মার্চ ফর জাস্টিস

শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হলেন আইনজীবীরাও

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম

উই ওয়ান্ট জাস্টিস..! উই ওয়ান্ট জাস্টিস..!! স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে দেশের সর্বোচ্চ বিচারাঙ্গন। ভেতরে আইনজীবীরা। গেটের বাইরে ছিলেন
শিক্ষার্থী। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র ডাকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে দেশময় এক অভূত সংহতির সাক্ষী হলো মানুষ। আন্দোলনরত অকুতোভয় শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন পেশাজীবীরাও। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্ষুব্ধ অভিভাবক-সকল শ্রেণিপেশার মানুষের মিছিল যেন ছিলো একমুখি। চোখে-মুখে লাল কাপড় বেঁধে রক্তলাল প্রতিবাদ কর্মসূচি পালনের পরদিন, গতকাল বুধবার ছিলো ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। সারাদেশে এ কর্মসূচি পালিত হয়। দেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগীয় শহর, জেলা শহর, আইনজীবী সমিতিগুলোতে পালিত হয় কর্মসূচি। যার কেন্দ্রস্থল ছিলো রাজধানী ঢাকা। একক নেতৃত্ববিহীন ছাত্রদের চলমান প্রদীপ্ত নবধারার আন্দোলনের এক ঝলক দেখা মেলে মাজার সংলগ্ন সুপ্রিমকোর্টের প্রবেশ দ্বার,শিক্ষা ভবন-চৌরাস্তা চত্বরে।

পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিমকোর্ট চত্বরে ঢুকে মিছিল করেন শিক্ষার্থীরা। দুপুর পৌনে ২টার দিকে এখানে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার এবং ৬ সমন্বয়কারী ও আটক অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। ‘উই ওয়ান্ট জাস্টিস !’ ‘তোর কোটা তুই নে/আমার ভাইকে ফেরত দে!’ ‘ছাত্রদের ওপর গুলি কেন, প্রশাসন জবাব দে’সহ নানা ধরণের স্লোগান। এ সময় তারা সমবেত কণ্ঠে গানও পরিবেশন করেন। করেন আবৃত্তি। অন্তত: আধা ঘণ্টার মতো সুপ্রিম কোর্ট চত্বরের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ঘেরাও করে রাখা পুলিশের গাড়ির সামনে অবস্থান নেন এক ছাত্রী। গাড়ির সামনে থেকে সরে যেতে তাকে বার বার অনুরোধ করে পুলিশ। কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ এই ছাত্রী কিছুতেই না সরায় একপর্যায়ে তাকে গাড়িতে তুলে নেয়া হয়। এ সময় চার-পাঁচ জন আইনজীবীকেও গাড়িতে তোলা হয়। এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শিক্ষার্থী এবং আইনজীবীদের গ্রেফতারের আগে তাকে গ্রেফতারের অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরে প্রথম শতাধিক শিক্ষার্থী মাজার গেটের সামনে অবস্থান নেন। এর মধ্যে, ঢাবি, বুয়েট, নর্থ সাউথ, ব্র্যাক, গ্রিণ ইউনিভার্সিটি ও ঢাকা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন।

এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরকারবিরোধী আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেটের সামনে যান। এর আগেই মাজার গেট বন্ধ করে দেয়া হয়। এ সময় গেটের বাইরে শিক্ষার্থীরা এবং গেটের ভেতরে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কিছু আইনজীবী গেটের পাশের ব্যারিকেড টপকে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান। পরে কিছু শিক্ষার্থীকে ভেতরে নিয়ে যান তারা।

কিছুক্ষণ পর আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। সেখানে গিয়ে একটানা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টা পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।

শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ আলীসহ কয়েক শ আইনজীবী।
অন্যদিকে মাজার গেটের ভেতরে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলম, শারমিন মুরশিদ, রেহেনুমা আহমেদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তৃতা করেন।

এর আগে মঙ্গলবার রাতে সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওই রাতে সংগঠনটির অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় এ কর্মসূচি। ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণ গ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের দাবিতে এ কর্মসূচি পালনের কথা উল্লেখ করা হয়।

ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিকের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। আন্দোলনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সরকারবিরোধী আইনজীবীরা সংহতি জানান। এর আগে ‘সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি’র অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করেন বারের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। এখানে বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী,সাধারণ মানুষসহ শত শত লোক নিহত হয়েছেন। এই গণহত্যা ও গুলি করার নির্দেশদাতা মন্ত্রীরা, আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ জড়িত সবার বিচার করতে হবে। তিনি বলেন, মেট্রো রেল, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ও নরসিংদী কারাগারে কারা হামলা চালিয়েছে, তা এখনো কেন চিহ্নিত করা যায় নাই? তার কোনো ভিডিও ফুটেজও সরকার প্রকাশ করছে না কেন? কোন্ রাজনৈতিক দলের নেতাকর্মীরা হামলা করেছে, তাও প্রকাশ করা হচ্ছে না। আইনশৃংখলা বাহিনী কেন তা প্রতিরোধ করতে পারে নাই, কেন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয় নাই, সে প্রশ্নের উত্তর সরকার ও আইনশৃংখলা বাহিনী দিতে পারছে না। সংবাদ সম্মেলনে বারের বিএনপিপন্থি ৩ আইনজীবী উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরপর একই মঞ্চে সংবাদ সম্মেলন করেন বারের সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, কোটা আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। বর্তমানে দেশবিরোধী ষড়যন্ত্রকারী বিএনপি-জামায়াত দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে বাংলাদেশকে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাঙিক্ষত ঘটনায় আহত ও নিহত পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছে এবং ছাত্রদের সব দাবি মেনে নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশ যেন এমন পরিস্থিতির সম্মুখিন না হয় সে জন্য সরকার ও বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। সংবাদ সম্মেলনে শাহ মঞ্জুরুল হকসহ বারের কার্যকরি কমিটির ১২ আইনজীবী উপস্থিত ছিলেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও

মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও

গভীর রাতে গরিব অসহায় শীতার্ত  মাঝে ইউএনও'র কম্বল বিতরন

গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু

ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু