃষ্টিপাতের ফলে উজান থেকে হু হু করে নামছে ঢল-বানের পানি। এ কারণে দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় অনেক জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
গতকাল বুধবার বিকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষত সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলা এবং উত্তরাঞ্চলে তিস্তা, দুধকুমার, ধরলাসহ প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমাগত বৃদ্ধির দিকেই ছিল। এসব অঞ্চলে ১০টি নদ-নদী ১৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদী তিনটি পয়েন্টে, কুশিয়ারা তিনটি পয়েন্টে, মনু নদী একটি পয়েন্টে, ধলাই নদী একটি পয়েন্টে, খোয়াই নদী দু’টি পয়েন্টে, পুরাতন-সুরমা নদী একটি পয়েন্টে, সারিগোয়াইন নদী একটি পয়েন্টে, সোমেশ^রী নদী একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদী প্রতিটি একটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তার উজানে ভারতে বন্যার পানির চাপ কমাতে গজলডোবা বাঁধের পানি ছেড়ে দেয়ার কারণে বিপদসীমা অতিক্রম করেছে তিস্তা নদী। বন্যার মুখে পড়েছে তিস্তা জনপদ। গতকাল পর্যন্ত তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। দুধকুমার নদী পাটেশ^রী পয়েন্টে বিপদসীমার ৫ সে.মি. ঊর্ধ্বে প্রবাহিত হয়।
গতকাল বিকাল পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৯৪ সেন্টিমিটার উপর দিয়ে, সিলেটে ৩৬ সে.মি. উপর দিয়ে এবং সুনামগঞ্জে বিপদসীমার ৪৩ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পানি আমলশীদে বিপদসীমার ৫৬ সে.মি. উপর দিয়ে, মারকুলিতে ৩০ সে.মি. এবং শেরপুর-সিলেটে ২০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মনু নদীর পানি মনু রেলব্রিজে বিপদসীমার ৭ সে.মি. উপরে এবং মৌলভীবাজারে ৩০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি বাল্লাহ ও হবিগঞ্জে বিপদসীমার ৮৫ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পুরাতন-সুরমা নদীর পানি দিরাইতে বিপদসীমার ২৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ^রী নদীর পানি কমলাকান্দায় বিপদসীমার ৪৭ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদের পানি অব্যাহতভাবে পানি বৃদ্ধি পেয়ে কতিপয় পয়েন্টে সতর্কসীমায় পৌঁছাতে পারে। সুরমা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল (বিশেষত সিলেট বিভাগ ও নেত্রকোনা জেলা), উত্তরাঞ্চল ও এর সংলগ্ন উজানে উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এ সময় নেত্রকোনা জেলার কতিপয় নিম্নাঞ্চলে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় চলমান বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে। কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার কতিপয় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পাউবোর পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে গতকাল ৮৩টিতে পানি বৃদ্ধি পায়, ২৪টিতে হ্রাস পায়। ১০টি নদী ১৫টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতোমধ্যে বন্যা কবলিত হয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা।
গতকাল সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাউবো উল্লেখযোগ্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করেছে লালমনিরহাটে ২২১ মি.মি., কুড়িগ্রামে ১৬২ মি.মি., রংপুরে ১২৯ মি.মি., জাফলংয়ে ১২৩ মি.মি., ডালিয়ায় ১২০ মি.মি., চাঁদপুর বাগান (হবিগঞ্জ) ১২২ মি.মি., হবিগঞ্জে ১১৫ মি.মি., কমলগঞ্জে ১১৩ মি.মি, মৌলভীবাজারে ১১০ মি.মি., লালাখালে ১০৮ মি.মি.।
একই সময়ে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে আসামের ধুবরিতে ১২৩ মি.মি., মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১১০ মি.মি., পশ্চিমবঙ্গের কোচবিহারে ১০৯ মি.মি., ত্রিপুরার কৈলাশহরে ১০৬ মি.মি.।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে পূর্বাভাসে জানা গেছে, সিলেট, সুনামগঞ্জ নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা ইতোমধ্যে বন্যা কবলিত এবং বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্যদিকে রংপুর বিভাগ তথা দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী সংলগ্ন চারটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম আকস্মিক বন্যা কবলিত হতে পারে। গত ১২ জুন থেকে থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে অতি ভারী বর্ষণ হচ্ছে। এর ফলে সিকিমের অনেক এলাকা ব্যাপক বন্যা কবলিত হয়েছে।
একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে উজানে তিস্তা নদীর পানি। যেহেতু ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ তিস্তা নদীর অববাহিকার উজানের অংশ, সেখানে ভারী বর্ষণ হলে তার প্রভাব সরাসরি তিস্তায় পড়ে। তিস্তা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বেড়ে গেলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারতের উজানের অতি বৃষ্টির সঙ্গে অভ্যন্তরীণ মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে উত্তর-পূর্বাঞ্চলের নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে জানায়, ব্রহ্মপুত্র-যমুনা নদের পানির সমতল অব্যাহতভাবে বৃদ্ধি পেয়ে চলতি জুন মাসের শেষ সপ্তাহে বিপদসীমা অতিক্রম করতে পারে। গতকাল বিকাল পর্যন্ত ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানি সবকটি পয়েন্টে বৃদ্ধি পায়। যদিও এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি আরো বেড়ে গিয়ে আজ-কাল নাগাদ কয়েকটি পয়েন্টে পৌঁছাতে পারে সতর্কসীমায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করুন : খায়ের ভূঁইয়া
দীর্ঘত্যাগের বিনিময়ে স্বৈরশাসকের পতন হয়েছে : ডা. রফিক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
প্রেমের ফাঁদে ফেলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে খুবি শিক্ষার্থী নিহত
সাংবাদিক আনিসের ওপর হামলার ঘটনায় সোনারগাঁ প্রেস ক্লাবের নিন্দা
রাউজানে জুমার নামাজে যাবার পথে দিবালোকে গুলি করে ব্যবসায়িকে হত্যা
শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান, সম্পাদক লিটন
পাবিপ্রবির এক শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীদের মারধরের অভিযোগ
ছাত্র হত্যার আসামী ধরতে যাওয়া পুলিশের উপর হামলা-মারধর
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, মহাসচিব শরফ উদ্দিন
শেরপুরে ছাত্রদল নেতা সাদিদের উদ্যোগে কোকোর মৃত্যুবার্ষিকী পালন
গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বললেন নাসিরুদ্দিন পাটোয়ারী
মতলবে শহীদ জিয়া স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জুলাই অভ্যুত্থানের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব -তথ্য সচিব
'গাছে কাঁঠাল, গোঁফে তেল' কাদের উদ্দেশ্যে বললেন মির্জা আব্বাস
আল্লামা আব্দুল হামিদ গুরুতর আহত
স্ত্রীকে সভাপতি করতে বিএনপির দলীয় প্যাডে পাঁচ নেতার সুপারিশ
ফের বিশ্বমঞ্চে ড. ইউনূসের বাজিমাত, এক সফরেই পঞ্চাশের বেশি বৈঠক
ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৫ পুলিশ