৯ জনের ফাঁসি ১১ জনের যাবজ্জীবন
০৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
চট্টগ্রামে গতকাল বুধবার এক আওয়ামী লীগ নেতা হত্যাসহ পৃথক তিনটি হত্যা মামলার রায়ে নয় জনের ফাঁসি এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এক যুগ আগে ব্রাহ্মণবাড়িয়ায় এক আওয়ামী লীগ নেতাকে খুনের দায়ে মামলায় চার জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃতুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের জজ। একই রায়ে আদালত ১৩ জনকে বেকসুর খালাস দিয়েছে।
আদালতের বিশেষ পিপি অশোক কুমার দাশ জানান, খুনের শিকার ইকবাল আজাদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।
মামলার নথি পর্যালোচনা করে জানা গেছে, ২০১২ সালের ২১ অক্টোবর সরাইলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে খুন হন এ কে এম ইকবাল আজাদ। পরদিন তার ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২২ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়। তাদের মধ্যে দুই জন মারা যান।
এদিকে রাউজানে সুলাল চৌধুরী হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা পিপি অঞ্জন বিশ্বাস জানান, খুনের শিকার পঞ্চাশোর্ধ সুলাল চৌধুরী রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের মুন্সীপাড়া এলাকার বাসিন্দা। একই ইউনিয়নের যুগীরহাট চালবাজারে অভয়া ঔষধালয় নামে তার একটি আয়ূবের্দিক ফার্মেসি ছিল।
২০১৬ সালের ২৫ জুন রাতে রিকশায় করে ফার্মেসি থেকে বাড়িতে ফেরার পথে তাকে নোয়াজিশপুর-চিকদাইর সড়কে প্রিয়তোষ কবিরাজের বাড়ি সংলগ্ন ব্রিজের সামনে কুপিয়ে খুন করে আসামিরা। এরপর তার লাশ গুমের উদ্দেশে ব্রিজের নিচে খালের মধ্যে কচুরিপানা দিয়ে ঢেকে রাখে। এ ঘটনায় সুলালের ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পিপি অঞ্জন বিশ্বাস জানিয়েছেন, আসামি একই গ্রামের মিঠু চৌধুরী, সুমন চৌধুরী ও দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সুদীপ চৌধুরী নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রিকশাচালক মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
অপরদিকে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের দায়ে স্বামীকে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছা এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডিত মো. জামালের (৩৭) বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। নগরীর বাকলিয়া থানার বাস্তুহারা কলোনিতে তার বাসা ছিল। খুনের শিকার তার স্ত্রী পারভিন আক্তারের (২৪) বাবার বাড়ি বাঁশখালী উপজেলায়। বিয়ের পর থেকে বাকলিয়ার বাসায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি। ২০২২ সালের ১৭ জানুয়ারি রাতে পুলিশ বাসা থেকে পারভিনের লাশ উদ্ধার করে। এ সময় জামাল পলাতক ছিল। ১৮ জানুয়ারি পুলিশ জামালকে গ্রেফতার করে। জামাল স্ত্রীকে খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি