চাটখিলে পুলিশ কর্মকর্তা বিমল কর্মকারের বিরুদ্ধে চোরদের সহযোগিতার অভিযোগ
১৬ জুলাই ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৬ জুলাই ২০২৪, ১২:০৬ এএম
চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের বিরুদ্ধে চোরদের সহযোগিতা করে সিএনজি গাড়ির ব্যবসায়ীকে হয়রানি ও আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ওসি (তদন্ত) মাদক ও চোরাকারবারিদের থেকে আর্থিক সুবিধা নেয়ার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে।
এ বিষয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণও ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সহযোগিতায় অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। ওসি (তদন্ত) বিমল কর্মকারের কাছে সেবা প্রত্যাশি জনসাধারণ থেকে বেশি সুবিধা পায় অপরাধীরা। তার এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মো. হাসেম নামের এক ব্যবাসায়ী নোয়াখালীর পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। নোয়াখালীর পুলিশ সুপার আসাদুজ্জামান সোমবার দুপুরে অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশের ভাবমর্যাদা বজায় রাখার স্বার্থে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে সিএনজি গাড়ির ব্যবসায়ী মো. হাসেমের একটি সিএনজি গাড়ি চুরি হয়। পরবর্তীতে হাসেম জানতে পারে ওই সিএনজি গাড়ি পাশ্ববর্তী হিরাপুর গ্রামের জহির (৪৫), মানিক (১৯) ও ফয়সাল (২০) সংঘবদ্ধভাবে চুরি করে নিয়ে নিজেদের হেফাজতে রেখেছে। হাসেম তার গাড়ি দাবি করলে সংঘবদ্ধ ওই চোরেরা বলে, তাদের হোন্ডা ছিনতাইয়ের সঙ্গে হাসেমের ড্রাইভার জড়িত তাই তারা এই সিএনজি দিবে না।
পরবর্তীতে হাসেম চাটখিল থানায় গিয়ে ওসি’র পরামর্শে অভিযোগ দায়ের করে। হাসেমের অভিযোগের ভিত্তিতে চাটখিল থানার ওসি (তদন্ত) সিএনজি উদ্ধারের জন্য খরচাপাতি দাবি করলে, হাসেম তার দাবিতে রাজি হয়ে ঘটনাস্থলে সিএনজি উদ্ধারের জন্য যায়। সেখানে গেলে পুলিশের উপস্থিতিতে সংঘবদ্ধ চোরেরা হাসেমের উপর আক্রমণের চেষ্টা করে। এ সময় ওসি (তদন্ত) বিমল কর্মকার চোরদের সাথে কথা বলে হাসেমের ড্রাইভারকে হোন্ডা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করে। তবে সিএনজি গাড়িটি জব্দ বা উদ্ধার না করে চোরদের হেফাজতে রেখে চলে আসে। পরবর্তীতে তিনি সিএনজি ও ড্রাইভারকে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানায় রেফার করে। হাসেম আদালতের মাধ্যমে তার সিএনজি গাড়ি বুঝে পেলেও তার গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ব্যাটারী ও নতুন চাকা খুলে নিয়ে গেছে বলে অভিযোগে দাবি করেন। এতে তার ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই ঘটনায় হাসেম, চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারসহ সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) বিমল কর্মকারের মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, সিএনজি চালক মোটর সাইকেল চুরির সাথে জড়িত থাকায় তাকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে সিএনজি চালককে আটক করলেও অপর তিনজনকে কেন আটক করা হয়নি এবং সিএনজি গাড়ি কেন জব্দ বা উদ্ধার করা হয়নি এ বিষয়ে তিনি কোনো সদুত্তর না দিয়ে বলেন, পরবর্তীতে সিএনজি গাড়িটি মনোহরগঞ্জ থানা পুলিশ জব্দ করেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিংগাইরে কৃষকদলের নতুন কমিটি গঠন
আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের ময়মনসিংহ উত্তর জেলার কমিটি গঠন
এটা সত্যি আমি ফেঁসে গেছি: সৃজিত মুখার্জি
গাজার পূর্ণ দায়িত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত ফিলিস্তিনি কর্তৃপক্ষ : আব্বাস
৩৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে বোরো আবাদ উৎপাদন হবে ১ লাখ ৭৮ হাজার ৭৪ মেট্রিক টন চাউল
৪ আগস্টের পর মাজার-দরগাহে হামলা ভাঙচুর: গ্রেপ্তার ২৩
৭ ম্যাচে ৭৫২ রান, গড় ৭৫২- অবিশ্বাস্য করুনে মুগ্ধ টেন্ডুলকারও
হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
পণ্যবাহী দুটি কার্গো আটক করেছে আরাকান আর্মি
আশুলিয়ায় কৃষক দলের কম্বল বিতরণ
পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরান-রাশিয়ার
আ.লীগের আমলে উন্নয়নের গালগপ্প শোনালেও ভেতরে ছিল ফাঁপা: উমামা ফাতেমা
লঞ্চ ব্যবসায়ী ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে ‘তারুণ্যের মেলা’র উদ্বোধন
সুন্দরগঞ্জে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রয়োজন স্থায়ী সংস্কার: এইচআরডব্লিউ'র প্রতিবেদন
কক্সবাজারে ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নেতৃবৃন্দের সংবর্ধনা
ওপারে ভালো থাকবেন ডেভিড লিঞ্চ
হাজারীবাগে ছাত্রী হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয়: রিজভী