কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা
১৬ জুলাই ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৬ এএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দেখা দিয়েছে চরম স্বাস্থ্যঝুঁকি। এসব অবৈধ সিসা কারখানার মালিক স্থানীয় ক্ষমতাশীল দলের প্রভাবশালী লোক হওয়ায় এলাকাবাসী এদের বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। সরেজমিন ঘুরে দেখা যায়, তেঘরিয়া ইউনিয়নের আব্দুলাহপুরে করেরগাঁও এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব সিসা গলানোর কারাখানা।
এসব কারখানায় নষ্ট ও বাতিল ব্যাটারি, ফেলে দেয়া বিভিন্ন ড্রিংকসের ক্যান এবং পুরোনো লোহার বর্জ্য এনে দেদারসে গলানো হচ্ছে। বর্জ্য গলানোর সময় এর ক্ষতিকারক ধোঁয়ায় আশেপাশের বিভিন্ন গ্রাম আচ্ছাদিত হয়ে যায়। এতে শিশুসহ সাধারণ মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ, নষ্ট হচ্ছে জমির ফসল এবং বিভিন্ন ধরনের গাছপালা । পাশাপাশি এখানে কর্মরত শ্রমিক-কর্মচারীরাও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। শুধু তাই-ই নয়, সিসা কারখানার আশপাশে জন্মানো ঘাস খেয়ে হুমকির মুখে পড়ছে পশুপাখিও। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাসের পর মাস চলে আসছে এই কারখানা। কারখানাটির কাগজপত্র দূরে থাক নেই ন্যূনতম সাইনবোর্ডও।
কারখানার ভেতরেও চরম স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শ্রমিকরা কাজ যাচ্ছে। কেউ পুরোনো ব্যাটারির উপরের অংশ খুলে প্লেট বের করছে, আবার কেউ ব্যাটারি থেকে অ্যাসিড বের করছে। এসব শ্রমিক পুরোনো ব্যাটারি ভেঙে অ্যাসিড বের করা ও সিসার কাজ করে রাত-দিন পাশের পুকুরে হাত-মুখ ধৌত করতে গিয়ে পানির রং কালচে করে ফেলছে। এছাড়া ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এদিকে কারখানার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কালাম নামে এক ব্যক্তি বলেন বলেন, ছয়জনের যৌথ মালিকানায় এই কারখানা পরিচালনা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের ছত্রছায়ায় টিনের বেড়া দিয়ে সাইনবোর্ডবিহিন গড়ে উঠা ওই কারখানাটিতে দীর্ঘদিন ধরেই পুরনো ব্যাটারি থেকে সিসা পোড়ানো হচ্ছে। এতে কারখানার আশপাশের তিন কিলোমিটারের মধ্যে ক্ষেতের ফসল ব্যাপক ক্ষতির পাশাপাশি গাছপালা ও সবজির মারাত্মক ক্ষতি হচ্ছে। অন্যদিকে এই কারখানার বিষাক্ত ধোয়া ও গ্যাসের প্রভাবে শিশুসহ বিভিন্ন বয়সের অনেক লোকজনের শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অবিলম্বে সিসা কারখানাটি বন্ধসহ সিসা তৈরিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানার শ্রমিক জানায়, গরিব মানুষ বলে চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যেও তাদের এই আর কারখানায় কাজ করে খেতে হচ্ছে। অন্য কোথাও কাজ না পাওয়া পর্যন্ত এখানেই কাজ করবো।
কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন চিকিৎসক জানিয়েছেন, এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যাটারির বর্জ্য পুড়িয়ে সিসা তৈরি করলে এতে যে দূষিত ধোঁয়া ও গ্যাস বের হয় তা আশপাশে থাকা মানুষের শরীরে পয়জনিং (রক্তকণিকা ও মস্তিষ্কের কোষ ক্ষতি করা) সৃষ্টি করে। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে। গর্ভবতী মহিলাদের জন্য এটি মারাত্মক ক্ষতিকর। এ সকল কারখানায় যেসব শ্রমিক কাজ করে তাদের জীবনও মারাত্মক হুমকির মুখে থাকে।
সিসা তৈরির কারখানার কোনো অনুমতি আছে কিনা জানতে চাইলে কারখানার অপর মালিক মালিক জাহিদুল ইসলাম জানান, তাদের কাছে পরিবেশ অধিদফতরের কোন অনুমতি নেই।
এ বিষয়ে কেরানীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু রিয়াদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, কারখানাটির কোন বৈধ অনুমতি নেই। তাই খুব দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা : উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী
জনতার বাজার মনোপলি সিন্ডিকেটের ঊর্ধ্বে থাকবে: ঢাকা জেলা প্রশাসক
ভ্যাট না বাড়িয়ে সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির
গারো পাহাড় সীমান্তাঞ্চলের কৃষকের স্বপ্ন এখন ইরি-বোরোয়
রাশিয়ার সঙ্গে ইরানের ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
জাতীয় কবির নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি