কুষ্টিয়ায় সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৪ থেকে ৬ টাকা
৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
কুষ্টিয়ায় আবারো বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকদের দাবি ধানের দাম বেড়ে যাওয়ায় বাড়াতে হয়েছে চালের দাম। খুচরা বিক্রেতারা বলছে মিল গেট থেকে বেশি দামে কেনা লাগছে তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহে দেশের অন্যতম বড় চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিলগেট থেকে প্রায় সব রকম চালের দাম কেজি প্রতি বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।
খুচরা বিক্রেতারা বলছেন, মোকাম থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে তাদের, তাই বেশি দামে বিক্রি না করে কোনো উপায় নেই। আর চালকল মালিকরা বলছেন, প্রতিদিন বাড়ছে ধানের দাম। সে কারণে বাড়াতে হচ্ছে চালের দাম। তাই মিলগেটে কমপক্ষে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত চালের দাম বেড়েছে তবে সব চাইতে বেশি দাম বেড়েছে বাশমতি এবং মিনিকেট নামে পরিচিত সরু চালের দাম। তারা ধানের দাম বৃদ্ধির উপরেও নজরদারির দাবি তুলেছেন।
কুষ্টিয়া পৌর বাজার ঘুরে দেখা যায়, ৬৪ টাকার মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে প্রকারভেদে ৬৮ থেকে ৭০ টাকায়। বাসমতি চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি । কয়েকদিন আগেও ৫৯ টাকায় বিক্রি হওয়া কাজললতা চাল এখন ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আটাশ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজিতে। মোটাদাগে বলতে গেলে ৫০ টাকা কেজির নিচে বাজারে এখন আর কোনো চাল পাওয়া যাচ্ছে না।
পৌর বাজারের চাল ব্যবসায়ী তাইজাল হোসেন জানান, ‘বেশি দামে মোকাম থেকে চাল কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারে চালের দাম বেড়েছে। সব চেয়ে বেশি দাম বেড়েছে মিনিকেট এবং বাসমতি চালের। প্রতি ২৫ কেজি বস্তার বর্তমান বাজার মূল্য ২ হাজার ২৫০ টাকা। সর্বশেষ যা বিক্রয় করা হয়েছে ২ হাজার ১০০ টাকা।
মিনিকেট চাল বিক্রয় হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা বস্তা, সপ্তাহ আগেও যার মূল্য ছিল ১ হাজার ৬০০ টাকা।
কুষ্টিয়ার পৌরবাজারের খুচরা ব্যবসায়ী নিশান আলী বলেন, এই সময় চালের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। তারপরেও মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছে। আমরা যেভাবে কিনি তার থেকে কেজিতে ২ টাকা লাভে চাল বিক্রি করি। তাছাড়া খুচরা বাজারে কোনো সিন্ডিকেট থাকে না।
গেল ছাত্র আন্দোলনের আগের থেকেই চালের দাম বাড়াতে থাকে মিলাররা। কারফিউ কারণে আরেক ধাপ বাড়িয়েছেন তারা।
কালাচাদ স্টোরের স্বত্তাধিকারী কালাচাদ বলেন, মিল গেটে চালের দাম বাড়াতে কোনো কারণ লাগে না। তবে তাদের একটাই যুক্তি থাকে ধানের দাম বেড়েছে। এগুলো আসলে তাদের অধিক মুনাফা করার একটা কৌশল মাত্র। সঠিক ভাবে খাজানগরের মোকামে প্রশাসনের অভিযান চালালে চালের দাম কমে যাবে বলে দাবি এই ব্যবসায়ীর।
চালের দাম বাড়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন কুষ্টিয়া শাখার সভাপতি ওমর ফারুক জানান, সরু চালের জন্য প্রসিদ্ধ কুষ্টিয়ার মোকামে ধানের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, এখন কৃষক এবং মিলমালিক কারো কাছেই ধান নেই ধান আছে তৃতীয় কিছু মৌসুমী মজুদদারদের কাছে। তারা ইচ্ছে মতো ধানের দাম বাড়াচ্ছে। বাজারে চালের সরবারাহ ঠিক রাখতে আমরা বাধ্য হচ্ছি বেশি দামে ধান কিনতে।
ওমর ফারুক আরো যোগ করেন, প্রায় সবরকম চালই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ডিসেম্বর মাস থেকে ধানের দাম প্রতিনিয়তই বাড়ছে। এ বছর ধানের বাম্পার ফলন হলেও ধান কিন্তু কৃষকের কাছেও নেই মিলারের কাছেও নেই। অবৈধ মজুতদাররা সিন্ডিকেট করে ধান মজুত করে রেখেছে। তাদের ইচ্ছেমত দামে বাজারে বিক্রি করছে। ধানের দাম বেশি হলে চালের দাম বাড়াবে এটাই স্বাভাবিক মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিলেটকে কঠিন লক্ষ্য দিল চট্টগ্রাম
পীরগনজ ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ চিকিৎসক সহ ৫৫ পদ শূন্য - সেবা ব্যহত
মেহেরপুর সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালকের বদলির দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জের পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত
হাসিনাসহ অন্যদের পাওয়া কলরেকর্ড ফরেনসিক পরীক্ষার নির্দেশ
মেয়েসহ সাবেক আইজি বেনজীরের আয়কর নথি জব্দের নির্দেশ
শেখ রেহানাসহ ৩ সন্তানের বিরুদ্ধে ৩ মামলা, ‘সহযোগী’ শেখ হাসিনা
গাজার শরনার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫ ফিলিস্তিনি
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট