সারাদেশে মৎস্য সপ্তাহের উদ্বোধন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম

‘ভরব মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এ বছরের জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করা হয়। এছাড়াও সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন :

খুলনা ব্যুরো জানায়, ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা গতকাল বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, মৎস্য অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলমগীর কবির ও প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মৎস্য অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক বিশ^জিৎ বৈরাগী।
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষ্যে পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দফতরের উদ্যোগে এ মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা
পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা আলমগীর হোসেনসহ অনেকে।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মৎস্য অধিদফতর, মাদারীপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে শকুনী লেকে মাছের পোনা অবমুক্তকরণ ও পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি রিজভী আহমেদ সবুজ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ভার্চুয়ালী যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস কর্মকর্তা মো. রবিউল ইসলাম।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, আড়াইহাজারে মৎস্য সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এই কর্মসূচির উদ্ধোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম প্রমুখ।
বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, বুড়িচং উপজেলা কমপ্লেক্স পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুুক্ত করেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার ও ইউএনও সাহিদা আক্তার। এসময় অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হকের সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, দাউদকান্দিতে গতকাল সকালে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। উপজেলা নির্বাহী অফিসার মো. আরাফাতুল আলমের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোসা. সাবিনা ইয়াসমিন চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিয়াউর রহমান, কুমিল্লার উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন প্রমুখ।
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা জানান, দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজাউল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।
গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদের নব-নির্মিত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বন্যা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে গতকাল আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম সানোয়ার রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম প্রমুখ।
কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে ও উপজেলা প্রসাশনের সহযোগীতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আখতারউজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সামা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন স্বপন, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাতাব উদ্দিন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবীন হোসেন।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদের লাল শাপলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হলো। গতকাল সকালে র‌্যালি ও আলোচনা শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মমতাজুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নাচোল উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস। সভায় পোনা মাছ অবমুক্তকরণ, র‌্যালী, আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, সফল মৎস্যচাষীদেরকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ দরবার হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এম. জাহাঙ্গীর কবিরের সার্বিক তত্বাবধানে মৎস্য সপ্তাহ উপলক্ষে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (পান্নু মৃধা)।
সাদুল্লাপুর (গাইবান্ধা) উপজেলা সংবাদাতা জানান, দুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।
কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা জানান, সভায় উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর আলম সিদ্দিক, উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম রশিদ, থানা অফিসার ইনচার্জ পলাশ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না খাতুন, মৎস্যজীবী মৃনাল কান্ত প্রমুখ।
গৌরনদী (বরিশাল) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে গতকাল সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহিদা আক্তার, ইউপি চেয়ারম্যান সৈকত গূহ পিকলু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান ফরিদ।

 

 

 

 

 

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

ঘরে বসে মাত্র ১০ দিনেই মিলবে থাইল্যান্ডের ভিসা

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

মিয়ানমারের কাচিনে জান্তার বিমান হামলা, শিশুসহ নিহত ১৫

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, এবার পাশে দাঁড়াল কানাডা