ডিএনসিসির নতুন ওয়ার্ডে পানি আতঙ্ক
৩০ জুন ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:১০ এএম
সামান্য বৃষ্টি হলেই রাজধানীর উত্তরখান, দক্ষিণ খান ও তুরাগ থানার বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানিবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে বর্ষাকে সামনে রেখে আতঙ্কিত ডিএনসিসির নতুন ওয়ার্ডের কয়েক লাখ মানুষ। পরিকল্পিত পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই ডুবছে সড়ক বাড়ছে জনদূর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, গতকাল সকালের সামান্য বৃষ্টিতে উত্তরখান দক্ষিণখান থানার নতুন ওয়ার্ডগুলোর অলিগলিতে জমেছে হাটুপানি। বৃষ্টির মধ্যে হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে যেতে হচ্ছে নতুন ওয়ার্ডের বাসিন্দাদের । উত্তরখান দক্ষিণখান ও তুরাগ এলাকার স্থানীয়রা জানান, স্বস্তির বৃষ্টি এখন তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ কয়েক বছর যাবত উত্তরখান বালুমাঠ হয়ে মাজার চৌরাস্তা থেকে দক্ষিণখান বাজার রোড, আজমপুর কাঁচাবাজার রোড, দক্ষিণখান বাজার থেকে কাঁচকুড়া দোবাদিয়া ও কসাইবাড়ি রোড, তুরাগ নয়ানগর, রানাভোলা রোগ মুল সড়কে অপরিকল্পিত খুঁড়াখুঁড়ির কারণে এখানকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এর ফলে পানিতে ডুবে থাকা রাস্তা পার হতে গিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। ড্রেনেজ সিস্টেম ও দূর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থার কারণে উত্তরার নতুন ওয়ার্ড গুলোর গুরুত্বপূর্ণ সড়কের পানিবদ্ধতা কমছে না। বর্ষার আগেই দক্ষিণখান থানার নতুন ৪ টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে বাসাবাড়ির ময়লা পানি জমে কালো হয়ে উঠেছে। ফলে নতুন ওয়ার্ডের লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার।
স্থানীয় ভুক্তভোগীরা ইনকিলাবকে জানান, ডিএনসিসির নতুন ওয়ার্ড গুলোর অন্যতম বড় সমস্যা পানিবদ্ধতা। সামান্য বৃষ্টির পানিতে তলিয়ে যায় এখানকার রাস্তাঘাট। দক্ষিণখান আসকোনা আমতলা সড়ক, চালাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়ক, দক্ষিণখান থানা রোড, পূর্ব আজমপুর ভাই ভাই মার্কেট রোড, আর্ক হাসপাতাল রোড, মাটির মসজিদ,আজমপুর কাঁচাবাজার, মোল্লারটেক, জয়নাল মার্কেট, দক্ষিণখান বাজার হইতে উত্তরখান মাজার রোড এসব সড়কে এখনো ২ আড়াই ফুট পানি জমে আছে। দিনের পর দিন, মাসের পর মাস এভাবে সড়কে জমে থাকা ময়লা পানির দূর্গন্ধে নাকাল পথচারীরা। ঢাকা -১৮ আসনের নতুন ওয়ার্ডের পানিবদ্ধতা নিরসনে একনেক প্রকল্পের ৪ হাজার ২৫ কোটি টাকা সরকারি বরাদ্দের ছাড় হওয়ার প্রায় ৩ বছর পর ও এলাকার পরিস্থিতির উন্নতি হচ্ছে না।
স্থানীয়রা বলেন, অপরিকল্পিত খোঁড়াখুড়ির কারণে এখানকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানের ময়লা পানি সুয়ারেজ লাইন দিয়ে নদীতে যেতে পারছে না। এ সব এলাকায় পানির সঙ্গে বিভিন্ন বর্জ্য পলিথিন ও অপচনশীল পদার্থ ড্রেনে আটকে গিয়ে পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে পাড়া মহল্লায় সৃষ্টি হয় পানিবদ্ধতা। বর্ষা কালে বৃষ্টির পানি যাতে সহজেই নদীতে চলে যেতে পারে সেদিকে কর্তৃপক্ষকে আরো বেশি নজর দিতে হবে। দক্ষিণখান ভাই ভাই মার্কেট এলাকার বাসিন্দারা বলেন, উক্ত কাজে সংশ্লিষ্টদের পরিকল্পনার অভাবে গত ৩ বছর যাবত আমরা নানান দুর্ভোগের শিকার। বৃষ্টিপাতের প্রভাবে উত্তরখান ও দক্ষিণখানের অনেক রাস্তা ডুবে যাওয়ায় এখানকার জনজীবন অচল হয়ে পরেছে। ডিএনসিসির ৪৫ নং ওয়ার্ড উত্তরখান মাষ্টারপাড়ার ডাচবাংলার বুথের সামনের সড়ক, ফুজির বাতান এলাকা, ৪৭ নং ওয়ার্ড ট্রান্সমিটার বাইতুর নুর জামে মসজিদ মেইনরোড, দক্ষিণখান পূর্ব আজমপুর সড়ক, মিজানের গ্যারেজ সড়ক ও ৪৮ নং ওয়ার্ড আর্মি সোসাইটি, নগইড়াবাড়ী, হলান, বউরা, দক্ষিণখান গার্লসস্কুল রোড, চেয়ারম্যান বাড়ি রোডসহ আইনুছবাগ এলাকার বাসিন্দারা এখনো পানিতে ঘরবন্দী। সরেজমিনে দেখা যায়, ৫৩ নং ওয়ার্ড তুরাগ নয়ানগর সড়ক,৫২ নং ওয়ার্ড বাউনিয়া, দলিপাড়া উলু দাহা, নলভোগ,চন্ডালভোগ, রাজাবাড়ী, ডেসকো অফিস সড়কে এখনো পানি জমে একাকার হয়ে আছে। ডিএনসিসি-র ৫৪ নং ওয়ার্ডের শাখা সড়ক গুলোতে খোঁড়াখুঁড়ি ও পানি জমে থাকায় মানুষ ও যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে উঠেছে।
সরেজমিনে আরো দেখা যায়, দক্ষিণখান ৪৯ নং ওয়ার্ড কাওলা, আসকোনা, সিটি কমপ্লেক্স, তারানটেক, নর্দাপাড়া, ফায়দাবাদ, চালাবন ভাই ভাই মার্কেট মিজানের গ্যারেজ এলাকার সড়ক গুলোতে এখনো হাটপানি রয়েছে। এসব সড়কে পানি জমে এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বেটারীচালিত রিকশা ও অটোরিকশার উপরে পানি উঠে যায়। এসড়কে ঝুঁকি নিয়ে চলাচল করা লেগুনা ও অটোরিক্সা চলতে চলতে রাস্তায় নষ্ট হয়ে পরে থাকতেও দেখা যায়।
এলাকার শাখা রাস্তার পানি না সরার কারণ জানতে চাইলে এলাকার ওয়ার্ড কাউন্সিলরগণ ইনকিলাবকে বলেন, মেঘা প্রকল্পের কাজ চলছে ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক কমিটি গঠিত
বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রলীগের বার্তা: ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে; জয় বাংলা’
আমেরিকার সেকেন্ড লেডি হিসেবে উষা ভ্যান্সের অভিষেক
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ৫ ডিলারকে জরিমানা
ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে -ব্যারিস্টার অমি
‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য 'আই কিউ টেস্ট' তৈরি খুবই গুরুত্বপূর্ণ’
গাজায় যুদ্ধবিরতির পর নিহতদের অবশিষ্টাংশ খুঁজছে পরিবারগুলো
নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে, শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
৪ ব্যাংক থেকে এস আলম গ্রুপের লুট প্রায় ২ লাখ কোটি টাকা
দাউদকান্দিতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে অন্তত ১৯ জন নিহত, উদ্ধার কাজ চলছে
গণহত্যার আসামী জিয়ার আবেদন ‘অপরিপক্ব’, খারিজ করলেন ট্রাইব্যুনাল
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না
উইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ
ঝিকরগাছায় বেপোরোয়া মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ
আইনপ্রণেতাদের গ্রেপ্তারের নির্দেশ অস্বীকার করলেন ইউন সুক-ইয়োল
সম্ভাবনাময় ফসল ক্যাপসিকামে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা
সিলেট জেলা বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি