কোটা সংস্কার আন্দোলন : বিভাগীয় কমিশনার-ডিসিদের চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

এক যুগ পর সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি গঠন হচ্ছে

Daily Inqilab পঞ্চায়েত হাবিব

৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৪, ১২:০৫ এএম

কোটা সংস্কার আন্দোলনের এক যুগ পর সারাদেশে জেলা-উপজেলা এবং ইউনিয়ে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি আবারো সক্রিয় করতে যাচ্ছে সরকার। সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সচিবের কাছে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিতে গণমান্য ব্যক্তি, ধর্মীয়, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তি কমিটিতে রাখতে বলা হয়েছে। জেলা প্রশাসকরা উপজেলা. পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি পরিবীক্ষণ করবেন। কমিটি সভার কার্যবিবরণী মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে নির্দেশনা দেয়া হয়েছে ডিসিদের। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ চিঠি পাঠানো হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপি সহিংসতার ঘটনা ঘটেছে। চলেছে সম্পূর্ণ অবরোধ কর্মসূচি। ছাত্র আন্দোলনকে ইস্যু বানিয়ে কোন কোন রাজনৈতিক দল সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আন্দোলন চলাকালে সরকারের মেট্রোরেল, টেলিভিশন কেন্দ্র, বিআরটিএসহ বেশকিছু গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিরোধে রাস্তায় ও শিক্ষাঙ্গনে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সেই ঘটনায় সরকারি হিসেবে ছাত্র-শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও সাধারণে মিলে দেড়শতাধিক নিহত হয়েছেন। এমন সহিংসতার এক যুগ পর ফের সক্রিয় করা হচ্ছে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটিকে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের কমিটি সক্রিয় করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।এরপরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব, সকল বিভাগীয় কমিশনার ও সকল জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইনকিলাবকে বলেন,কোমলমতি ছাত্রদের আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশে নারকীয় তান্ডব চালিয়েছে। বিএনপি-জামায়াত আবারও দেশের শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় প্রাণ গেছে দেড়শ জনের। মেট্রোরেল, যানবাহন ও পুলিশ বক্সেসহ সরকারী গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, বিতর্ক এড়াতে যাচাই-বাছাই সাপেক্ষে কমিটিতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় গুরু, মসজিদের ইমাম, সাংবাদিক, উদ্যমী যুবক, শিক্ষার্থীসহ পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদের রাখতে বলা হয়েছে। যারা সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
কার্যপত্রে বলা হয়,দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, পেশাজীবী ও ব্যবসায়ী সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হবে। তারা গণসংযোগের মাধ্যমে জনমত সৃষ্টি করবেন। মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনের মাধ্যমে সেটি অধিকতর কার্যকর ও ফলপ্রসূ হবে সরকার সংশ্লিষ্টরা মনে করছেন। বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তা কমিটির প্রধান হবেন। তাদের উদ্যোগেই কমিটি গঠন হবে। তাদের সভাপতিত্বে কমিটির সদস্যবৃন্দ মতামত দেবেন। মহানগর এলাকায় স্থানীয় সরকার বিভাগ থেকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। জেলা কমিটির সভায় আলোচনা করে পৌর ও ওয়ার্ড কমিটি, উপজেলা কমিটির সভায় আলোচনাপূর্বক ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা ও উপজেলা কমিটির সভায় উপদেষ্টা হিসেবে অংশগ্রহণ করবেন। সংসদ সদস্যরা তাদের নিজ এলাকায় অবস্থান করলে তারা বিশেষ আমন্ত্রণে সংশ্লিষ্ট কমিটির সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। যাচাই-বাছাই করে কমিটির সদস্য চূড়ান্ত করতে হবে। এই কমিটি সংশ্লিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতা রোধ এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নিয়মিতভাবে পরিস্থিতি পর্যালোচনােএবং স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে যথাযথ কার্যক্রম করবে। জেলা, মহানগর নাশকতা ও প্রতিরোধ কমিটির সভার কার্যবিবরণীর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ. প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ে পাঠাতে হবে। এছাড়াও জেলা প্রশাসকরা উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গঠিত কমিটির কার্যক্রম পরিবীক্ষণ করবেন। আগামি দুই সপ্তাহের মধ্যে কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
২০১৩ সালে ৬ মার্চ বিএনপি-জামায়াত জোটের নাশকতা প্রতিরোধ করতে ৬৪ জেলায় কমিটি গঠন করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’ গঠনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন শাখা থেকে স্থানীয় সরকার বিভাগের সচিব ও সব বিভাগীয় কমিশনারকে কমিটি গঠনের নির্দেশনার পরিপত্র জারি করে। কিন্তু পরবর্তীতে কমিটি গঠন নিয়ে বিতর্ক শুরু হয়। পরবর্তীতে কমিটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। যে কারণে কমিটির কার্যক্রম দীর্ঘদিন স্থায়ী ছিল না। সম্প্রতি কোটা সংস্কার নিয়ে ছাত্র আন্দোলনকে ঘিরে ব্যাপকভাবে সহিংসতার প্রেক্ষাপটে প্রায় এক যুগ পর নতুন করে সক্রিয় করা হচ্ছে কমিটি।েএ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন থেকে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সচিবকে তাগাদা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
গত ১৭ জুলাই গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সাম্প্রতিক কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনে সহিংসতা আলোচনা হয়। সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সারাদেশে কমিটি গঠনের গুরুত্বারোপ করা হয়। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী, সচিব, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর শীর্ষ কর্তারাও উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটিগুলো আবারও সক্রিয় করতে হবে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠাতে বলা হয়।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী