খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলায় জেলায় বিএনপির সমাবেশ
০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার এসব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র নেতারা অংশ নেন। সবাবেশে বক্তারা বলেন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে আজ মৃত্যুশর্যায়। যে কোনো সময় তিনি চিকিৎসার অভাবে মারা যেতে পারেন। অথচ আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে খালেদা জিয়ার মুক্তি দিচ্ছেন না। নেতৃবৃন্দ আরো বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই যেকোন মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
ঝিনাইদহে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়ে যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। একারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। পঞ্চগড়ে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে, দেশের জনগণ মুক্ত হবে। এদিকে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
বগুড়া ব্যুরো জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিশে^র সব চাইতে নির্যাতিত নেত্রী এখন খালেদা জিয়া। তিনি কোনো অপরাধ না করলেও তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নির্যাতন করা হচ্ছে। আসলে তাকে বন্দি রেখে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই তাকে মুক্ত করতে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে আমাদের। তিনি গতকাল বুধবার বিকেলে বগুড়া শহরের নবাব বাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা পাবে। তাই যেকোন মূল্যে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
যশোর ব্যুরো জানায়, যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের একটি ধর্ম আছে, কিন্তু শেখ হাসিনার কোনো ধর্ম নেই। বাংলাদেশ মাফিয়ারা আজ পার্লামেন্টে, সেখানে কোনো রাজনীতিবিদ নেই। আছে চোর, ডাকাত মাফিয়া চক্র। এই মাফিয়া কিভাবে সৃষ্টি হলো? কারা মাফিয়াদের সৃষ্টি করলো? এই মাফিয়া শুধু সাধারণ জায়গা না, প্রশাসনের মধ্যে মাফিয়া আছে। পত্র-পত্রিকায় বেনজিরের (সাবেক আইজিপি) সম্পদ দেখছেন না। কত বড় মাফিয়া হলে চাকুরি জীবনে শত শত না হাজার কোটি টাকার মালিক বনে গেছে? দেশে বেনজির, আজিজ, মতিউর ঘরে ঘরে হাজার হাজার তৈরি হচ্ছে।
দেশের সাধারণ মানুষ বাঁচকে কিভাবে ? যারা কর্ম করে খায়, তাদের কর্মসংস্থান কোথায়? তাদের আয় বাড়ছে? তারা তো সরকারি চাকরি করে না। সরকারি চাকুরিজীবীদে আয় বাড়ছে। সরকারের চাকুরিজীবীরা জনগণের সেবক। জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা হয়। কিন্তু আজ চাকুরিজীবী দেশের মালিক, আর জনগণ সবচেয়ে অসহায়।
তিনি বলেন, বাংলাদেশে ভারতের সাথে স্বামী-স্ত্রী’র সম্পর্ক। পাকিস্তানের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশকে আরেকটি দেশ তাদের স্বার্থে ব্যবহার করবে। আমরা বসে আঙ্গুল চুষবো না, এত সহজ না। স্বামী-স্ত্রী’র দ্বন্দ্বেও কিছু হয় না। অনিয়ম করে বেশি দিন টিকে থাকা যায় না, যেতে হবে। খালেদা জিয়ার অপর নাম গণতন্ত্র। তাই খালেদা জিয়ার মুক্তি হলে, গণগন্ত্র ও জনগণের মুক্তি হবে। খালেদা জিয়া মুক্তি পেলে ভারতের সাথে স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিন্ন হবে। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
যশোরের ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও অ্যাড. নিতাই রায় চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সদস্য অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মাগুরায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ইসলামপুর পাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করে মাগুরা জেলা বিএনপি। জেলা বিএনপির আহবায়ক মো. আলী আহম্মদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাড, নেওয়াজ হালিমা আরলী। সমাবেশে সঞ্চলনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আখতার হোসেন।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, জেলা বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ খান কিজিল, বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, শ্রমিক দলের নেতা ইমদাদুর রহমান, জেলা যুবদলের সভাপতি অ্যাড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ।
পঞ্চগড় জেলা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে, দেশের জনগণ মুক্ত হবে। গতকাল বুধবার বিকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, আনার এমপি হওয়ার আগে তার নামে ২২টি চোরাকারবারি মামলা ছিল। তাকে বানানো হয়েছে এমপি। এসব লোককে পার্লামেন্টে নিয়ে পার্লামেন্ট অপবিত্র করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা যুবদলের নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসে শত শত নেতাকর্মী।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলা জেলা দলীয় কার্যালয়ের সামনে গতকাল সমাবেশ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান প্রমুখ।
পিরোজপুর জেলা সংবাদদাতা জানান, পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক প্রিন্সিপাল আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এলিজা জামান, সাবেক সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
ঝিনাইদহ সদর উপজেলা সংবাদদাতা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, আমাদের প্রিয় মাতৃভুমির স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব ও আমাদের জাতীয় মুক্তি এখন আর মুক্ত স্বাধীন দেশের মতো নেই। দেশ এক ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে এই লুটেরা দুর্নীতিবাজ সরকার। শুধু সরকার প্রধানই নয়, তার মন্ত্রীসভার সব সদস্যই লুটেরা-দুর্নীতিবাজ। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর রবিউল ইসলাম লাভলু, জাহিদুজ্জামান মনা, অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, আহসান হাবিব রণক, শাহাজাহান আলী, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সৌমেনুজ্জামান সোমেন।
নিতাই রায় চৌধুরী আরো বলেন, একটা দেশের সেনাবাহিনী নিয়ে এই দেশের মানুষ কত গর্বিত। কত সুযোগ-সুবিধা দিয়ে তিল তিল করে গড়ে তোলে। অথচ সেই বাহিনীর প্রধান জেনারেল আজিজ দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অন্যায় ও অবৈধভাবে সম্পদ গড়ে তুলেছেন। একইভাবে পুলিশ প্রধান বেনজির আহম্মেদ, এনবিআর কর্মকর্তা মতিউর রহমানসহ সরকারের আস্থাভাজনরা পালিয়ে বেড়াচ্ছেন। তারা দেশের মানুষের লাখ লাখ কোটি টাকা লুটপাট করেছেন। নিতাই রায় অভিযোগ করেন, শেখ হাসিনা এই মহাদুর্নীতিবাজদের দিয়ে বিরোধী মত দমন করে চলেছেন। তিনি এই বাহিনীগুলো এভাবেই সাজিয়েছেন। এ করণেই প্রতি মহুর্তে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামকে প্রতিমুহুর্তে পদপিষ্ট করা হচ্ছে, যাতে আমরা আগের মতো উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে না পারি।
তিনি বলেন, একের পর এক অন্যায় আইন করে দেশের ব্যাংকগুলো থেকে হাজার হাজার নয়, ক্রমাগতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে। দেশের মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং তলিয়া যাওয়া এই দেশকে টেনে উদ্ধার করতে আন্দোলনের কোনো বিকল্প নেই। একারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। দেশনেত্রীকে মুক্ত করতে না পারলে আমাদের পায়ে পরাধীনতার ডান্ডাবেড়ি উঠবে। তাই সময় থাকতে দেশপ্রেমিক বিএনপি নেতাকর্মীদের জেগে উঠতে হবে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে এসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া। জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু।
নেত্রকোণা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলা শহরের বনোয়াপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক প্রমুখ।
শেরপুর জেলা সংবাদদাতা জানান, বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি। গতকাল বিকেলে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মামুন আহাম্মেদ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মানু।
মৌলভীবাজার জেলা সংবাদদাতা জানান, মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সিলেট সিটির সাবেক মেয়র মো. আরিফুল হক চৌধুরী। জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি.কে গউছ।
বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্ঠা শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসীন মিয়া মধু, জেলা বিএনপির সহ-সভাপতি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন, আশিক মোশারফ, হেলু মিয়া, জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন উজ্বল প্রমুখ।
এদিকে পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহরের স্বনির্ভর সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. শাকিল মিয়াকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানান, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
বিএনপি নেতারা দাবি করেন, সকালে হোটেল আল কায়সারের পিছনে স্বনির্ভর সড়কে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে খণ্ড খণ্ড মিছিল যোগ দিতে আসার পথে সমাবেশের অদূরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দলের অন্তত ৫ নেতাকর্মী আহত হয়। তবে আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হামলার বিষয়টি অ¯¦ীকার করে বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মী হামলা করেনি, ওটা বিএনপির অভ্যন্তরীন কোন্দলের বহিঃপ্রকাশ মাত্র।
পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম জানায়, যারা হামলা চালিয়েছে তা আমরা এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি নাই। তবে পরিস্থিতি তাৎক্ষনিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন তার বক্তব্যে সমাবেশে আসার পথে মিছিলে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ছাড়াও জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সরকারওতার হামলার তীব্র প্রতিবাদ করেন।
বেগমগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, নোয়াখালীতে অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান।
আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হিরন, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কিরন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান প্রমুখ।
গাইবান্ধা : গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এর আগে জেলার সাত উপজেলা থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর খন্ড খন্ড মিছিল এসে সমাবেশ স্থলে সমবেত হলে সার্কুলার রোডের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নরসিংদী : নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।
এসময় মনোহরদী-বেলাবরের সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহিসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জামালপুর : বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে বৃষ্টি উপেক্ষা করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে সরকারকে হুঁশিয়ারি দেন বক্তারা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ