চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
১৯ জানুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম
ফাহিম আশরাফ, রিপন মন্ডল, তানভীর ইসলামরা লক্ষ্যটা নাগালেই রেখেছিলেন। ব্যাট হাতে সময় নিয়েও থিতু হতে পারেননি তামিম ইকবাল। তবে আরেক ওপেনার ডেভিড মালানের অপরাজিত ফিফটিতে চিটাগং কিংসকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ফরচুন বরিশাল।
চলতি বিপিএলের ২৫তম ম্যাচে রোববার চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে তামিমের নেতৃত্বাধীন দলটি। ১২২ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১৯ বল হাতে রেখে।
আসরে এটি তাদের টানা দ্বিতীয় ও সাত ম্যাচ পঞ্চম জয়। অন্যদিকে চট্টগ্রামের টানা দ্বিতীয় হার এটি। সাত ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার তিনেই আছে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনকে নিয়ে ১৪ বলে ২১ রানের সূচনা করেন উসমান খান।
তৃতীয় ওভারে উসমানকে সাজঘরে পাঠিয়ে চট্টগ্রামের উদ্বোধনী জুটি ভাঙ্গেন বরিশালের পেসার রিপন মন্ডল। ৩টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন উসমান।
উসমানের বিদায়ের পর ১০ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় চট্টগ্রাম। পাওয়ার প্লেতে ৩৯ রানে ৫ উইকেট পতনে চাপে পড়ে তারা। এসময় গ্র্যাহাম ক্লার্ক ৮, শামীম হোসেন ৫ ও ইমন-হায়দার আলি ১ রান করে করেন।
দলীয় ৫৬ রানে ষষ্ঠ উইকেট পতনের পর অধিনায়ক মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির ৩১ রানের জুটিতে চাপমুক্ত হবার চেষ্টা করে চট্টগ্রাম। দলীয় ৮৭ রানে মিথুনকে থামিয়ে বরিশালকে ব্রেক-থ্রু এনে দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।
মিথুন ফেরার পর শেষ দুই ব্যাটারকে নিয়ে ৩৪ রান যোগ করে চট্টগ্রামকে সম্মানজনক পুঁজি এনে দেন সানি। ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে চট্টগ্রাম। ২টি চারে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন সানি।
রিপন ২৩ রানে ও ফাহিম আশরাফ ১২ রানে ৩টি করে উইকেট নেন।
জবাবে চতুর্থ ওভারেই অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। ৮ রানে রান আউট হন তামিম।
পরের ওভারে ব্যক্তিগত ১ রানে তাওহিদ হৃদয়ের বিদায়ে শুরুতেই চাপে পড়ে বরিশাল।
১৬ রানে ২ উইকেট পতনের পর মুশফিকুর রহিমকে নিয়ে ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ২১ রানের জুটি গড়েন ওপেনার ডেভিড মালান। মুশফিক ১১ ও মাহমুদুল্লাহ ১৬ রানে আউট হলে ক্রিজে মালানের সঙ্গী হন মোহাম্মদ নবী।
পঞ্চম উইকেটে নবীকে নিয়ে ৪৪ বলে ৬৯ রানের রানের অবিচ্ছিন্ন জুটিতে বরিশালের জয় নিশ্চিত করেন মালান।
৩টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৫৬ রান করেন মালান। ৩টি চারে ২১ বলে অনবদ্য ২৬ রান করেন নবী। খালেদ নিয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চিটাগং কিংস: ২০ ওভারে ১২১/৮ (উসমান ১৯, পারভেজ ১, ক্লার্ক ৮, মিঠুন ৩৫, হায়দার ১, শামীম ৫, আলিস ০, সানি ২৭*, খালেদ ৯, শরিফুল ৫*; জাহান্দাদ ৩-০-৩১-০, তানভির ৪-০-১৪-২, রিপন ৪-০-২৩-৩, ফাহিম ৪-০-১২-৩, রিশাদ ৩-০-২৫-০, নাবি ২-০-৬-০)
ফরচুন বরিশাল: ১৬.৫ ওভারে ১২২/৪ (তামিম ৮, মালান ৫৬*, হৃদয় ১, মুশফিক ১১, মাহমুদউল্লাহ ১৬, নাবি ২৬*; ফার্নান্দো ৩-০-২২-০, শরিফুল ৩-০-১৮-০, আলিস ৩-০-২১-০, খালেদ ৩.৫-০-২৭-২, সানি ৪-০-৩৩-১)
ফল: ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: দাভিদ মালান
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত
নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান
বাঘায় শহিদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব আসেনি: চিফ প্রসিকিউটর
প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে উপহার ও সনদ তুলে দিলেন অতিথিরা
মেহেরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত
শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
চার দিনের সফরে সোমবার সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ভারতে ৫ বছর সাজাভোগ করে দেশে ফিরলেন স্বামী-স্ত্রী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
বিয়ের ওপর কর বাতিলের দাবি
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
জবিতে ছাত্রলীগ নেত্রী আটক, মুক্তির পর হুমকি
বিতর্ক যেন ছাড়ছেই না উর্বশীকে,আপত্তিকর ভিডিও ভাইরাল
বিনোদনের সংজ্ঞা পাল্টে দিচ্ছে হালের নিও কিউএলইডি টেলিভিশন