মৃত বিএনপি নেতার নামে গাড়ি পোড়ানো মামলা
৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাভারে সহিংসতার ঘটনায় গাড়ি পোড়ানো একটি মামলায় আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি আজগর আলীকে আসামি করা হয়েছে। অথচ এই নেতা গত দেড় বছরের বেশি সময় আগে মারা গেছে। তবে পুলিশের দাবি প্রিন্টিং মিসটেকের কারণে নাম ভুল হতে পারে।
মামলার নথি থেকে জানা যায়, কোটা আন্দোলনকারীরা ১৮ জুলাই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে চারটি বাস ও একটি ট্রাকে আগুন দেন। ওই ঘটনায় আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। ঘটনার ৬ দিন পরে ২৪ জুলাই সাভার মডেল থানায় বাসে সুপারভাইজার আলমগীর বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় ৬ নাম্বার আসামি করা হয়েছে মৃত বিএনপি নেতা আজগর আলীকে (৩৫)। মামলায় তার পিতার নাম মৃত আফছার উদ্দিন এবং ঠিকানা সাভার পৌর এলাকার বি/১১৮ জালেশ^র দেখানো হয়েছে।
তবে মামলায় দেখানো ঠিকানায় খোঁজ করে আজগর আলী নামে কাউকে পাওয়া যায়নি। ওই বাড়ির মালিক মফিজ উদ্দিন বলেন, এই বাসায় আজগর আলী নামে কেউ থাকে না, আগেও কখনো ছিল না।
তবে আশুলিয়ার থানার পাথালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি মৃত আজগর হোসেনের স্ত্রী সোহেলি সুলতানা বলেন, আমার স্বামীর নাম আজগর আলী নয় আজগর হোসেন। তার বাবা নাম আফছার উদ্দিন। আমার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন। সে ২০২২ সালে ১১ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। কোটা আন্দোলনে গাড়ী পোড়ানো মামলায় মৃত স্বামীর নাম দেওয়া হয়েছে জানতে পেরে তিনি বিস্মিৃত হয়েছেন।
মামলার বাদী আলমগীর বলেন, আমি মামলা দিতে চাইছিলাম না, কারণ আমি কাউকে চিনি না জানি না, কার নামে মামলা দিবো। থানা থেকে বলেছে, মামলা না করলে পুড়া গাড়ি পাওয়া যাবে না। পরে বাধ্য হয়েছি মামলা করতে। আমি তো শুধু নিজের নামটা কোনো রকম সই করতে পারি। আমি তো জানি না, এতো কিছু কাহিনী হবে। আমি আগে জানলে কখনো বাদী হতাম না। আমার বাড়ি নাটোরে।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, প্রিন্টিং মিসটেক বা তথ্যে ভুলের কারণে এমন হতে পারে। তবে তদন্তের মাধ্যমে ভুল সংশোধন করে আদালতে প্রতিবেদন দেয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী