চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
ফাহিম আশরাফ, রিপন মন্ডল, তানভীর ইসলামরা লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন। ব্যাট হাতে সময় নিয়েও থিতু হতে পারেননি তামিম ইকবাল। তবে আরেক ওপেনার ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে চিটাগং কিংসকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ফরচুন বরিশাল।
চলতি বিপিএলের ২৫তম ম্যাচে রোববার চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে তামিমের নেতৃত্বাধীন দলটি। ১২২ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১৯ বল হাতে রেখে।
আসরে এটি তাদের টানা দ্বিতীয় ও সাত ম্যাচ পঞ্চম জয়। অন্যদিকে চট্টগ্রামের টানা দ্বিতীয় হার এটি। সাত ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার তিনেই আছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।
তৃতীয় ওভারে উসমানকে সাজঘরে পাঠিয়ে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।
উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এসময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।
দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।
মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।
রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।
জবাবে চতুর্থ ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। ৮ রানে রান আউট হন তামিম।
পরের ওভারে ব্যক্তিগত ১ রানে তাওহিদ হৃদয়ের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল।
১৬ রানে ২ উইকেট পতনের পর মুশফিকুর রহিমকে নিয়ে ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ২১ রানের জুটি গড়েন ওপেনার ডেভিড মালান। মুশফিক ১১ ও মাহমুদুল্লাহ ১৬ রানে আউট হলে ক্রিজে মালানের সঙ্গী হন মোহাম্মদ নবী।
পঞ্চম উইকেটে নবীকে নিয়ে ৪৪ বলে ৬৯ রানের রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান।
৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৫৬ রান করেন মালান। ৩টি চারে ২১ বলে অনবদ্য ২৬ রান করেন নবী। খালেদ নিয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (উসমান ১৯, পারভেজ ১, ক্লার্ক ৮, মিঠুন ৩৫, হায়দার ১, শামীম ৫, আলিস ০, সানি ২৭*, খালেদ ৯, শরিফুল ৫*; জাহান্দাদ ৩-০-৩১-০, তানভির ৪-০-১৪-২, রিপন ৪-০-২৩-৩, ফাহিম ৪-০-১২-৩, রিশাদ ৩-০-২৫-০, নাবি ২-০-৬-০)
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (তামিম ৮, মালান ৫৬*, হৃদয় ১, মুশফিক ১১, মাহমুদউল্লাহ ১৬, নাবি ২৬*; ফার্নান্দো ৩-০-২২-০, শরিফুল ৩-০-১৮-০, আলিস ৩-০-২১-০, খালেদ ৩.৫-০-২৭-২, সানি ৪-০-৩৩-১)
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দাভিদ মালান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত
গৌরনদীতে বসত বাড়ির গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-৫
যে কারণে সফল হয়েছিলেন শহীদ জিয়াউর রহমান
মাদারীপুরে স্কুলে ল্যাব না থাকলেও শিক্ষক নিয়োগ
কৃষকের প্রয়োজন পানি: মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে সেচ সুবিধা না পেয়ে বিপর্যয়ের আশঙ্কা
দুর্যোগে নেতৃত্বহীনতায় জিয়াউর রহমানের আবির্ভাব - আবুল কালাম আজাদ সিদ্দিকী
ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা
আশুলিয়ায় বাস চাপায় নারী পোশাক শ্রমিক নিহত
জানুয়ারির প্রথম ১৮ দিন রেমিট্যান্স এলো ১৪,৭২৩ কোটি টাকা
জনগণ নয়, ভারতের সম্পর্ক ছিল একটি দলের সাথে - খোকন
মানিকগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত
ভোরের কাগজ কর্মীদের মানববন্ধন পাঁচদিনের আল্টিমেটাম সাংবাদিক নেতাদের
৬ শতাধিক কৃষকের জমিতে সরকারি পেয়াজের বীজ গজায়নি, লোকসানের ঘানি টানছেন কৃষকেরা
শিগগিরই ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
চিকিৎসক হয়রানি যেন অতীতের ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনেরই প্রতিচ্ছবি: ডা. রফিকুল ইসলাম
৯ মাসে ইরান-কাতার বাণিজ্য ৫৩ ভাগ বেড়েছে
ইন্দুরকানীতে পাওয়ার ট্রিলারের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত
লাকসামে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা
আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন, ওরস শরীফে বাধা প্রদানের অভিযোগ
ব্যাংকের সহযোগিতা কামনা রোজার আগে বন্ধ সুগার মিল চালু করতে চায় দেশবন্ধু গ্রুপ