চট্টগ্রামে অবিলম্বে গণগ্রেফতার বন্ধ করুন : বিএনপি
৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
দেশজুড়ে চলমান বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার, হয়রানি ও ২০টি মিথ্যা মামলায় ৩৯০ জনকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। প্রতিদিন নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। এলাকা ভাগ করে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেইড ও নির্বিচার গ্রেফতার করে নেতাকর্মীদের বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে।
গত ১৬ জুলাই থেকে গতকাল পর্যন্ত ১৪ দিনে চট্টগ্রামে বিএনপির ৩৯০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বিভিন্ন থানায় ২০টি মামলা দায়ের করেছে। এরমধ্যে গতকাল সোমবার থেকে গতকাল বিকেল পর্যন্ত পাঁচলাইশ থানা যুবদলের সদস্য এনামুল ইসলাম এনাম, পাহাড়তলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, তানজিন জিহাদ, সরাইপাড়া ছাত্রদল নেতা মো. আরজু, উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রহিম, ৩৮ নং ওয়ার্ড যুবদল নেতা আরিফুল ইসলাম আকাশ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা সুমন চৌধুরীসহ ১০ জনকে গ্রেফতার করেছে।
ভোট ডাকাত সরকার পুলিশকে দিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে আসামি করে উদ্ভট মামলা করেছে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা পরিকল্পিত ও মিথ্যা। সরকার দলীয় লোকজন পরিকল্পিতভাবে একেকটি ঘটনা ঘটিয়ে বিএনপির নামে মামলা দিচ্ছে। রাষ্ট্রযন্ত্রকে কব্জায় নিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসন যন্ত্রকে তাদের অবৈধ ক্ষমতায় টিকে থাকার খুঁটি হিসেবে ব্যবহার করছে।
নেতৃবৃন্দ বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস কর্মীরা নজীরবিহীন দমন পীড়নের তাণ্ডব চালিয়েছে। শুরু থেকেই এই ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। সরকারের একাধিক মন্ত্রী চরম দায়িত্বহীন ভাষায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে। দেশের বেসামরিক নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের জন্য সেনাবাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছিল, কারফিউ জারি করে দেখামাত্র গুলির নির্দেশ দেয়া হয়েছিল এবং হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গুলি ব্যবহার করা হয়েছিল, যা বাংলাদেশের ইতিহাসে নজীরবিহীন।
নেতৃবৃন্দ বলেন, এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে দুই শতাধিক মানুষ হত্যার নজির ইতিহাসে নেই। এই বিপুল প্রাণহানির দায় সরকারের। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে সরকার হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না। হত্যাকাণ্ডের বিষয়টি পাশ কাটিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের অপরাধ ঢাকা যাবে না। ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনার কোনো তদন্ত না করে কেবল নাশকতার মামলা দায়েরের মাধ্যমে হাজার হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করা ও কয়েক হাজার মানুষকে গ্রেফতারের ঘটনা অত্যন্ত নিপীড়নমূলক। অবিলম্বে সাধারণ মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দ চট্টগ্রামে অবিলম্বে গণগ্রেফতার বন্ধ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ইতোপূর্বে চট্টগ্রামে গ্রেফতার সকল নেতাকর্মীর মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার দাবি জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটকে কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
পীরগনজ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ চিকিৎসক সহ ৫৫ পদ শূন্য - সেবা ব্যহত
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট