সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে উপস্থিত ছিলেন এমপি
১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ১২ জুলাই ২০২৪, ১২:০১ এএম
বিদ্যুতের মিটারের ত্রুটি ও ভুতুড়ে বিল নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় সংসদীয় কমিটির বৈঠকে বিদ্যুতের মিটার নিয়ে হাজির হয়েছিলেন কমিটির একজন সংসদ সদস্য। বিদ্যুৎ–সংযোগ না থাকলেও ওই মিটারে লাল বাতি জ্বলে। অবশ্য বৈঠকে বিদ্যুৎ মন্ত্রণালয় দাবি করেছে, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে, কিন্তু এতে গ্রাহকের অতিরিক্ত বিল আসবে না। নিম্নমানের প্রিপেইড মিটার কেনা হয়েছে কি না তা খতিয়ে দেখার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিদ্যুতের একটি মিটার উপস্থাপন করেন কমিটির সদস্য (সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য) তানভীর শাকিল জয়।
বৈঠক শেষে তানভীর শাকিল সাংবাদিকদের বলেন, তাঁর নির্বাচনী এলাকার কিছু গ্রাহক তাঁর কাছে অভিযোগ করেন, বিদ্যুতের সংযোগ না থাকলেও মিটারে লাল বাতি জ্বলে। এটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ কারণে তিনি ওই ধরনের একটি মিটার নমুনা হিসেবে বৈঠকে উপস্থাপন করেন। মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। মন্ত্রণালয় ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণে অনেক সময় এমনটি হতে পারে। তবে এতে অতিরিক্ত বিল আসবে না। কমিটি এ বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখে আগামী বৈঠকে জানাতে বলেছে। যাতে এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়েও মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। যদি ত্রুটির কারণে বাতি জ্বলে কিন্তু বিল না ওঠে থাকে, তাহলে তা গ্রাহকদের জানাতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কমিটির বৈঠকে বিদ্যুতের মিটারের ত্রুটি ও ভুতুড়ে বিল নিয়ে আলোচনা হয়। একাধিক সদস্য বলেন, তাঁরা অভিযোগ পেয়েছেন অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়ে বেশি আসছে। এটি সংশোধন করতে গেলে অনেক ক্ষেত্রে গ্রাহকেরা হয়রানির শিকার হন। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এখন সারা দেশে সাড়ে তিন কোটির বেশি বিদ্যুতের মিটার আছে। এর মধ্যে পাঁচ লাখের মতো মিটারে ত্রুটি আছে। এ ছাড়া লোডশেডিং নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, শিগগির পরিস্থিতি স্বাভাবিক হবে।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন ও নি¤œমানের মিটার কেনা হয়েছে কি না, তা খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি ও বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে। বিদ্যুতের ভুতুড়ে বিল নতুন কিছু নয়। তবে সম্প্রতি এই অভিযোগ বেড়েছে। গত ২০ জুন জাতীয় সংসদে এ–সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, কারিগরি ও অকারিগরি ত্রুটির কারণে অনেক সময় ভুতুড়ে বিলের ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ বিল যাতে যথাযথ হয়, সে বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
কমিটির বৈঠকে ভারত, নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিতকরণ ও বাস্তবায়ন কৌশল পর্যালোচনা করা হয়। বৈঠকে প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নি¤œমানের মিটার ক্রয় হয়েছে কিনা সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের জন্য কমিটি গুরুত্বারোপ করে। বৈঠকের সমাপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তর্গত বিভাগসমূহ মানুষের কল্যাণে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বিধায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়। বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মু. জিয়াউর রহমানের সভাপতিত্বে কমিটির সদস্য মো. আবু জাহির, তানভীর শাকিল, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, মো. ওমর ফারুক ও কানন আরা বেগম উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
এতো লুটপাট কখনো দেখেনি কেউ - মাহবুব চৌধুরী
কেশবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ইউরোপকে আরেকটি জ্বালানি সংকটে ফেলেছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র: হাঙ্গেরি
নোবিপ্রবি তৃতীয় জাতীয় সায়েন্স ফেস্ট এর সমাপনী অনুষ্ঠিত
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ভূমি দ্রুত অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবীতে মানববন্ধন
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে বিপুল সংখ্যক আফ্রিকান সেনা
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত
হুগলির গঙ্গায় ডুবে আছে বাংলাদেশি জাহাজ
সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতার দখলে থাকা ১১ বিঘা জমি ১৮ বছর পর উদ্ধার
‘ওবায়দুল কাদেরের প্রশ্রয়ে কাদের মির্জা এলাকাকে সন্ত্রাসের জনপদ বানিয়েছিল’
ঝিনাইদহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
শেরপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
ভোটার হালনাগাদে রোহিঙ্গা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ ডিসি : ফৌজিয়া খান
সরাসরি ইলিশ বিক্রি করলে দাম কমানো সম্ভব: মৎস্য উপদেষ্টা
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
"১৯ বছর পর রাণীনগরে মোসারব হোসেন গোল্ডকাপ ফাইনাল, মাঠে হেলিকপ্টারে খেলোয়াড়দের আগমন"
বরিশালে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সফল করতে সার্বিক সহযোগিতা প্রত্যাশা
কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
চুপিসারে বিয়ে করলেন সংগীত তারকা দর্শন রাওয়াল